Thursday, April 24, 2014

বাংলা ব্যতিক্রম, শত প্রচারেও বুথমুখো হলেন না ভোটার

বাংলা ব্যতিক্রম, শত প্রচারেও বুথমুখো হলেন না ভোটার

sachin
এই সময় ডিজিটাল ডেস্ক - ষষ্ঠ দফার লোকসভা নির্বাচনে রক্তাক্ত হল অসমের কোকরাঝাড়। অসমের উপদ্রুত কোকরাঝাড় লোকসভা কেন্দ্রের এক বুথে এদিন সকালে চড়াও হয় জঙ্গিরা। ভোটারদের লক্ষ করে এলোপাথারি গুলি চালায় তারা। গুলি লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় বুথে পাহারারত এক পুলিশকর্মীর। গুরুতর আহত হয়েছেন আরও একজন। হানাদারদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা।

কোকরাঝাড় ছাড়া অন্য কোথাও বড় রকমের গোলমালের খবর পাওয়া যায়নি। তবে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ভোট বয়কটের ডাক দেওয়ায় নির্বাচনে খুব একটা সাড়া পাওয়া যায়নি কাশ্মীরে। কাশ্মীরের অনন্তনাগে এদিন ভোট হয়। এদিনই শেষ হল মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থানের মতো রাজ্যের লোকসভা নির্বাচন পর্ব। তামিলনাডুর ৩৯টি আসনেও এই একদিনেই ভোটপর্বের সমাধান হয়। মহারাষ্টের থানের একটি পোলিং বুথে ভোট চলাকালীন আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বৈশালী ভাবে নামে এক রিটান্রিং অফিসারের।

এদিন লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ১১৭টি আসনে ভোট ময়দানে মোট ২০৭৬ প্রার্থী। এঁদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন নামজাদা প্রার্থীও। এদিনের ভোটে ভাগ্য ইভিএম-বন্দি হল সলমন খুরশিদ, সুষমা স্বরাজ, মুলায়ম সিং যাদব, অমর সিং, হেমা মালিনী, আজহারউদ্দিন ও শাহনাওয়াজ হোসেনের মতো হেভিওয়েট প্রার্থীদের।

মুম্বইয়ে ভোট থাকায় এদিন ভোটের লাইনে দেখা গেল বেশ কয়েকজন তারকা ভোটারকে। সকাল সকাল ভোট দিলেন শাহরুখ খান, সস্ত্রীক আমির খান, রণবীর কাপুর, বিদ্যা বালান, রাহুল বোস, প্রীতি জিন্টা, দিয়া মির্জার মত রূপোলি পর্দার পরিচিত মুখরা। এদিনই ৪২-এ পড়লেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্দুলকর। সকাল সকাল স্ত্রী অঞ্জলিকে নিয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন তিনিও। অসমে নিজের কেন্দ্রে ভোট দিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। চেন্নাইয়ে নিজের ভোটটি দেন দক্ষিণী সিনেমার মেগাস্টার রজনীকান্ত। তার কিছুক্ষণ আগেই অবশ্য চেন্নাইয়ের অন্য এক বুথে ভোট দেন আরেক সুপারস্টার কমল হাসান।

ভোটে স্বতঃস্ফূর্ত সাড়া দিল কর্পোরেট দুনিয়াও। মুম্বইয়ের কাফে প্যারেড এলাকায় নিজের বাসভবন 'সি উইন্ডের' কাছে একটি বুথে নিজের ভোট দিলেন রিলায়েন্স এডিএজি প্রধান অনিল অম্বানি। দিনের শুরুতে ভোট দিলেন গোদরেজ গ্রুপের চেয়ারম্যান আদি গোদরেজও। অন্যদিকে, ভোটার তালিকায় নাম না-থাকার অভিযোগ জানালেন এওইচডিএফসি-র চেয়ারম্যান দীপক পারেখ। গত কয়েক দশক ধরে এই কেন্দ্রে ভোট দিলেও এবার কমিশনের ভুলের মাসুল গুনতে হল তাঁকে। মালাবার হিলস এলাকায় সকালে ভোট দিয়েছেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান অরুন্ধতী ভট্টাচার্য। ওরলিতে এদিন সকালেই ভোটদান পর্ব মিটিয়ে ফেলেছেন টাটা কনসালটেন্সি সার্ভিসের প্রধান এন চন্দ্রশেখরন। প্রাক্তন ব্যাঙ্কার এবং বর্তমানে আপ প্রার্থী মীরা সান্যালও ভোট দিয়েছেন সকাল-সকাল। তবে একটু বেলা বাড়ার পর বুথে উপস্থিত হন আরপিজি গ্রুপের হর্ষ গোয়েঙ্কা এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রধান মুকেশ অম্বানি।

ভোট উপলক্ষে আজ বেশীর ভাগ কর্পোরেট সংস্থাই ছুটি ঘোষণা করেছে। একই কারণে কাজ বন্ধ রয়েছে শেয়ারবাজার ও বিভিন্ন অর্থলগ্নি সংস্থাতেও। ছুটি ঘোষণা করা সত্ত্বেও চেন্নাইতে চারটি আইটি কোম্পানি অফিস কাজ চালু রাখায় অফিস সিল করে দেয় নির্বাচন কমিশন।

No comments:

Post a Comment