অভিযোগ অস্বীকার অনুব্রতের, দুঃখপ্রকাশ করেননি জাদুকর
সিউড়ি ও কলকাতা: কুরুচিকর মন্তব্যের অভিযোগ ওড়ালেন অনুব্রত মণ্ডলয়৷ নির্বাচন কমিশনের শো-কজের জবাবে তিনি জানিয়ে দিলেন, বিরোধীরা গেছো ইঁদুর বলা কিংবা দলে পুরস্কার ঘোষণা, কোনটিই তিনি করেননি৷ সংবাদ মাধ্যমে অজস্র বার তৃণমূলের বীরভূম জেলা সভাপতির বিতর্কিত মন্তব্য প্রচারিত হলেও বেমালুম তা অস্বীকার করলেন তিনি৷ জাদুকর পিসি সরকার কিন্ত্ত তাঁর বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেননি৷ তাঁর মন্তব্যের উল্টো ব্যাখ্যা করা হয়েছে বলে পাল্টা অভিযোগ করেন বারাসত কেন্দ্রের বিজেপি প্রার্থী৷
বোলপুরে গত ১২ মার্চ দলীয় নেতা-কর্মীদের সামনে অনুব্রত ঘোষণা করেছিলেন, যে বিধানসভা কেন্দ্র বা ব্লক ভালো লিড দেবে, সেখানকার দলীয় সভাপতিকে নগদ পুরস্কার দেওয়া হবে৷ আবার ১৭ মার্চ আহমেদপুরে দলের কর্মিসভায় সিপিএমকে 'গেছো ইঁদুর' বলে তিনি সম্বোধন করেন বলে সিপিএম অভিযোগ করেছিল৷ প্রথমে প্রশাসন কোনও ব্যবস্থা না নিলেও পরে উপনির্বাচন কমিশনার বিনোদ জুত্সির ধমক খেয়ে তত্পর হয় প্রশাসন৷ অনুব্রতর বক্তব্যের পেপার কাটিং দেখে তদন্ত শুরু হয়৷ পরে তাঁকে শো-কজ নোটিস পাঠানো হয়৷
এই নোটিসের জবাবে রবিবার সন্ধেয় তৃণমূলের বীরভূম জেলা সভাপতির যে জবাব বোলপুরের অতিরিক্ত নির্বাচন আধিকারিকের কাছে পাঠানো হয়েছে, তাতে তিনি বলেছেন, সভাগৃহের বন্ধ ঘরে কর্মীদের মিটিংয়ে দলীয় নানা নির্দেশিকা দেওয়া হয়েছে৷ তবে এমন কোনও মন্তব্য করা হয়নি৷ তবে নির্বাচন দপ্তর সূত্রে জানা গিয়েছে, অনুব্রত লিখেছেন, 'আগামী দিনে নির্বাচন কমিশনের সব নিয়মকানুন মেনে চলব৷'
বীরভূমের জেলাশাসক জগদীশপ্রসাদ মীনা জানিয়েছেন, 'শো-কজের জবাব দিয়েছেন অনুব্রত৷ আমরা তা নির্বাচন কমিশনে পাঠিয়ে দিয়েছি৷' রাজ্যের যুগ্ম মুখ্য নির্বাচন আধিকারিক শৈবাল বর্মন কলকাতায় বলেন, 'অনুব্রতর জবাব পেয়েছি৷ তিনি দুঃখ প্রকাশ করেছেন৷ আমরা ওঁর বক্তব্য খতিয়ে দেখছি৷ প্রয়োজনে পরে ব্যবস্থা নেওয়া হবে৷' তৃণমূন নেতার কৈফিয়তে কমিশন সন্ত্তষ্ট হয়নি বলেই ইঙ্গিত দিয়েছে৷
রামপুরহাটের সভায় সিপিএম নেতা আনিসুর রহমান মুখ্যমন্ত্রীর উদ্দেশে যে কুরুচিকর মন্তব্য করেছিলেন, তার জন্য তাঁকেও শো-কজ করেছিল নির্বাচন কমিশন৷ রবিবার বিকেল ৩টের সময় সেই নোটিস তিনি পেয়েছেন বলে রামপুরহাটের অতিরিক্ত নির্বাচন আধিকারিককে জানিয়েছেন তিনি৷ তবে এখনও কোনও জবাব দেননি তিনি৷ বারাসত কেন্দ্রের বিজেপি প্রার্থী পিসি সরকারও সোমবার শো-কজের জবাব দিয়েছেন৷
বারাসত কেন্দ্রে তাঁর প্রতিপক্ষ তৃণমূলের কাকলি ঘোষ দস্তিদার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে তিনি কুরুচিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ ওঠায় জাদুকর পিসি সরকারকেও শো-কজ করে নির্বাচন কমিশনয়৷ কিন্ত্ত নোটিসের জবাবে তিনি বলেছেন, 'আমি দুঃখপ্রকাশ করছি না৷ জনগণের কথা তুলে ধরেছিলাম৷ আমার মন্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে৷' এ প্রসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারকণ সম্পাদক মুকুল রায় বলেন, 'জনগণই এর বিচার করবে৷'
নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, ঘাটালের প্রার্থী অভিনেতা দেব, কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তদন্ত রিপোর্ট এ দিনই জমা পড়েছে৷ তিনি রাজনীতিতে নেমে ধর্ষিত হচ্ছেন বলে দেব মন্তব্য করায় নির্বাচন কমিশন তদন্ত করে৷ অন্য দিকে, ডুয়ার্সে রাহুল গান্ধী ও কৃষ্ণনগরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় স্কুলছাত্রদের আনা হয়েছিল বলে নিবাচন কমিশনে অভিযোগ জমা পড়ে৷
বোলপুরে গত ১২ মার্চ দলীয় নেতা-কর্মীদের সামনে অনুব্রত ঘোষণা করেছিলেন, যে বিধানসভা কেন্দ্র বা ব্লক ভালো লিড দেবে, সেখানকার দলীয় সভাপতিকে নগদ পুরস্কার দেওয়া হবে৷ আবার ১৭ মার্চ আহমেদপুরে দলের কর্মিসভায় সিপিএমকে 'গেছো ইঁদুর' বলে তিনি সম্বোধন করেন বলে সিপিএম অভিযোগ করেছিল৷ প্রথমে প্রশাসন কোনও ব্যবস্থা না নিলেও পরে উপনির্বাচন কমিশনার বিনোদ জুত্সির ধমক খেয়ে তত্পর হয় প্রশাসন৷ অনুব্রতর বক্তব্যের পেপার কাটিং দেখে তদন্ত শুরু হয়৷ পরে তাঁকে শো-কজ নোটিস পাঠানো হয়৷
এই নোটিসের জবাবে রবিবার সন্ধেয় তৃণমূলের বীরভূম জেলা সভাপতির যে জবাব বোলপুরের অতিরিক্ত নির্বাচন আধিকারিকের কাছে পাঠানো হয়েছে, তাতে তিনি বলেছেন, সভাগৃহের বন্ধ ঘরে কর্মীদের মিটিংয়ে দলীয় নানা নির্দেশিকা দেওয়া হয়েছে৷ তবে এমন কোনও মন্তব্য করা হয়নি৷ তবে নির্বাচন দপ্তর সূত্রে জানা গিয়েছে, অনুব্রত লিখেছেন, 'আগামী দিনে নির্বাচন কমিশনের সব নিয়মকানুন মেনে চলব৷'
বীরভূমের জেলাশাসক জগদীশপ্রসাদ মীনা জানিয়েছেন, 'শো-কজের জবাব দিয়েছেন অনুব্রত৷ আমরা তা নির্বাচন কমিশনে পাঠিয়ে দিয়েছি৷' রাজ্যের যুগ্ম মুখ্য নির্বাচন আধিকারিক শৈবাল বর্মন কলকাতায় বলেন, 'অনুব্রতর জবাব পেয়েছি৷ তিনি দুঃখ প্রকাশ করেছেন৷ আমরা ওঁর বক্তব্য খতিয়ে দেখছি৷ প্রয়োজনে পরে ব্যবস্থা নেওয়া হবে৷' তৃণমূন নেতার কৈফিয়তে কমিশন সন্ত্তষ্ট হয়নি বলেই ইঙ্গিত দিয়েছে৷
রামপুরহাটের সভায় সিপিএম নেতা আনিসুর রহমান মুখ্যমন্ত্রীর উদ্দেশে যে কুরুচিকর মন্তব্য করেছিলেন, তার জন্য তাঁকেও শো-কজ করেছিল নির্বাচন কমিশন৷ রবিবার বিকেল ৩টের সময় সেই নোটিস তিনি পেয়েছেন বলে রামপুরহাটের অতিরিক্ত নির্বাচন আধিকারিককে জানিয়েছেন তিনি৷ তবে এখনও কোনও জবাব দেননি তিনি৷ বারাসত কেন্দ্রের বিজেপি প্রার্থী পিসি সরকারও সোমবার শো-কজের জবাব দিয়েছেন৷
বারাসত কেন্দ্রে তাঁর প্রতিপক্ষ তৃণমূলের কাকলি ঘোষ দস্তিদার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে তিনি কুরুচিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ ওঠায় জাদুকর পিসি সরকারকেও শো-কজ করে নির্বাচন কমিশনয়৷ কিন্ত্ত নোটিসের জবাবে তিনি বলেছেন, 'আমি দুঃখপ্রকাশ করছি না৷ জনগণের কথা তুলে ধরেছিলাম৷ আমার মন্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে৷' এ প্রসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারকণ সম্পাদক মুকুল রায় বলেন, 'জনগণই এর বিচার করবে৷'
নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, ঘাটালের প্রার্থী অভিনেতা দেব, কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তদন্ত রিপোর্ট এ দিনই জমা পড়েছে৷ তিনি রাজনীতিতে নেমে ধর্ষিত হচ্ছেন বলে দেব মন্তব্য করায় নির্বাচন কমিশন তদন্ত করে৷ অন্য দিকে, ডুয়ার্সে রাহুল গান্ধী ও কৃষ্ণনগরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় স্কুলছাত্রদের আনা হয়েছিল বলে নিবাচন কমিশনে অভিযোগ জমা পড়ে৷
http://eisamay.indiatimes.com/election-news/pc-sorcar-and-anubrata-mondal/articleshow/33062314.cms?
No comments:
Post a Comment