Sunday, April 27, 2014

মোদির বৈবাহিক অবস্থার সমালোচনায় শোভা ওঝা

মোদির বৈবাহিক অবস্থার সমালোচনায় শোভা ওঝা
নরেন্দ্র মোদির বৈবাহিক অবস্থাকে ইস্যু করে বিজেপি নেতার কঠোর সমালোচনা করেছে কংগ্রেস। কংগ্রেস মুখপাত্র শোভা ওঝা বলেছেন যে, বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী যখন নিজের স্ত্রীকে সম্মান করতে পারেন না, তখন তিনি কিভাবে অন্য মহিলাদের সম্মান দেবেন। খবর এনডিটিভি অনলাইনের।
কংগ্রেস মুখপাত্র ও অল ইন্ডিয়ান উইমেন কংগ্রেস সভাপতি সোভা ওঝা শনিবার বলেন, ‘নিজের বৈবাহিক অবস্থা গোপন করে রাখা মোদির সিদ্ধান্ত ব্যক্তিগত নয়, বরং একটি আইনগত ইস্যু।’ ওঝা অভিযোগ করেন, তার বৈবাহিক অবস্থার বিষয়টি প্রকাশ করার জন্য এত বছর তিনি সময় খুঁজে পাননি। তিনি গোপন করার অভিযোগে অভিযুক্ত হয়ে জনগণকে বলেছেন যে, তিনি অবিবাহিত। তিনি আরও বলেন, নির্বাচনের সময় সব সময় বৈবাহিক অবস্থার কথা উল্লেখ করতে হয়। যদিও মোদি গত বছরগুলোতে তা উল্লেখ করেননি। তিনি মহিলাদের কিভাবে সম্মান জানাবেন যখন তিনি তার নিজের স্ত্রীকে সম্মান দেন না? মোদিকে জনগণের কাছে এর জবাব দিতে হবে। কেন তিনি দীর্ঘ সময় ধরে নিজের স্ত্রী সম্পর্কে সত্য গোপন করেছেন? মোদির কংগ্রেসবিহীন দেশ গঠনের প্রতিক্রিয়ায় ওঝা বলেন, নির্বাচনের ফলাফলই প্রমাণ করবে যে বিজেপিবিহীন ভারতই গঠিত হবে। তিনি আরও বলেন, লোকসভা নির্বাচনে ধর্মীয় ও ধর্মনিরপেক্ষ শক্তির সঙ্গে লড়াই হচ্ছে। প্রিয়াঙ্কা গান্ধীর রাজনীতিতে যোগদানকে তিনি তার (প্রিয়াঙ্কার) ব্যক্তিগত সিদ্ধান্ত বলে অভিহিত করেন।

পোশাক হবে মোবাইল
টি-শার্টের মধ্যে মোবাইল প্রিন্ট করে তা গায়ে দিয়ে ব্যবহার করা- বিষয়টি শুনতে যতই অবাস্তব মনে হোক, প্রযুক্তির কল্যাণে তা অদূর ভবিষ্যতে বাস্তব রূপ পরিগ্রহ করতে যাচ্ছে বলে গবেষকরা জানিয়েছেন। মেলবোর্নভিত্তিক মোনাস ইউনিভার্সিটির ইলেক্ট্রিক্যাল এ্যান্ড কম্পিউটার সিস্টেমের ‘স্পাসের’ নামে একটি প্রযুক্তি উদ্ভাবন করেছে, যার মাধ্যমে এ ধরনের মোবাইল তৈরি করা আর স্বপ্নের বিষয় থাকবে না। সুপার প্লাসমন এ্যাম্পিফ্লিকেশন নিয়ন্ত্রিত বিকিরণ দিয়ে চলবে এবং এটি হবে কার্বনভিত্তিক। মুক্ত ইলেক্ট্রনের স্বতঃস্ফূর্ত স্পন্দনের মধ্যে ন্যানোস্কেলের বিকিরণের মধ্য দিয়ে মোবাইলটি চলবে। খবর টাইমস অব ইন্ডিয়া অনলাইনের।

No comments:

Post a Comment