Sunday, April 27, 2014

কেন্দ্র চারিদিক থেকে আমাদের ক্ষতি করেছে: মমতা
Aajkaal: the leading bengali daily newspaper from Kolkata
Google plus shareFacebook shareTwitter shareLinkedIn share
আজকালের প্রতিবেদন: নির্বাচন চলাকালীন এই প্রথম একটি বেসরকারি চ্যানেলে সাক্ষাৎকার দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি৷‌ শনিবার এই সাক্ষাৎকারে মমতা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন৷‌ কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ করেন৷‌ নরেন্দ্র মোদির বিরুদ্ধে তোপ দাগেন৷‌ সি পি এমের উদ্দেশে বলেন, এবার নির্বাচনে ওদের ভোট কমবে৷‌ সাক্ষাৎকার দিতে গিয়ে মমতা রাজ্যের উন্নয়নের তালিকাও তুলে ধরেন৷‌ আগামীদিনে আঞ্চলিক দলগুলি দিল্লিতে সরকার গড়বে, সে কথাও তিনি জানিয়ে দেন৷‌ এক প্রশ্নের উত্তরে বলেন, বাংলাই দিল্লিকে পথ দেখাবে৷‌ সাক্ষাৎকারে গুজরাট প্রসঙ্গ তুলে এনে বলেন, গুজরাট মডেল বলে কিছু হয় না৷‌ গুজরাট হচ্ছে দাঙ্গার মডেল৷‌ তাঁর মতে, বাংলাই একমাত্র মডেল৷‌ কেন্দ্র সম্পর্কে মমতা বলেন, আমরা যখন ইউ পি এ ২-তে ছিলাম তখন কোনও অন্যায় কাজ করতে দিইনি৷‌ আমরা বেরিয়ে আসার পরই এই সরকার অন্যায় কাজ শুরু করল৷‌ চুরি করতে আরম্ভ করল৷‌ আমি এক সময় কংগ্রেস করতাম৷‌ সেটা এখন বলতে লজ্জা হয়৷‌ কেন্দ্র দেশটাকে বিক্রি করে দিতে চাইছে৷‌ আর বি জে পি শুধু সাম্প্রদায়িক সুড়সুড়ি দিয়ে যাচ্ছে৷‌ ভারতের মানুষ বি জে পি-র মতো দাঙ্গার মুখ দেখতে চায় না৷‌ কেন্দ্রের প্রসঙ্গ এনে মমতা বলেন, আমরা যখন মন্ত্রিসভায় ছিলাম, তখন আমাদের মন্ত্রীদের কোনও কাজ করতে দেওয়া হত না৷‌ প্রতি পদে অসম্মান করা হত৷‌ আমাদের কথা শোনা হত না৷‌ খুচরো বাজার তুলে দেওয়া হয়েছিল৷‌ প্রতিবাদ করে আমরা বেরিয়ে আসি৷‌ বারবার ওরা পেট্রল-ডিজেলের দাম বাড়িয়ে দিয়েছে৷‌ আমাদের ভাতে মারার চেষ্টা করেছে৷‌ সুদের টাকা কেটে নিয়ে যাচ্ছে৷‌ তা সত্ত্বেও আমি টিম করে বাংলার উন্নয়ন করে যাচ্ছি৷‌ আমার হাতে যদি টাকা থাকত তা হলে পৃথিবীতে একনম্বর স্হান হত বাংলার৷‌ সাক্ষাৎকার দিতে গিয়ে মমতা কংগ্রেস, সি পি এম ও বি জে পি-কে আক্রমণ করে বলেন, এরা কুৎসার মহাজোট তৈরি করেছে৷‌ এই নির্বাচনে মানুষ এই কুৎসার বিরুদ্ধে উপযুক্ত জবাব দেবে বলে মমতা বিশ্বাস করেন৷‌ তিনি নির্বাচনে সাধারণ মানুষকে তৃণমূলের পক্ষে ভোট দেওয়ার জন্য আবেদন জানান৷‌ মমতা এ-ও বলেন, অনেকেই আমাকে বলেছেন বাংলায় সত্যিই পরিবর্তন হয়েছে৷‌ তাই আমি দিল্লিতে পরিবর্তন আনার জন্য সকলের কাছে আবেদন জানাচ্ছি৷‌ সত্যিই পরিবর্তন করা যায় কি না তা দেখিয়ে দেব৷‌ দিল্লিতে পরিবর্তন হলে যে সরকার আসবে তারা শুধু নীতিই ঠিক করবে৷‌ রাজ্য রাজ্যের মতো কাজ করবে৷‌ রাজ্যের অধিকারে কোনও হস্তক্ষেপ করবে না৷‌ তিনি বলেন, কেন্দ্র যেভাবে আমাদের বঞ্চনা করেছে, সেই বঞ্চনা আর নতুন করে কেউ করতে পারবে না৷‌ তার কারণ নতুন সরকার তৈরি হবে৷‌ কেন্দ্র-রাজ্য মিলিয়ে উন্নয়নের কাজ হবে৷‌ ইউ পি ২-তে যখন ছিলাম সেই সময় মেট্রো নিয়ে আমাকে ওরা কাঁদিয়ে ছেড়েছে৷‌ বাইরে আমি এ সব কথা কোনওদিন বলিনি৷‌ আমাদের কোনও কথাই ওরা শুনত না৷‌ আমাকে হিংসে করত৷‌ আমার বিরুদ্ধে কুৎসা, অপপ্রচার এখনও করে চলেছে৷‌ কেন্দ্র খুব প্রতিহিংসাপরায়ণ৷‌ প্রতিমুহূর্তে আমাকে অপমান করেছে৷‌ মোদিকে আক্রমণ করেন মমতা৷‌ তিনি বলেন, হারার ভয়ে দু’জায়গা থেকে তিনি দাঁড়িয়েছেন৷‌ আমি দাঁড়ালে শুধু বাংলা থেকেই দাঁড়াতাম৷‌ আত্মবিশ্বাসের অভাব থেকেই মোদি দুটি আসনে লড়াই করছেন বলে মমতা মনে করেন৷‌ মমতা বলেন, প্রধানমন্ত্রীর পদপ্রার্থী বলে কিছু হয় না৷‌ নির্বাচনে জেতার পর দল প্রধানমন্ত্রী ঠিক করে৷‌ এমন একটা ভাব করা হচ্ছে যেন তিনি ভগবান হয়ে এসেছেন৷‌ যাঁরা বুদ্ধব্র্যান্ড তৈরি করেছিলেন তাঁরাই এখন মোদিকে তুলে ধরছেন৷‌ একশ্রেণী মিডিয়াকে এ ব্যাপারে আক্রমণ করে মমতা বলেন, বি জে পি-র থেকে টাকা নেওয়া হচ্ছে৷‌ কুৎসাকারীরা কমিশন পাচ্ছে৷‌ আর সি পি এম শুধু ধ্বংসাত্মক কাজ করে বেড়াচ্ছে৷‌ এরা যখন ক্ষমতায় ছিল তখন বন‍্ধ-অবরোধ করে গেছে৷‌ কর্মসংস্কৃতি নষ্ট করে দিয়েছিল৷‌ আমরা কর্মসংস্কৃতি ফিরিয়ে এনেছি৷‌ আমাদের সময় কোনও কাজের দিন নষ্ট হয়নি৷‌ ২৪ ঘণ্টা আমরা কাজ করে যাচ্ছি৷‌ আর সি পি এম অপপ্রচার করছে৷‌ আমাকে যাঁরা ঈর্ষা করে তাদের আমি ক্ষমা করে দিই৷‌ আমি তো আগেই বলেছি বদলা নয়, বদল চাই৷‌ নির্বাচনের আগে যে ইস্তাহার তৃণমূল তৈরি করেছিল, সেই ইস্তাহার অনুযায়ী রাজ্যের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে বলে মমতা জানিয়ে দেন৷‌ তিনি বলেন, সংখ্যালঘুদের উন্নয়ন হয়েছে৷‌ সমাজের পিছিয়ে পড়া শ্রেণীরা আজকে এগিয়ে আসছেন৷‌ তফসিলি জাতি-উপজাতিদের জন্য অনেক সুযোগ করে দেওয়া হচ্ছে৷‌ শিক্ষা ক্ষেত্রে যাতে সকল শ্রেণীর ছাত্রছাত্রীরা সুযোগ পায় তার জন্য সব রকম ব্যবস্হা করা হয়েছে৷‌ মমতা এক প্রশ্নের উত্তরে বলেন, পাহাড় শাম্ত৷‌ জঙ্গলমহলেও উন্নয়নের কাজ হচ্ছে৷‌ দিল্লি থেকে বি জে পি নেতারা এসে বলছেন পাহাড় ভাগ করে দেব৷‌ পাহাড় ভাগ করার ওঁরা কে? রাজ্য ভাগ হবে কি না তা ঠিক করবে রাজ্য৷‌ বি জে পি বঙ্গভঙ্গ করতে এসেছে৷‌ এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে৷‌ তিনি বলেন, ২২ মে সরকারের তিন বছর পূর্ণ হবে৷‌ এই তিন বছরের মধ্যে গ্রামের বহু উন্নয়ন হয়েছে৷‌ আমরা ৮টি বিশ্ববিদ্যালয় তৈরি করেছি৷‌ হাসপাতাল হয়েছে৷‌ আরও হবে৷‌ ন্যায্যমূল্যের ওষুধের দোকান হয়েছে৷‌ আড়াই লক্ষ সাইকেল দেওয়া হয়েছে গ্রামের ছাত্রছাত্রীদের৷‌ বাংলা থেকে সংস্কৃতি মুছে দিয়েছিল সি পি এম৷‌ আমরা সেই সংস্কৃতি আবার ফিরিয়ে এনেছি৷‌ শিল্পীদের উপযুক্ত সম্মান দিয়েছি৷‌ মমতা এদিন অভিযোগ করেন, বি জে পি-কে আনার জন্য সুপার পেড নিউজ করা হচ্ছে৷‌ আমাদের বিরুদ্ধে কেন্দ্রের কয়েকটি এজেন্সিও কাজ করতে শুরু করেছে৷‌ একটা-দুটো ঘটনাকে বড় করে দেখানো হচ্ছে৷‌ সরকার তো আর এ সমস্ত ঘটনা ঘটায়নি৷‌ তবুও আমরা ঘটনার পর সঙ্গে সঙ্গে ব্যবস্হা নিচ্ছি৷‌ তিনি বলেন, নির্বাচনে তৃণমূল তৃতীয় বৃহত্তম দল হবে৷‌

No comments:

Post a Comment