Saturday, April 26, 2014

মোদী-সরকারে অর্থনৈতিক উপদেষ্টা হতে চান ভগবতী

মোদী-সরকারে অর্থনৈতিক উপদেষ্টা হতে চান ভগবতী

bhagbati
নয়াদিল্লি: আর মেরেকেটে তিন সপ্তাহ৷ তারপরই স্পষ্ট হবে দিল্লির তখ্‌তে কে বসছে৷ তবে প্রবীণ অর্থনীতিবিদ জগদীশ ভগবতী বিজেপি পদপ্রার্থী নরেন্দ্র মোদীকে একপ্রকার পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ধরেই নিয়েছেন৷ আর সেই সরকারে নিজের ভূমিকাও স্পষ্ট ব্যক্ত করেছেন৷

মোদী-সরকারে বাইরে থেকে উপদেশ দেওয়া প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিজেকে দেখছেন ভগবতী৷ সংবাদ সংস্থা রয়টার্সকে তিনি জানিয়েছেন, এরকম একটা পদ পেলে নিজেকে ধন্য মনে করবেন৷ তাঁর ধারণা, বিজেপি সরকারও এরকমটাই ভাবছে৷

ভারতীয় অর্থনীতির গতিপ্রকৃতি নিয়ন্ত্রণ এবং নীতি প্রসঙ্গে নোবেল-জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে জগদীশ ভগবতীর মতানৈক্য সর্বজনবিদিত৷ সরকারের সামাজিক খাতে খরচ এবং দারিদ্র দূরীকরণে বৃদ্ধিকে গুরুত্ব দেওয়ায় দু'জনেই সহমত ছিলেন৷ কিন্ত্ত ভগবতী কর-শ্রম-বেসরকারিকরণ এবং বিদেশি লগ্নির ক্ষেত্রে তুমুল সংস্কারের ডাক দিয়েছিলেন৷ তিনি বলেছিলেন, অমর্ত্য সেন এই নীতির বিরোধিতা করে ভুল করছেন৷ রাজনৈতিক মহলে অমর্ত্য সেনকে কংগ্রেস-পন্থী এবং ভগবতীকে বিরোধী দলের বলেও মাঝেমাঝে মন্তব্য করা হয়েছে৷ কিন্ত্ত নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ উপদেষ্টা হতে চেয়ে ভগবতী সেই বিভাজনটা স্পষ্ট করলেন৷ উল্টে বললেন, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে তাঁর সতীর্থ মনমোহন সিং কত এক দশকে ভাবনা বাস্তবায়নে ব্যর্থ হয়েছেন৷ পরিবর্তনের আশা একমাত্র মোদী জমানাতেই করা যাবে৷

৮০ বছরের ভগবতী মুক্ত-বাজারনীতির জন্য জনপ্রিয়৷ বিশ্ব-জোড়া খ্যাতি ভগবতীর৷ কিন্ত্ত নোবেল সম্মানে ভূষিত হননি তিনি৷ মোদী-সরকার ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী মুখ্য অর্থনীতিবিদ হিসেবে তাঁর শিষ্য অরবিন্দ পানাগারিয়ার নামও উল্লেখ করেছেন ভগবতী৷ তবে ভগবতী বা পানাগারিয়া, কারওরই নামই মোদী-সরকারের উপদেষ্টা তালিকায় চূড়ান্ত হয়েছে বলে স্বীকার করেনি বিজেপি৷
তবে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের দুই অর্থনীতিবিদ, ভগবতী বা পানাগারিয়ার যাত্রা বিজেপির আমলে খুব মসৃণ হবে না৷ কারণ ভগবতী চান মুক্ত-বাণিজ্য এবং প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের উপর সরকারকে আরও জোর দিতে হবে৷ আমেরিকা এবং পূর্ব-এশিয়ার দেশগুলির সঙ্গে অংশীদারিত্ব চুক্তিতে বাণিজ্য করতে হবে৷ ওয়ালমার্ট বা টেসকোর মতে আরও কয়েক সংস্থাকে ভারতে প্রবেশ করতে দিতে হবে৷ কিন্ত্ত ইস্তাহারে বিজেপি স্পষ্ট জানিয়েছে, অন্যান্য ক্ষেত্রে এফডিআই অনুমোদিত হলেও, খুচরো ব্যবসায় এফডিআইয়ের তীব্র বিরোধিতা করবে তারা৷ সে প্রসঙ্গে ভগবতী বলেছেন, 'খুচরো ব্যবসায় অনুমোদন দেবেন মোদী৷ তবে এখনই নয়৷ উনি তো পাগল নন, যে দলের বিরুদ্ধে যাবেন এখন৷' তবে আপাতত মাথাচাড়া দেওয়া মূল্যবৃদ্ধিকে লাগাম পরাতে সরকারি ব্যয় কম করার দাওয়াই দিচ্ছেন ভগবতী৷

তবে সরকার পাল্টালেও বিজেপি রিজার্ভ ব্যাঙ্ক গভর্নর রঘুরাম রাজনকে সরাবে না বলেই বিশ্বাস ভগবতীর৷ তাঁর মতে, অর্থনীতিতে 'ব্রেক কষতে' ও অর্থনীতির সুদিন ফেরাতে রঘু রাজনের সঙ্গে লেগে থাকাই মোদীর পক্ষে শ্রেয়৷

No comments:

Post a Comment