নারায়ণগঞ্জে শ্রমিকের মৃত্যু, সড়ক অবরোধ, ভাঙচুর
নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়া এলাকায় বাসের চাপায় আজ রোববার সকালে হোসিয়ারি প্রতিষ্ঠানের এক শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম সবুজ (১০)। এ ঘটনার প্রতিবাদে সকাল নয়টার দিকে হোসিয়ারি শ্রমিকেরা শহরের ২ নম্বর রেলগেট এলাকায় সড়ক অবরোধ করে কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।
সবুজ চাঁদপুর জেলার সালু মিয়ার ছেলে। সে শহরের উকিলপাড়া এলাকার গিয়াসউদ্দিন হোসিয়ারি কারখানার শ্রমিক ছিল।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে উকিলপাড়া এলাকায় আনন্দ পরিবহনের বাসের চাপায় সবুজ গুরুতর আহত হয়। পরে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সকেরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার প্রতিবাদে বিভিন্ন হোসিয়ারি প্রতিষ্ঠানের কয়েক শ শ্রমিক ২ নম্বর রেলগেট এলাকায় সড়ক অবরোধ করেন। ভাঙচুর করেন ১০-১২টি যানবাহন। এতে ওই সড়কে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, পরিস্থিত নিয়ন্ত্রণে রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সবুজ চাঁদপুর জেলার সালু মিয়ার ছেলে। সে শহরের উকিলপাড়া এলাকার গিয়াসউদ্দিন হোসিয়ারি কারখানার শ্রমিক ছিল।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে উকিলপাড়া এলাকায় আনন্দ পরিবহনের বাসের চাপায় সবুজ গুরুতর আহত হয়। পরে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সকেরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার প্রতিবাদে বিভিন্ন হোসিয়ারি প্রতিষ্ঠানের কয়েক শ শ্রমিক ২ নম্বর রেলগেট এলাকায় সড়ক অবরোধ করেন। ভাঙচুর করেন ১০-১২টি যানবাহন। এতে ওই সড়কে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, পরিস্থিত নিয়ন্ত্রণে রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
No comments:
Post a Comment