রিলায়েন্স গ্যাস বিতর্কে বিদেশি সালিশি নিয়োগ
এই সময়: কৃষ্ণা-গোদাবরী অববাহিকা থেকে উত্তোলিত প্রাকৃতিক গ্যাসের দাম নির্ধারণ নিয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও কেন্দ্রীয় সরকারের বিরোধ মেটাতে অস্ট্রেলিয়ার সুপ্রিম কোর্টের প্রাক্তণ বিচারপতি জেমস জ্যাকব স্পিগেলম্যানকে নিরপেক্ষ সালিশি হিসাবে নিযুক্ত করল ভারতীয় সুপ্রিম কোর্ট৷ এর ফলে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের আন্তর্জাতিক সালিশি নিয়োগের আবেদন একপ্রকার মেনে নিল ভারতের সর্বোচ্চ আদালত৷ প্রাকৃতিক গ্যাসের মূল্য নির্ধারণ নিয়ে মামলায় পক্ষপাতিত্ব এড়াতে একজন বিদেশি সালিশির প্রয়োজন রয়েছে বলে দেশের সর্বোচ্চ আদালত সোমবার মন্তব্য করেন৷ প্রাকৃতিক গ্যাসের দাম নিয়ে মঙ্গলবার (১ এপ্রিল) পরবর্তী শুনানি সুপ্রিম কোর্টে৷
২০১১ সালের নভেম্বর মাসে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এই সালিশি প্রক্রিয়া শুরু করে৷ কিন্ত্ত, সালিশি হিসাবে কাকে নিয়োগ করা হবে সে বিষয়ে রিলায়েন্স বা সরকার কেউই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি৷ সালিশি হিসাবে ভারতীয় নাগরিক না বিদেশি কাউকে নিয়োগ করা হবে তা নিয়ে মতান্তর দেখা দেয়৷ রিলায়েন্স চায় বিদেশি সালিশি নিয়োগ করা হোক, কেন্দ্রীয় সরকারের যুক্তি, বিবাদের বিষয়টি সম্পূর্ণ অভ্যন্তরীণ বলে কোনও ভারতীয়কেই সালিশি নিয়োগ করা উচিত্৷ সেই হিসাবে ভারতের প্রধান বিচারপতি এস পি ভারুচা এবং বিচারপতি ভি এন খাড়েকে সালিশি হিসাবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়৷ কিন্ত্ত, রিলায়েন্সের আবেদনে সাড়া দিয়ে সোমবার তৃতীয় এবং শেষ সালিশি হিসাবে স্পিগেলম্যানকে নিযুক্ত করে সুপ্রিম কোর্ট৷
২০১২ সাল থেকে কৃষ্ণা-গোদাবরী অববাহিকায় গ্যাসের উত্পাদন নিয়ে সরকারের সঙ্গে রিলায়েন্সের চাপান উতোর চলছে৷ চুক্তি অনুযায়ী গ্যাস উত্তোলন করতে পারেনি বলে সরকার রিলায়েন্সকে ১৮০ কোটি মার্কিন ডলার জরিমানা করে৷ এই জরিমানা অন্যায় বলে সরকারের বিরোধিতা করে রিলায়েন্স৷ তখন থেকেই সরকারের মনে সন্দেহ দানা বাঁধে, কেজি-ডি৬ অববাহিকার ডি১ এবং ডি৩ ফিল্ডে ইচ্ছে করে কম গ্যাস উত্তোলন করছে রিলায়েন্স৷ তেল মন্ত্রক থেকে বলা হয়, ইচ্ছা করে কম পরিমাণ গ্যাস উত্পাদনের অভিযোগ প্রমাণিত হলে রিলায়েন্স এপ্রিল থেকে গ্যাসের বর্ধিত দাম নিতে পারবে না৷ পাশাপাশি, প্রাকৃতিক গ্যাসের দাম দ্বিগুণ হয়ে যাওয়ার ফলে সংস্থার আয় যতটা বাড়বে বলে ভাবা হয়েছিল, সেই পরিমাণ ব্যাঙ্ক গ্যারান্টিও সরকারের কাছে জমা রাখতে হবে মুকেশ আম্বানির সংস্থাকে৷
এ বছর ১ এপ্রিল থেকে রঙ্গরাজন কমিটির সুপারিশ মেনে প্রাকৃতিক গ্যাসের দাম ৪.২ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ৮ মার্কিন ডলার করার সিদ্ধান্ত নিয়েছিল সরকার৷ কিন্ত্ত, নির্বাচন কমিশন নির্দেশ দেয়, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত গ্যাসের নতুন দাম ঘোষণা করতে পারবে না বর্তমান ইউপিএ সরকার৷
অন্য দিকে, সোমবারই প্রাকৃতিক গ্যাস সরবরাহ নিয়ে রিলায়েন্স ও দেশের সার সংস্থাগুলির চুক্তি পুনর্নবীকরণের মেয়াদ শেষ হচ্ছে৷ চুক্তি পুনর্নবীকরণ না করা হলে মঙ্গলবার সকাল ৬টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেবে রিলায়েন্স৷
তেল মন্ত্রক সূত্রের খবর, সার সংস্থাগুলি থেকে বেশি দাম চাইছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ৷ ১ এপ্রিল থেকে প্রতি ব্রিটিশ থার্মাল ইউনিট গ্যাসের পুরনো দাম (৪.২০ মার্কিন ডলার) এবং নতুন দামের যে ফারাক হবে তাও মিটিয়ে দিতে হবে বলে রিলায়েন্স৷ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া অবশ্য রিলায়েন্সের দাবি মেনে চুক্তি করতে নারাজ৷ সংগঠনের পক্ষে বলা হয়, ইউনিট প্রতি ৮.৩০ মার্কিন ডলার দরে গ্যাস বিক্রি করতে চাইছে রিলায়েন্স৷ রিলায়েন্সের বক্তব্য, নির্বাচন কমিশন গ্যাসের নতুন মূল্য নির্ধারণের নীতির উপর নিষেধাজ্ঞা জারি করেনি, করেছে গ্যাসের নতুন দাম প্রকাশ করার উপর৷ তাই, তারা গ্যাসের সাম্ভাব্য দর ৮.৩০ ডলার হতে পারে ধরে নিয়ে সার সংস্থাগুলির কাছ থেকে ওই দাম চাইছে৷
এই সময়: কৃষ্ণা-গোদাবরী অববাহিকা থেকে উত্তোলিত প্রাকৃতিক গ্যাসের দাম নির্ধারণ নিয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও কেন্দ্রীয় সরকারের বিরোধ মেটাতে অস্ট্রেলিয়ার সুপ্রিম কোর্টের প্রাক্তণ বিচারপতি জেমস জ্যাকব স্পিগেলম্যানকে নিরপেক্ষ সালিশি হিসাবে নিযুক্ত করল ভারতীয় সুপ্রিম কোর্ট৷ এর ফলে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের আন্তর্জাতিক সালিশি নিয়োগের আবেদন একপ্রকার মেনে নিল ভারতের সর্বোচ্চ আদালত৷ প্রাকৃতিক গ্যাসের মূল্য নির্ধারণ নিয়ে মামলায় পক্ষপাতিত্ব এড়াতে একজন বিদেশি সালিশির প্রয়োজন রয়েছে বলে দেশের সর্বোচ্চ আদালত সোমবার মন্তব্য করেন৷ প্রাকৃতিক গ্যাসের দাম নিয়ে মঙ্গলবার (১ এপ্রিল) পরবর্তী শুনানি সুপ্রিম কোর্টে৷
২০১১ সালের নভেম্বর মাসে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এই সালিশি প্রক্রিয়া শুরু করে৷ কিন্ত্ত, সালিশি হিসাবে কাকে নিয়োগ করা হবে সে বিষয়ে রিলায়েন্স বা সরকার কেউই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি৷ সালিশি হিসাবে ভারতীয় নাগরিক না বিদেশি কাউকে নিয়োগ করা হবে তা নিয়ে মতান্তর দেখা দেয়৷ রিলায়েন্স চায় বিদেশি সালিশি নিয়োগ করা হোক, কেন্দ্রীয় সরকারের যুক্তি, বিবাদের বিষয়টি সম্পূর্ণ অভ্যন্তরীণ বলে কোনও ভারতীয়কেই সালিশি নিয়োগ করা উচিত্৷ সেই হিসাবে ভারতের প্রধান বিচারপতি এস পি ভারুচা এবং বিচারপতি ভি এন খাড়েকে সালিশি হিসাবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়৷ কিন্ত্ত, রিলায়েন্সের আবেদনে সাড়া দিয়ে সোমবার তৃতীয় এবং শেষ সালিশি হিসাবে স্পিগেলম্যানকে নিযুক্ত করে সুপ্রিম কোর্ট৷
২০১২ সাল থেকে কৃষ্ণা-গোদাবরী অববাহিকায় গ্যাসের উত্পাদন নিয়ে সরকারের সঙ্গে রিলায়েন্সের চাপান উতোর চলছে৷ চুক্তি অনুযায়ী গ্যাস উত্তোলন করতে পারেনি বলে সরকার রিলায়েন্সকে ১৮০ কোটি মার্কিন ডলার জরিমানা করে৷ এই জরিমানা অন্যায় বলে সরকারের বিরোধিতা করে রিলায়েন্স৷ তখন থেকেই সরকারের মনে সন্দেহ দানা বাঁধে, কেজি-ডি৬ অববাহিকার ডি১ এবং ডি৩ ফিল্ডে ইচ্ছে করে কম গ্যাস উত্তোলন করছে রিলায়েন্স৷ তেল মন্ত্রক থেকে বলা হয়, ইচ্ছা করে কম পরিমাণ গ্যাস উত্পাদনের অভিযোগ প্রমাণিত হলে রিলায়েন্স এপ্রিল থেকে গ্যাসের বর্ধিত দাম নিতে পারবে না৷ পাশাপাশি, প্রাকৃতিক গ্যাসের দাম দ্বিগুণ হয়ে যাওয়ার ফলে সংস্থার আয় যতটা বাড়বে বলে ভাবা হয়েছিল, সেই পরিমাণ ব্যাঙ্ক গ্যারান্টিও সরকারের কাছে জমা রাখতে হবে মুকেশ আম্বানির সংস্থাকে৷
এ বছর ১ এপ্রিল থেকে রঙ্গরাজন কমিটির সুপারিশ মেনে প্রাকৃতিক গ্যাসের দাম ৪.২ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ৮ মার্কিন ডলার করার সিদ্ধান্ত নিয়েছিল সরকার৷ কিন্ত্ত, নির্বাচন কমিশন নির্দেশ দেয়, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত গ্যাসের নতুন দাম ঘোষণা করতে পারবে না বর্তমান ইউপিএ সরকার৷
অন্য দিকে, সোমবারই প্রাকৃতিক গ্যাস সরবরাহ নিয়ে রিলায়েন্স ও দেশের সার সংস্থাগুলির চুক্তি পুনর্নবীকরণের মেয়াদ শেষ হচ্ছে৷ চুক্তি পুনর্নবীকরণ না করা হলে মঙ্গলবার সকাল ৬টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেবে রিলায়েন্স৷
তেল মন্ত্রক সূত্রের খবর, সার সংস্থাগুলি থেকে বেশি দাম চাইছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ৷ ১ এপ্রিল থেকে প্রতি ব্রিটিশ থার্মাল ইউনিট গ্যাসের পুরনো দাম (৪.২০ মার্কিন ডলার) এবং নতুন দামের যে ফারাক হবে তাও মিটিয়ে দিতে হবে বলে রিলায়েন্স৷ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া অবশ্য রিলায়েন্সের দাবি মেনে চুক্তি করতে নারাজ৷ সংগঠনের পক্ষে বলা হয়, ইউনিট প্রতি ৮.৩০ মার্কিন ডলার দরে গ্যাস বিক্রি করতে চাইছে রিলায়েন্স৷ রিলায়েন্সের বক্তব্য, নির্বাচন কমিশন গ্যাসের নতুন মূল্য নির্ধারণের নীতির উপর নিষেধাজ্ঞা জারি করেনি, করেছে গ্যাসের নতুন দাম প্রকাশ করার উপর৷ তাই, তারা গ্যাসের সাম্ভাব্য দর ৮.৩০ ডলার হতে পারে ধরে নিয়ে সার সংস্থাগুলির কাছ থেকে ওই দাম চাইছে৷
No comments:
Post a Comment