Tuesday, April 1, 2014

বাংলাকে 'বঞ্চনা'র কৈফিয়ত্‍‌ অর্থমন্ত্রীর

বাংলাকে 'বঞ্চনা'র কৈফিয়ত্‍‌ অর্থমন্ত্রীর

নয়াদিল্লি: বিশেষ আর্থিক সাহায্য না দিয়ে পশ্চিমবঙ্গের প্রতি তিনি কোনও অন্যায় করেননি বলে দাবি করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম৷ তাঁর সাফ কথা, 'প্রণব মুখোপাধ্যায় অর্থমন্ত্রী থাকার সময় পশ্চিমবঙ্গকে বিআরডিএফ বা পিছিয়ে পড়া এলাকা উন্নয়ন তহবিল থেকে প্যাকেজ দিয়েছিলেন৷ আমি অর্থমন্ত্রী হওয়ার পরেও সেই প্যাকেজ বহাল থাকে৷ কিন্ত্ত মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর দাবি করেছিলেন, কেন্দ্র সিদ্ধান্ত নিক যে তিন বছর রাজ্যকে সুদ পরিশোধ করতে হবে না৷ অর্থাত্‍, কেন্দ্রীয় সরকারকে সেই সুদ দিতে হবে৷ কিন্তু সেই দাবি মানা সম্ভব ছিল না৷ এরকম কোনও ব্যবস্থা বাজেটে নেই, এরকম কোনও প্রকল্পও সরকারের নেই৷'

চিদম্বরমের যুক্তি, পশ্চিমবঙ্গকে এই সুবিধা দিলে অন্য দুই ঋণে ডুবে থাকা রাজ্য পাঞ্জাব ও কেরলও একই দাবি করত৷ অন্য রাজ্য যাঁরা ঋণজালে বন্দি নয়, তাঁরাও বলত, যেহেতু তারা ভাল কাজ করেছে, সে জন্য তারা আর্থিক সাহায্য থেকে বঞ্চিত হচ্ছে৷ তাই মমতার দাবি মানা সম্ভব ছিল না৷ চিদম্বরম জানিয়েছেন, 'আমি একাধিকবার এই কথাটা মমতা বন্দ্যোপাধ্যায়কে, রাজ্যের অর্থণন্ত্রীকে এবং অন্য নেতাদের বুঝিয়েছি৷ পরিস্কার বলেছি, এই সাহায্য আমরা করতে পারব না৷ করা সম্ভব নয়৷'

তবে অসময়ের বৃষ্টিতে ত্রাণ পাচ্ছে চার রাজ্য৷

শিলাবৃষ্টি ও অসময়ে বর্ষণের জেরে চার রাজ্যে ফসলের যে ক্ষতি হয়েছে, তার ত্রাণ হিসাবে ৩৫২ কোটি টাকা মঞ্জুর করল কৃষিমন্ত্রী শরদ পাওয়ারের নেতৃত্বাধীন ক্ষমতাপ্রাপ্ত মন্ত্রীগোষ্ঠী৷ মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কর্নাটক ও রাজস্থান এই অর্থ পাবে৷ সূত্র উল্লেখ করে এ কথা জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই৷ ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফান্ড (এনডিআরএফ) থেকে এই অর্থ দেওয়া হবে৷ ন্যাশনাল হর্টিকালচার মিশনে যে অর্থ দেওয়া হয়েছে, তার বাইরে এই ত্রাণ দেওয়া হবে৷

ঘরবাড়ি ও রবি শস্যের ক্ষতিপূরণের জন্য আলাদা ভাবে কর্নাটককে ৯২ কোটি টাকা ত্রাণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ এই অর্থ দেওয়া হবে এনডিআরএফ থেকে৷ এক আধিকারিক বলেন, 'শরদ পাওয়ারের নেতৃত্বাধীন ক্ষমতাপ্রাপ্ত মন্ত্রিগোষ্ঠী চার রাজ্যের হর্টিকালচারাল কর্পের জন্য ৩৫২ কোটি টাকা ত্রাণের ব্যাপারে সম্মত হয়েছে৷' পাওয়ার ছাড়াও বৈঠকে অর্থমন্ত্রী পালানিয়াপ্পান চিদম্বরম ও স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিণ্ডে উপস্থিত ছিলেন৷

এর আগে, ২০ মার্চ মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশের জন্য ১,৩৫১ কোটি টাকা আর্থিক সহায়তা মঞ্জুর করেছিল সংশ্লিষ্ট মন্ত্রীগোষ্ঠী৷ অসময়ে বৃষ্টির ফলে ওই চার রাজ্যে গম, ডাল ও তৈলবীজের মতো রবি শস্য এবং ফলের ক্ষতি হয়েছে৷

No comments:

Post a Comment