Friday, April 25, 2014

সারদা-ত্রিফলা: জেল, জামিন ও আত্মহত্যা

সারদা-ত্রিফলা: জেল, জামিন ও আত্মহত্যা

piyali
এই সময় ডিজিটাল ডেস্ক: সারদা কেলেঙ্কারিতে ধৃত সংস্থার অন্যতম ডিরেক্টর ও সুদীপ্ত সেনের দ্বিতীয় পক্ষের স্ত্রী পিয়ালি সেন ৩০ হাজার টাকা ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন। শুক্রবার সুদীপ্ত সেনের স্ত্রী পিয়ালি এবং পুত্র শুভজিত্‍কে নিজেদের হেফাজত থেকে ফের আদালতে হাজির করে ইডি৷ এদিন আদালতে তোলা হলে শর্তসাপেক্ষে জামিন পান পিয়ালি সেন। অন্যদিকে শুভজিত্‍ সেন জামিনের আবেদন করলে তা বাতিল হয়ে যায়। ৩০ এপ্রিল পর্যন্ত তাকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন নগর দায়রা আদালতের বিচারক।

এদিন ইডি-র দপ্তরে নাট্যকর্মী এবং বালুরঘাটের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষও ইডির দপ্তরে হাজিরা দেন। অর্পিতাদেবী নিজেই বালুরঘাটে জানিয়েছিলেন, তিনি ইডি-র নোটিস পেয়েছেন এবং ভোট মিটলে ইডি-র দপ্তরে হাজির হবেন৷ কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা বৃহস্পতিবার জানিয়েছেন,আগামী কয়েকদিনের মধ্যে ধাপে ধাপে বেশ কয়েকজনকে নোটিস পাঠানো হবে৷ তবে তাঁদের নাম জানাতে চাননি ইডি-র গোয়েন্দারা৷ কলকাতার একটি কাগজের সম্পাদক এবং তৃণমূলের রাজ্যসভা সাংসদ ইমরান হাসানকেও ইডি তলব করেছে৷ তিনি সুদীপ্ত সেনের কাছ থেকে ওই কাগজটি কিনে নেন গত বছর৷

অপরদিকে, এদিন সারদার এক আমানতকারী আত্মহত্যা করেছেন বলে জানা গিয়েছে। মৃতের নাম সুশান্ত সর্দার। ক্যানিংয়ের বেলেখালির বাসিন্দা সুশান্ত একদিকে যেমন আমানতকারী ছিলেন,আবার সারদার এজেন্টও ছিলেন।

No comments:

Post a Comment