নূপুরের ঝংকারে মুখরিত ধ্রুপদি নৃত্য উত্সব
নগর সংস্কৃতি
ইত্তেফাক রিপোর্ট
উত্সবের শেষদিনে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক কবি অসীম সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নৃত্য পরিচালক দীপা খন্দকার, নাট্যজন শংকর সাঁওজাল এবং কর্মশালার প্রশিক্ষক ড. অর্ক দেব ভট্টাচার্য।
অনুষ্ঠানে নৃত্যকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নৃত্যশিল্পী এবং গবেষক লুবনা মারিয়াম এবং বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থার সভাপতি মীনু হককে গুণীজন সম্মাননা প্রদান করা হয়। এছাড়া সাংস্কৃতিক আন্দোলন ও গণসংগীতের প্রসারে ভূমিকা রাখায় মাহমুদ সেলিম এবং কবিতায় অবদান রাখায় কবি অসীম সাহাকে গুণীজন সম্মাননা দেয়া হয়। দেশের নৃত্য চর্চায় বিশেষ অবদান রাখার জন্য আমিরুল ইসলাম মনি, সঞ্জীব চক্রবর্তী, তাবাসসুম আহমেদ ও ফারহানা চৌধুরী বেবীর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেয়া হয়। এছাড়াও ঢোল চর্চা ও এর প্রসারে অবদান রাখায় শুভেচ্ছা স্মারক দেয়া হয় মোহাম্মদ শফিক মিয়াকে। সমাপনী অনুষ্ঠানের শেষ পর্বে আমন্ত্রিত অতিথিদের কাছ থেকে সনদ গ্রহণ করে কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।
স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উত্সব'রওয়েবসাইট উদ্বোধন
আগামী ৪ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে '১৩তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উত্সব'। উত্সব উপলক্ষে একটি ওয়েবসাইটের উদ্বোধন করা হয়।
গতকাল শনিবার বিকালে শাহবাগ আজিজ সুপার মার্কেটের তৃতীয়তলায় বাংলাদেশ ফিল্ম সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ওয়েবসাইটটি উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। ওয়েবসাইটটি হচ্ছে— www.isiff-bd.org
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তথ্য সচিব মর্তূজা আহমেদ। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন-এর ব্যবস্থাপনা পরিচালক এস এম হারুন-অর-রশীদ।¬ স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সভাপতি মানজারেহাসীন মুরাদ। আগামী ৪-১১ ডিসেম্বরে অনুষ্ঠিতব্য ১৩তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উত্সব সম্পর্কে অবহিত করেন উত্সব পরিচালক তারেক আহমেদ বুলবুল।
উত্সব কমিটির চেয়ারম্যান নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, বাংলাদেশ মট ফিল্ম ফোরামের সভাপতি মানজারে হাসিন মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
গ্যালারি কায়ায় শুরু হলো 'ওয়াটার রাইমস-২'
উত্তরার গ্যালারি কায়ায় শুরু হয়েছে 'ওয়াটার রাইমস-২' শীর্ষক দলবদ্ধ প্রদর্শনী। স্বনামধন্য দশ শিল্পীর ৫৬টি চিত্রকর্ম স্থান পেয়েছে এ প্রদর্শনীতে। গতকাল শনিবার বিকালে এ প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট চিত্রশিল্পী সমরজিত্ রায় চৌধুরী। উত্তরার ৪ নম্বর সেক্টরের বাড়ি ২০, রোড ১৬-তে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত থাকবে। প্রদর্শনীটির পৃষ্ঠপোষকতা করছে এডিএন গ্রুপ।
ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে বিশ্বজিত্ রায়ের সঙ্গীত সন্ধ্যা
'ভ্রমর কইয়ো গিয়া, শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে/অঙ্গ যায় জ্বলিয়া রে, ভ্রমর কইয়ো গিয়া... রাধারমণের এই গান যখন শিল্পী বিশ্বজিত্ রায় গেয়ে শোনান, তখন মরমী সুরের টানে বিমোহিত হয়ে পড়ে দর্শক-শ্রোতারা। একে একে রাধারমণের ১৮টি গান গেয়ে শোনান এই শিল্পী। গতকাল সন্ধ্যায় রাজধানীর গুলশানের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে অনুষ্ঠিত শিল্পী বিশ্বজিত্ রায়ের একক সঙ্গীত সন্ধ্যা।
বেঙ্গল আর্ট লাউঞ্জে সংগীত আসর
নিজের আঁকা ছবির প্রদর্শনীতেই গান গাইলেন একাধারে সঙ্গীতশিল্পী ও চিত্রশিল্পী ইফফাত আরা দেওয়ান। গতকাল এই সঙ্গীত আসরের আয়োজন করেছিল বেঙ্গল আর্ট লাউঞ্জ। শিল্পী ইফ্ফাত আরা দেওয়ানের চিত্রকর্ম নিয়ে 'লাস্ট সামার' শীর্ষক ১৩ এপ্রিল রবিবার থেকে ২৭ এপ্রিল রবিবার পর্যন্ত দুই সপ্তাহব্যাপী চিত্রকর্ম প্রদর্শনী চলছে বেঙ্গল আর্ট লাউঞ্জে।
শুধু রং আর রেখা নয়, শিল্পী ইফ্ফাত আরা দেওয়ান এর চিত্রশিল্প সত্তার পরিচয়ের পাশাপাশি তিনি একজন বিশিষ্ট সংগীতশিল্পীও বটে। অতীত দিনের গান, পুরাতন বাংলা গান, অতুল প্রসাদ, ডি এল রায়, রজনীকান্তের গান, নজরুলের গান, রবীন্দ্র নাথের গান, আধুনিক বাংলা গানসহ হরেক রকমের গান তাঁর কণ্ঠে আবির ছড়ায়। বাঙালি শিল্প-সংস্কৃতির চিরায়ত বাংলা গানের লুপ্তপ্রায় ধারাগুলোর পুনরুজ্জীবন ঘটিয়ে সংগীত রসিকদের কাছে ইফ্ফাত আরা দেওয়ান নিঃসন্দেহে সাধুবাদ পেয়েছেন, পাশাপাশি তাঁকে দিয়েছে একজন প্রতিষ্ঠিত চিত্রশিল্পীর মর্যাদাও। শিল্পী ইফ্ফাত আরা দেওয়ান এর চিত্রপ্রদর্শনীর এই পর্যায়ে গতকাল শনিবার শিল্পী বেঙ্গল আর্ট লাউঞ্জ অঙ্গনে তাঁর শিল্পকর্মের সঙ্গে কণ্ঠশিল্পের সম্মিলন ঘটিয়ে তাঁর শিল্পে নিবেদিত জীবনের নতুন মাত্রা যোগ করলেন। সংগীত সন্ধ্যায় তিনি পছন্দের বেশকিছু গান পরিবেশন করেন।
No comments:
Post a Comment