ফের বাইকবাজদের তাণ্ডব, প্রৌঢ়ার হার ছিনতাই
এই সময়: মাসকয়েক বিরতির পর ফের শহরে বাইক আরোহী ছিনতাইবাজদের দাপাদাপি শুরু হল৷ সোমবার সকালে প্রাতঃভ্রমণে বেরনো এক প্রৌঢ়ার গলার হার ছিনিয়ে নিয়ে গেল মোটরবাইক আরোহী তিন দুষ্কৃতী৷ ঘটনাটি হরিদেবপুর থানা এলাকার ব্যানার্জিপাড়ায়৷ পুলিশ জানিয়েছে, অভিযোগকারিণী কানন দত্ত স্থানীয় নস্করপাড়া রোডের বাসিন্দা৷ অন্যদিনের মতো এদিন সকাল সাড়ে ৫টা নাগাদ অজেয় সংহতি ক্লাবের কাছে মাঠে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন৷ রবিবার সন্ধ্যায় তাঁর নাতনির রুপোর নূপুরটি কোনও ভাবে হারিয়ে গিয়েছিল৷ প্রাতঃভ্রমণ সেরে বাড়ি ফেরার সময় রাস্তার ধারে খোয়া যাওয়া নূপুরটি খুঁজছিলেন কাননদেবী৷ তাঁর ছেলে বলরাম দত্তও সঙ্গে ছিলেন৷ দু'জনেই অন্যমনস্ক থাকার সুযোগে হঠাত্ একটি মোটরবাইকে তিন যুবক এসে কাননদেবীর ১০ গ্রামের চেনটি পিছন থেকে টান মেরে ছিনিয়ে নেয়৷ কিছু বুঝে ওঠার আগেই বাইক নিয়ে পালিয়ে যায় তারা৷ সে সময় রাস্তায় খুব বেশি লোকজন ছিলেন না৷ কাননদেবী ও তাঁর ছেলের চিত্কারে কয়েকজন দৌড়ে এলেও গা ঢাকা দেয় তিন ছিনতাইবাজ৷ দুষ্কৃতীদের টানে হুমড়ি খেয়ে পড়ে যান কাননদেবী৷ পরে হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের হয়৷ পাশাপাশি গোয়েন্দা পুলিশের ছিনতাই দমন শাখাও ঘটনার তদন্ত শুরু করেছে৷ কাননদেবী ও বলরামদেবীর বয়ান অনুযায়ী অভিযুক্তদের স্কেচ করানো হচ্ছে৷
মাস খানেক আগে হরিদেবপুর থানা এলাকাতেই ভোরে প্রাতঃভ্রমণকারীর কাছ থেকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে৷ সেই ঘটনায় দুষ্কৃতীরা শূন্যে গুলিও চালায়৷ এদিনে অবশ্য দুষ্কৃতীরা কোনও অস্ত্র বের করেনি বলেই কাননদেবীরা পুলিশকে জানিয়েছেন৷ পরে সাংবাদিকদের কাননদেবী বলেন, 'আশপাশে ছিনতাইয়ের খবর শুনলেও আমাদের এখানে কখনও এমন ঘটনা ঘটেনি৷ এত তাড়াতাড়ি গোটা ব্যাপারটা ঘটে গেল যে আমরা পুরোপুরি হকচকিয়ে গিয়েছিলাম৷ এরপর ভোরে হাঁটতে বেরনোর সময় স্বাভাবিকভাবেই আতঙ্কে থাকতে হবে৷' পুলিশ সূত্রের খবর, সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশ একটি ছিনতাইয়ের ঘটনায় কয়েকজনকে পাকড়াও করেছে৷ হরিদেবপুরে আগের ছিনতাইয়ের ঘটনাটিতে তারা যুক্ত থাকতে পারে বলে পুলিশের অনুমান৷
মাস খানেক আগে হরিদেবপুর থানা এলাকাতেই ভোরে প্রাতঃভ্রমণকারীর কাছ থেকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে৷ সেই ঘটনায় দুষ্কৃতীরা শূন্যে গুলিও চালায়৷ এদিনে অবশ্য দুষ্কৃতীরা কোনও অস্ত্র বের করেনি বলেই কাননদেবীরা পুলিশকে জানিয়েছেন৷ পরে সাংবাদিকদের কাননদেবী বলেন, 'আশপাশে ছিনতাইয়ের খবর শুনলেও আমাদের এখানে কখনও এমন ঘটনা ঘটেনি৷ এত তাড়াতাড়ি গোটা ব্যাপারটা ঘটে গেল যে আমরা পুরোপুরি হকচকিয়ে গিয়েছিলাম৷ এরপর ভোরে হাঁটতে বেরনোর সময় স্বাভাবিকভাবেই আতঙ্কে থাকতে হবে৷' পুলিশ সূত্রের খবর, সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশ একটি ছিনতাইয়ের ঘটনায় কয়েকজনকে পাকড়াও করেছে৷ হরিদেবপুরে আগের ছিনতাইয়ের ঘটনাটিতে তারা যুক্ত থাকতে পারে বলে পুলিশের অনুমান৷
No comments:
Post a Comment