Saturday, April 26, 2014

মমতাকে এনডিএ-তে সাদর আমন্ত্রণ, সুর বদল বিজেপির

মমতাকে এনডিএ-তে সাদর আমন্ত্রণ, সুর বদল বিজেপির

Nitin-Gadkari
এই সময় ডিজিাটাল ডেস্ক: বাংলায় একটা কথা আছে, 'আর এক বার সাধিলেই খাইব'। কিন্তু এ তো শুধু আর সাধাসাধির পর্যায়ে আটকে থাকল না। এ যেন জোর করে নিমন্ত্রণ চেয়ে নেওয়া। নির্বাচনের আগে থেকে যে সমীকরণ নিয়ে রাজনৈতিক মহলে যথেষ্ট কৌতুহল ছিল তা বেশ খানিকটা উস্কে দিয়ে আজ বিজেরি-র রাজ্য দপ্তরে নীতিন গডকড়ি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এনডিএ জোটে স্বাগত জানিয়ে রাখলেন।

এ মাসেই শিলিগুড়িতে এসে বিজেপি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চড়া সুরে আক্রমণ শানিয়েছিলেন। মমতাও শুরু থেকে কংগ্রেস ও বিজেপি-র থেকে সমান দূরত্ব বজায় রেখেই চলেছেন। তাঁর বরাবরই স্পষ্ট বার্তা ছিল, 'একলা চলো রে'। কিন্তু বিজেপি-র অন্যতম শীর্ষ নেতা গডকড়ির মুখে আমন্ত্রণ বার্তা রাজনাতির কারবারিদের মধ্যে যথেষ্ট উত্তাপ ছড়িয়ে দিল তা বলাই বাহুল্য।

আগামী কাল বিজেপি প্রার্থীদের সমর্থনে সভা করতে ফের রাজ্যে আসছেন মোদী। উত্তরপাড়ার সভায় মোদীর বচনে মমতা ও তৃণমূল সম্পর্কে মধু ঝরে, না গরমের সঙ্গে পাল্লা দিয়ে আরও গরম গরম আক্রমণাত্মক কথা বেরোয় এখন তার দিকেই তাকিয়ে আছে রাজ্য রাজনীতি।

No comments:

Post a Comment