Wednesday, April 23, 2014

সারদায় 'সুপ্রিম' রায় স্থগিত

সারদায় 'সুপ্রিম' রায় স্থগিত

SC
এই সময় ডিজিটাল ডেস্ক: সারদা-কাণ্ডে রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। বুধবার ফের শুরু হয় সারদা মামলার শুনানি। এদিন ওডিশা সরকারের মামলার শুনানি শেষ করে আদালত। পশ্চিমবঙ্গ সরকারের মামলার শুনানি শেষ হয়েছিল ১৬ এপ্রিলই। এদিন শুনানি শেষ হওয়ার পর আদালত পশ্চিমবঙ্গ এবং ওডিশা সরকারকে তাদের লিখিত মত জানাতে বলেছে। মনে করা হয়েছিল এদিনই সারদা মামলায় চূড়ান্ত রায় দেবে সর্বোচ্চ আদালত। কিন্তু বিচারপতি টি এস ঠাকুর এবং সি নাগাপ্পানের ডিভিশন বেঞ্চ রায়দান স্থগিত রাখে।

এদিন ওডিশা সরকারের আইনজীবী জানান, সারদা-কাণ্ডে সিবিআই তদন্ত হলে, তাঁদের কোনও আপত্তি নেই। ওডিশার ৪৪টি লগ্নিসংস্থার বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা চলছে৷ সেই মামলা প্রসঙ্গেই ওডিশা সরকারের আইনজীবী গোপাল সুব্রহ্মণ্যম জানান, সারদা-সহ ৩৭টি লগ্নি সংস্থার বিরুদ্ধে সিবিআই তদন্ত হলে তাদের আপত্তি নেই৷

অন্য দিকে, আজ সুপ্রিম কোর্টে সেবি-র আইনজীবী জানান, সারদা-কাণ্ডে তাদের কোনও আধিকারিক জড়িত নন৷ এ বিষয়ে তারা উপযুক্ত পদক্ষেপ নিয়েছেন৷ তবে এদিনও সুপ্রিম কোর্ট সেবির ভূমিকায় কিছুটা অসন্তোষ প্রকাশ করে। সর্বোচ্চ আদালত বলে যে, 'আপনারা চোখ খোলা রাখলে, এই কেলেঙ্কারি ঘটত না৷' দুপুর দুটোয় এ বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবীর বক্তব্য শুনবে সুপ্রিম কোর্ট৷

No comments:

Post a Comment