Tuesday, April 1, 2014

ধর্মনিরপেক্ষতা প্রশ্নে অগ্রাধিকার সনিয়ার

ধর্মনিরপেক্ষতা প্রশ্নে অগ্রাধিকার সনিয়ার

SONIA
মিওয়াত (হরিয়ানা): যে উন্নয়নের প্রশ্নে কংগ্রেস প্রশাসন ক্রমাগত বিদ্ধ হয়ে চলেছে, সেই উন্নয়নকে গুরুত্ব দিলেন না, বরং নরেন্দ্র মোদীর সাম্প্রদায়িক ভাবমূর্তিকে বিঁধে ধর্মনিরপেক্ষতাকেই তুলে ধরতে চাইলেন সভানেত্রী সনিয়া গান্ধী৷ ভাবাদর্শের পর এ বার ধর্মনিরপেক্ষতার অস্ত্রে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আক্রমণ শানালেন সনিয়া৷ সোমবার হরিয়ানার মিওয়াতে নির্বাচনী প্রচারে সনিয়ার বক্তব্য, 'এই নির্বাচন শুধু দেশের উন্নয়নের লড়াই নয়, বরং ধর্মনিরপেক্ষতা রক্ষার লড়াই৷ ভারতের সংবিধানে যে ধর্মনিরপেক্ষতার উল্লেখ রয়েছে, তা রক্ষা করার উদ্দেশ্যেই এই নির্বাচন৷' বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীর সাম্প্রদায়িক ভাবমূর্তিকে পরোক্ষভাবে কটাক্ষ করে সনিয়া বলেন, 'আমরা এমন একটা দেশের জন্য লড়াই করব, যেখানে মানুষের ধর্ম, ভাষা, জন্মস্থান, জাত-পাত গুরুত্বপূর্ণ নয়৷ যে দেশ ধর্ম নিরপেক্ষ, যেখানে প্রত্যেকের সমান অধিকার৷ যেখানে ভারতবাসী পরিচয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ৷'

এ দিন প্রধানমন্ত্রী পদের জন্য মোদীর দৌড়কে কটাক্ষ করে কংগ্রেস সভানেত্রীর বক্তব্য, 'প্রধানমন্ত্রীর গদিই বিজেপির একমাত্র লক্ষ্য, আর সে জন্য জনসাধারণকে তারা ভুল পথে চালনা করছে৷' ইউপিএ আমলে উন্নয়নের খতিয়ানও এ দিন তুলে ধরেন সনিয়া৷ তাঁর কথায়, 'গত ১০ বছরে মনমোহন সিংয়ের সরকারের আমলে যা উন্নয়ন হয়েছে, তা আগে কখনও হয়নি৷ মিওয়াতের পরিবর্তনই দেখুন! পিছিয়ে পড়া এই অঞ্চলের জন্য পানীয় জলের সুবিধা, স্বাস্থ্য ও শিক্ষার উন্নতি করা হয়েছে৷'

সভানেত্রীর আক্রমণের লক্ষ্য যখন গুজরাটের মুখ্যমন্ত্রী, কংগ্রেসের সহ-সভাপতির লক্ষ্য তখন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক৷ এ দিন ওডিশার কোরাপুটে এক নির্বাচনী প্রচারে গিয়ে সনিয়া-পুত্র রাহুল গান্ধীর বক্তব্য, 'ওডিশায় নেতা নয়, খনি মাফিয়ারাই সরকার চালাচ্ছে৷ হাজার হাজার কোটি টাকার খনিজ সম্পদ লুঠ হয়ে যাচ্ছে৷ রাজ্য প্রশাসন জেনেও কোনও ব্যবস্থা নিচ্ছে না৷' একই সঙ্গে উন্নয়নের কৃতিত্ব নিয়ে রাহুলের বক্তব্য, 'আদিবাসীদের উন্নয়নের জন্য কেন্দ্র কোটি কোটি টাকা পাঠাচ্ছে, কিন্ত্ত তা গ্রাম্যস্তরে পৌঁছছে না৷ রাজ্য কেন্দ্রের টাকা নয়ছয় করে নিজেরা উন্নয়নের কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছে৷'- সংবাদসংস্থা 

No comments:

Post a Comment