24 Apr, 2014 , 07.43AM ISTLIVE: রাজ্যের ৬ আসনে দ্বিতীয় দফার ভোট আজ
05:14 PMবিকেল ৫টা পর্যন্ত ভোটের গড়: মুর্শিদাবাদ - ৮২. ২৪ %, বালুরঘাট - ৮২.৮৬ %, মালদহ উত্তর - ৮০.৬৭ %, মালদহ দক্ষিণ - ৮০.১৬ %, রায়গঞ্জ - ৭৯.৭৮ %, জঙ্গিপুর - ৭৬.৯৩ %
04:45 PMমালদহের কালিয়াচকের কাঠালবেড়িয়ার উত্তেজনা। সিপিএম-তৃণমূল সংঘর্ষ বোমাবাজি. এর জেরে কিছুক্ষণ বন্ধ থাকে ১৬০ নং বুথের ভোটগ্রহণ।
03:35 PMতিনটে পর্যন্ত বালুরঘাটে এবং রায়গঞ্জে ভোট পড়েছে যথাক্রমে ৭১.৮৮ শতাংশ ও ৬৮.১০ শতাংশ। মুর্শিদাবাদে ৭১.৩৮, জঙ্গিপুরে ৬৮.৬০, মালদহ দক্ষিণে ৬৮.৩০, মালদহ উত্তরে ৬৮.৯৫ শতাংশ ভোট পড়েছে।
03:26 PMআবু হাসেম খান চৌধুরির বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ আনল বিজেপি-সিপিএম। বুথের ২০০ মিটারের মধ্যে দলীয় পতাকা লাগানো গাড়ি নিষিদ্ধ। তা সত্ত্বেও তিনি গাড়ি নিয়ে এসেছিলেন বলে অভিযোগ।
03:24 PMকরণদিঘির আব্দুলপুর গ্রামে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উটল সিপিএমের বিরুদ্ধে। নকল ইভিএম নিয়ে প্রচার চালিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ আনল তৃণমূল। পঞ্চায়েত সদস্যের উপস্থিতিতেই বিধিভঙ্গ করা হয়। তৃণমূল ও বিজেপি-র তরফে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়। বিধিভঙ্গ হয়েছে বলে জানালেন করণদিঘির নির্বাচনী পর্যবেক্ষক। ঘটনা খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পর্যবেক্ষক।
02:26 PMইটাহারে তিনটি বুথ দখলের অভিযোগ আনল বামেরা। বামকর্মীদের বুথে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। মারধরে এক বামকর্মী আহত।
02:17 PMকালিয়াচকের কাঠালবেড়িয়ায় একটি বুথে তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ আনল কংগ্রেস। পুলিশ লক্ষ্য করেও বোমা ছোড়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২ রাউন্ড গুলি চালিয়েছে বলে জানা গিয়েছে।
01:47 PMদুপুর একটা পর্যন্ত মালদহ উত্তরে ৫৬.২১, মালদহ দক্ষিণে ৬৬.১৩, রায়গঞ্জে ৫৭.৮৩, বালুরঘাটে ৬৫.৪৪, মুর্শিদাবাদে ৬৭.৫৩ এবং জঙ্গিপুরে ৬৬.০৪ শতাংশ ভোট পড়ল।
01:39 PMজঙ্গিপুরের তৃণমূল প্রার্থী হাজি নুরুলের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ আনা হল। তাঁর বিরুদ্ধে দলবল নিয়ে বুথে ঢোকার অভিযোগ। ঘটনার পরই ওই বুথের প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিল নির্বাচন কমিশন। প্রার্থীর ভূমিকাও খতিয়ে দেখবে কমিশন।
12:50 PMভোট দিলেন রাজ্যের দুই মন্ত্রী। মালদহে ভোট দিলেন সাবিত্রী মিত্র এবং বালুরঘাটে ভোট দিলেন শঙ্কর চক্রবর্তী।
12:27 PMডোমকলের লস্করপুরের রমনাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের বেশ কয়েকটি বুথ জ্যামের অভিযোগ আনল কংগ্রেস। ডোমকল থানার আইসি এবং কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। বুথ লাগোয়া একটি বাড়িতে সকাল থেকেই ২৭ জন বহিরাগতরা ছিলেন বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে পালায় দুষ্কৃতীরা।
12:17 PMইটাহারের তিতিহা বুথে সিপিএম কর্মীকে মারধরে অভিযুক্ত তৃণমূল। সিপিএমের অভিযোগ, ওই কর্মী সাজিরুদ্দিন আহমেদকে মারধর করে তাঁর মাথা পাঠিয়ে দেওয়া হয়। তিনি আপাতত হাসপাতালে চিকিত্সাধীন। তৃণমূলের পাল্টা অভিযোগ, ওই কর্মীকে বুথের সামনে আরএসপি প্রার্থীর সমর্থনে প্রচার চালাচ্ছিল।
12:08 PMকেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ আনলেন মালদহের জেলা তৃণমূল সভানেত্রী সাবিত্রী মিত্র। অভিযোগ, বুথে ঢুকে ভোটারদের তল্লাশি নিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। ২০টিরও বেশি বুথে ঢুকে ভোটারদের তল্লাশি নিয়েছে তারা।
12:06 PMজঙ্গিপুরের খরগ্রামের ২টি বুথে তৃণমূলের পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। তবে পুলিশের তরফে জানানো হয়েছে, ২ কর্মী ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন। তাঁদের বারণ করলেও, তাঁরা তা শোনেননি। বিশৃঙ্খলা বাড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এই পদক্ষেপ করে পুলিশ। ঘটনার জেরে ২০ মিনিট ভোটগ্রহণ বন্ধ ছিল।
11:56 AMবালুরঘাটের একটি বুথে ইভিএমে কারচুপির অভিযোগ। যে কোনও বোতাম টিপলেই তৃণমূলেই ভোট পড়ছে বলে অভিযোগ বিজেপি-র। জেলাশাসকের কাছে অভিযোগ জানিয়েছে বিজেপি। আপাতত বন্ধ ভোটগ্রহণ।
11:40 AMবালুরঘাটে গঙ্গারামপুরের নাড়ুতে ৪১/১০৮ নম্বর বুথে সিপিএম-তৃণমূল সংর্ঘষ। ঘটনায় ৪ জন আহত হয়েছেন।
11:21 AMসকাল ১১টা পর্যন্ত মালদহ দক্ষিণে ৪২.৮৯, মালদহ উত্তরে ৪৪.০৯, জঙ্গিপুরে ৪৪.২৮, মুর্শিদাবাদে ৪৫.৫৫, বালুরঘাটে ৪০.৪৭ এবং রায়গঞ্জে ৩৯ শতাংশ ভোট পড়েছে।
11:08 AMমুর্শিদাবাদের গড়াইমারিতে কংগ্রেস-সিপিএমের মধ্যো বোমাবাজি। অশান্তির জেরে ব্যাহত ভোটগ্রহণ। ২৫২ নম্বর বুথে উভয পক্ষের মধ্যে বোমাবাজিতে আহত হয়েছেন ৩ জন। তাঁদের ডোমকল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডোমকলের এসডিপিও ঘটনাস্থলে পৌঁছন। ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনীও। উভয় পক্ষের তরফেই একে অপরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে। নির্বাচন কমিশনের পর্যবেক্ষকরা ঘটনাস্থলে। আধ ঘণ্টা ধরে বন্ধ ভোটগ্রহণ।
10:57 AMজয়ের ব্যাপারে ১০০ শতাংশ নিশ্চিত। খুব ভালো ভোট হচ্ছে, বললেন বালুরঘাটের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ।
10:54 AMমুর্শিদাবাদে ডোমকলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ আনল কংগ্রেস। কংগ্রেস প্রার্থী মান্নান হোসেনের অভিযোগ, খাদারিয়া গ্রাম থেকে তৃণমূল কর্মী-সমর্থকদের ডেকে এনে ভোট দেওয়াচ্ছে পুলিশ।
10:52 AMমুর্শিদাবাদের গঙ্গাদাসপুরে বুথ জ্যামের অভিযোগ আনল বামফ্রন্ট। খবর পেয়ে স্থানীয় থানার আইসি এবং কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। বুথ খালি করে তল্লাশি চালানো হয় এলাকায়। রুট মার্চও করে কেন্দ্রীয় বাহিনী। এখন স্বাভাবিক ভাবেই চলছে ভোটগ্রহণ।
10:45 AMইটাহারের বাগানবাড়ির ১০০ নম্বর বুথে ইভিএম বিভ্রাট। একটি বোতাম টিপলেই সমস্ত আলো জ্বলছে উঠছে। নির্বাচনী এজেন্টদের আপত্তিতে বন্ধ ভোট গ্রহণ। ২০৮টি ভোট বাতিল করা হল।
10:42 AMইটাহারের জামালপুরে একটি গ্রামে গিয়ে বাম কর্মী-সমর্থকদের মারধরের অভিযোগ। আহত এক সিপিএম কর্মী। অভিযুক্ত তৃণমূল। আবার অভিযোগ, ১৬, ১৭ নম্বর বুথে বামকর্মীদের ঢুকতে বাধা দিল তৃণমূল। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় বিক্ষুব্ধ বামেরা।
10:29 AMমুর্শিদাবাদের হরিহরপাড়ায় ২৪২ নম্বর বুথে উত্তেজনা। একটি বোতাম টিপলে এক সঙ্গে চার প্রার্থীকে ভোট পড়ছে। ১৫৪টি ভোট ঠিকই পড়ে। ১৫৫ নম্বর ভোট পড়ার সময়েই এই গন্ডগোল।
10:27 AMবিধিভঙ্গের অভিযোগ আনা হল মালদহ উত্তরের তৃণমূল প্রার্থী সৌমিত্র রায়ের। এক বৃদ্ধাকে রিকশায় বসিয়ে ভোট কেন্দ্রে পৌঁছে দেন তিনি। রিকশা চালিয়ে নিয়ে যান স্বয়ম সৌমিত্র রায়। এর পরই তাঁর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার কথা বলে বিধিভঙ্গের অভিযোগ এনেছে বিরোধীরা। নির্বাচন কমিশনকে এ ব্যাপারে জানানো হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, এমন কোনও নিয়ম নেই। ঘটনা খতিয়ে দেখে যথাযথ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।
10:15 AMসিপিএমের বিরুদ্ধে অভিযোগ আনল কংগ্রেস। মালদহের ফারাক্কা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক মইনুল হকের অভিযোগ, ভোটারদের ভোট দিতে বাধা দিচ্ছে সিপিএম।
10:14 AMলালগোলার উচ্চ ফতেপুর স্কুলের ২০৯ নম্বর বুথে কংগ্রেস ও তৃণমূল এজেন্টদের মধ্যে মারামারি। অভিযোগ তৃণমূল এজেন্টকে ঢুকতে বাধা দেয় কংগ্রেসের এজেন্টরা। তা থেকেই বচসার সূত্রপাত এবং হাতাহাতি।
09:39 AMমুর্শিদাবাদের রায়পুরে ভোট দিতে এলেন না ভোটাররা। স্বাস্থ্যকেন্দ্র ৩ কিমি দূরে সরিয়ে দেওয়ায় ক্ষোভ। তাই ভোট দিতে এলেন না ভোটাররা।
09:36 AMমুর্শিদাবাদের একটি বুথে তৃণমূল এজেন্টকে ঢুকতে বাধা দেওয়া হল। সই না-মেলায় ওই এজেন্টকে ঢুকতে বাধা দেওয়া হয়।
09:16 AMপ্রথম দু'ঘণ্টায় ভোটের হার-- দক্ষিণ মালদায় ২১ এবং উত্তর মালদায় ভোট পড়েছে ২২ শতাংশ। বালুরঘাটে ২০ শতাংশ, রায়গঞ্জে ১৯ শতাংশ, মুর্শিদাবাদে ২২ শতাংশ, জঙ্গিপুরে ২৩ শতাংশ ভোট পড়েছে বলে খবর।
09:11 AMমুর্শিদাবাদের রানিনগরে একটি বুথে প্রিসাইডিং অফিসারকে সাপের কামড়। হাসপাতালে চিকিত্সাধীন তিনি।
09:10 AMকোতোয়ালির ৫৬ নম্বর বুথে ইভিএম খারাপ হওয়ায় ভোটগ্রহণ ব্যাহত। ৫২টি ভোট পড়ার পরই খারাপ হয় মেশিন। অভিযোগ, বোতাম টেপার আগেই ভোট পড়ে যাচ্ছে। সে সময় লাইনে দাঁড়িয়েছিলেন মৌসম বেনজির নূর এবং আবু হাসেম খান চৌধুরী। ভোট দিতে পারলেন না মৌসম বেনজির নূর। পুনর্নিবাচনের দাবি মৌসম বেনজির নূর এবং আবু হাসেম খান চৌধুরির। কমিশনকে জানানো হলে কমিশন ইভিএম পাল্টে দেয়। কিন্তু তা সত্ত্বেও ভোট দিতে রাজি নন সাধারণ মানুষ।
08:40 AMমুর্শিদাবাদের শিবপুরে ইভিএম খারাপ হওয়ায় ভোট গ্রহণে দেরি। ইভিএম মেশিন পাল্টানোর পর শুরু হল ভোট গ্রহণ।
08:38 AMকংগ্রেসের বিরুদ্ধে গ্রাম ঘিরে রাখার অভিযোগ আনল সিপিএম। মালদহ উত্তরের রতুয়ার সালাবত্পুরের ১৫৫, ১৫৬ নম্বর বুথের ঘটনা। কমিশনের দ্বারস্থ সিপিএম।
08:26 AMজঙ্গিপুরের ১৫১ এবং ১১৪, মানিকচকের ৮০ নম্বর, মালদহ দক্ষিণের হবিবপুরের ১২৫ নম্বর এবং চাঁচলের খারবারের ১৬৭ নম্বর বুথে ইভিএম খারাপ হওয়ায় ভোটগ্রহণ ব্যাহত।
08:09 AMএজেন্ট দিলে খুনের হুমকি দেওয়ায় অভিযুক্ত তৃণমূল। মালদহ দক্ষিণে কালিয়াচকের ১৫১-১৬৬ নম্বর বুথে কংগ্রেস এজেন্ট দিলে খুনের হুমকি। কোনও এজেন্ট দিতে পারেনি কংগ্রেস। কমিশনের দ্বারস্থ কংগ্রেস নেতারা।
08:08 AMকংগ্রেস এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বালুরঘাট কেন্দ্রের গঙ্গারামপুরের ১৭ নম্বর বুথের ঘটনা। অভিযোগ প্রার্থী ওমপ্রকাশ মিশ্রর। কমিশনকে অভিযোগ জানানো হয়। অভিযোগ খতিয়ে দেখে কমিশন জানায় যে, এমন কোনও ঘটনাই ঘটেনি।
08:08 AMমুর্শিদাবাদে ডোমকলের ৯৪ নং বুথে ইভিএম খারাপ। শুরু হল না ভোটগ্রহণ। রায়গঞ্জ কেন্দ্রের ১৫১ নং বুথেও শুরু হয়নি ভোটগ্রহণ।
No comments:
Post a Comment