Sunday, April 27, 2014

প্রধানমন্ত্রিত্বের স্বপ্ন ‘দলিত কি বেটি’র

আগ্রা, ১৮ এপ্রিল (আই এ এন এস)– প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছের কথা প্রকাশ্যেই জানিয়ে দিলেন ‘দলিত কি বেটি’ মায়াবতী৷‌ শুক্রবার আগ্রার কোঠি মিনার বাজার ময়দানে বি এস পি-র এক জনসভায়৷‌ কেন্দ্রে সরকার গড়ার সময়ে ক্ষমতার ভারসাম্য তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন জানিয়ে বলেন, অন্য কোনও দলের সঙ্গে জোট না গড়েই বি এস পি এবার উত্তরপ্রদেশে ৮০ আসনের সব ক’টিতে প্রার্থী দিয়েছে৷‌ আসন বিলির সময়ে দলিত-সহ পশ্চাৎপদ জনজাতি, মুসলিম এবং ব্রাহ্মণদের প্রতিনিধিত্বের দিকে বিশেষ নজর দিয়েছি আমরা৷‌ তাই এই ৮০ আসনের বেশির ভাগই আমরা জিতব বলে আশা রাখি৷‌ ভারতের প্রধানমন্ত্রী হবেন একজন দলিত– এই স্বপ্নপূরণে তখন বিশেষ সহায়ক হবে আমাদের এই জয়৷‌ বি জে পি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থীর সমালোচনা করে মায়াবতী বলেন, নরেন্দ্র মোদি নিজেকে পশ্চাৎপদ জাতির বলে উল্লেখ করে থাকেন৷‌ কিন্তু আজ পর্যম্ত আমরা জানলাম না, কোন পশ্চাৎপদ জাতি থেকে তিনি এসেছেন৷‌ কংগ্রেস এবং বি জে পি-র সমালোচনা করে তিনি জানান, মূল্যবৃদ্ধি এবং দুর্নীতি সাধারণ মানুষ, গরিব, মধ্যবিত্ত– সকলকেই আঘাত করে৷‌ এ সব রোখার দিকে এদের কোনও নজরই নেই৷‌ এই দলগুলি ভোটে জেতার জন্য বড় ব্যবসায়ীদের থেকে টাকা নেয়৷‌ ভোটের পর দাম বাড়িয়ে আর দুর্নীতি করে তা উসুল করে নেয় ব্যবসায়ীরা৷‌ তাই এই সমস্যা থেকে মুক্তি চাইলে কংগ্রেস আর বি জে পি-কে কখনও ভোট দেবেন না৷‌ রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্হিতি নিয়ে স পা সরকারের সমালোচনাও করেন তিনি৷‌ ফতেপুর সিক্রিতে ফিল্মস্টারদের নিয়ে সভা করায় অমর সিং সম্পর্কে বলেন, এই লোকটা যেখানে যান, সেই দলকেই ডোবান৷‌ এবার অজিত সিং নিজেই না ভোটে হেরে যান!

No comments:

Post a Comment