মোদীর হাত থেকে দেশকে রক্ষা করবেন ঈশ্বর:সোনিয়া
ইত্তেফাক ডেস্ক
কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী আশা প্রকাশ করে বলেছেন, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদীর হাত থেকে ভারতকে রক্ষা করবেন সর্বশক্তিমান ঈশ্বর। তাহলে দেশবাসীকে আর 'মোদী মডেল' দেখতে হবে না বলে তিনি মন্তব্য করেছেন। পাঞ্জাবের মালওয়াতে গতকাল শনিবার এক নির্বাচনী সমাবেশে সোনিয়া এসব কথা বলেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
সোনিয়া গান্ধী আরো বলেন, মোদীর তথাকথিত 'গুজরাট মডেল' ধ্বংসাত্মক প্রকৃতির ও বিভেদ সৃষ্টিকারি। মোদীকে অন্যায়ভাবে ফুলিয়ে ফাঁপিয়ে মহান দেখানোর চেষ্টা করছে কোনো কোনো মহল। বিজেপি ক্ষমতায় গেলে সারা ভারতে 'গুজরাট মডেল' অনুসরণ করা হবে বলে বিজেপির নেতারা বিভিন্ন জনসভায় যে প্রতিশ্রুতি দিচ্ছেন তার কঠোর সমালোচনা করেন সোনিয়া। গুজরাটের মানুষ কি এমন সুখের স্বর্গে বাস করছেন -সেই প্রশ্ন করেন তিনি। তিনি বলেন, গুজরাট মডেল বলে আসলে কিছু নেই। মোদী খেয়ালখুশিমতো যা করেন, চাটুকাররা তাকেই 'মডেল' হিসেবে প্রচার করতে চাইছেন। গুজরাটের সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
সোনিয়া আরো বলেন, নরেন্দ্র মোদী তার নিজের চিন্তাধারকে গুজরাটের নাম দিয়ে বিক্রি করতে চাইছেন। মোদীর ভক্তরা গুজরাট গুজরাট বলে মানুষকে অতিষ্ট করে তুলেছেন। কিন্তু গুজরাট মডেলের ফলে কী কী হয়েছে? শিখ সমপ্রদায় গত ৫০ বছর ধরে গুজরাটে বসবাস করতে পারে না। গ্রামের কৃষককদের জমি কেড়ে নিয়ে তাদের ঘরছাড়া করা হয়েছে। গ্রামবাসীরা পানীয় জল পান না। শিশুরা অপুষ্টিতে ভুগছে। বড় বড় জমিগুলো পছন্দের লোকজনকে দিয়ে দেওয়া হয়। দেশের মানুষ এই ধরণের মডেল ভারত চান না।
বিজেপিকে আক্রমণ করতে গিয়ে কংগ্রেস সভানেত্রী বলেন, বিজেপি যদি ধ্বংসাত্মক ও বিভেদের রাজনীতির জন্য পরিচিত হয়, তাহলে কংগ্রেস দরিদ্র ও কৃষকের অধিকার এবং সামপ্রদায়িক সমপ্রীতির জন্য পরিচিত। এখন ভারতবাসীকে ভেবে দেখতে হবে তারা আসলে কি চান।
সোনিয়া গান্ধী আরো বলেন, মোদীর তথাকথিত 'গুজরাট মডেল' ধ্বংসাত্মক প্রকৃতির ও বিভেদ সৃষ্টিকারি। মোদীকে অন্যায়ভাবে ফুলিয়ে ফাঁপিয়ে মহান দেখানোর চেষ্টা করছে কোনো কোনো মহল। বিজেপি ক্ষমতায় গেলে সারা ভারতে 'গুজরাট মডেল' অনুসরণ করা হবে বলে বিজেপির নেতারা বিভিন্ন জনসভায় যে প্রতিশ্রুতি দিচ্ছেন তার কঠোর সমালোচনা করেন সোনিয়া। গুজরাটের মানুষ কি এমন সুখের স্বর্গে বাস করছেন -সেই প্রশ্ন করেন তিনি। তিনি বলেন, গুজরাট মডেল বলে আসলে কিছু নেই। মোদী খেয়ালখুশিমতো যা করেন, চাটুকাররা তাকেই 'মডেল' হিসেবে প্রচার করতে চাইছেন। গুজরাটের সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
সোনিয়া আরো বলেন, নরেন্দ্র মোদী তার নিজের চিন্তাধারকে গুজরাটের নাম দিয়ে বিক্রি করতে চাইছেন। মোদীর ভক্তরা গুজরাট গুজরাট বলে মানুষকে অতিষ্ট করে তুলেছেন। কিন্তু গুজরাট মডেলের ফলে কী কী হয়েছে? শিখ সমপ্রদায় গত ৫০ বছর ধরে গুজরাটে বসবাস করতে পারে না। গ্রামের কৃষককদের জমি কেড়ে নিয়ে তাদের ঘরছাড়া করা হয়েছে। গ্রামবাসীরা পানীয় জল পান না। শিশুরা অপুষ্টিতে ভুগছে। বড় বড় জমিগুলো পছন্দের লোকজনকে দিয়ে দেওয়া হয়। দেশের মানুষ এই ধরণের মডেল ভারত চান না।
বিজেপিকে আক্রমণ করতে গিয়ে কংগ্রেস সভানেত্রী বলেন, বিজেপি যদি ধ্বংসাত্মক ও বিভেদের রাজনীতির জন্য পরিচিত হয়, তাহলে কংগ্রেস দরিদ্র ও কৃষকের অধিকার এবং সামপ্রদায়িক সমপ্রীতির জন্য পরিচিত। এখন ভারতবাসীকে ভেবে দেখতে হবে তারা আসলে কি চান।
No comments:
Post a Comment