Sunday, April 27, 2014

দূষণ ও দখলমুক্ত করার দাবিতে শীতলক্ষ্যায় নৌ-মানববন্ধন

দূষণ ও দখলমুক্ত করার দাবিতে শীতলক্ষ্যায় নৌ-মানববন্ধন
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ শীতলক্ষ্যা নদী দূষণ ও দখলমুক্ত করার দাবিতে নৌ-মানববন্ধন ও নৌ-অবরোধ কর্মসূচী পালন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। শনিবার এগারোটা থেকে বারোটা পর্যন্ত নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর এক নম্বর খেয়াঘাটে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও অবরোধ কর্মসূচীর আয়োজন করা হয়। এ কর্মসূচীর সঙ্গে একাত্মতা প্রকাশ করে নারায়ণগঞ্জের পাঁচটি পরিবেশবাদী সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। খেয়াঘাটের মাঝিরা স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচীতে যোগ দেয়। ফলে প্রায় একঘণ্টা নদীতে নৌযান চলাচল বন্ধ থাকে। নারায়ণগঞ্জ জেলা বাপার সভাপতি এবি সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাপা’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. আব্দুল মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক স্থপতি ইকবাল হাবিব, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সহসভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ফুটবলার আশরাফ উদ্দিন চুন্নু, পরিবেশবাদী সংগঠন নির্ভীকের প্রধান সমন্বয়ক এটিএম কামাল, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি নুরুউদ্দিন।
বক্তারা ড্যাবের নারায়ণগঞ্জ অংশের বাস্তবায়নের দায়িত্ব নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে দেয়ার দাবি জানিয়ে বলেন, নারায়ণগঞ্জবাসী যেভাবে নারায়ণগঞ্জের নদী, জলাশয় রক্ষা করতে পারবে অন্য কেউ তা পারবে না। কাগজে কলমে দেশে ২৩০টি নদী থাকলেও এর অধিকাংশই এখন হুমকির মুখে। প্রশাসনের দুর্বলতায় রাজনৈতিক দলের মদদপুষ্ট প্রভাবশালী ব্যক্তিরা নদী দূষণ ও দখল করছে। পরিবেশবান্ধব শিল্পনীতি বাস্তবায়ন হয়নি। উচ্চ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও নদীর সীমানা নির্ধারণ সঠিকভাবে শেষ হয়নি। তারা শীতলক্ষ্যা নদীর দূষণ ও দখল রোধে সরকারকে আন্তরিক হয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

No comments:

Post a Comment