সারদা কাণ্ডে ফের অর্পিতাকে জিজ্ঞসাবাদ ইডি-র
এই সময় ডিজিটাল ডেস্ক - সারদা কাণ্ডে ফের নাট্যকর্মী অর্পিতা ঘোষকে ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার সকালে বিধাননগরের ইডি দপ্তরে যান লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্পিতা। সেখানে টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে।
এর আগে সারদা কেলেঙ্কারির তদন্তে নেমে গত শুক্রবার প্রায় সাড়ে চার ঘণ্টা অর্পিতা ঘোষকে জিজ্ঞাসাবাদ করেছিলেন ইডি আধিকারিকরা। বেশ কিছু বিষয়ে আরও সুনির্দিষ্ট করে তাঁর থেকে জানতে চাওয়া হয়েছিল৷ সেইগুলিই এদিন তিনি লিখিত ভাবে জানালেন বলে সূত্রের খবর। এছাড়া বেস কিছু নথিপত্রও এদিন তিনি ইডি আধিকারিকদের হাতে তুলে দেন বলে জানা গিয়েছে। অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করে এবং তাঁর দেওয়া নথি থেকে আরও কিছু গুরুত্ব
এর আগে সারদা কেলেঙ্কারির তদন্তে নেমে গত শুক্রবার প্রায় সাড়ে চার ঘণ্টা অর্পিতা ঘোষকে জিজ্ঞাসাবাদ করেছিলেন ইডি আধিকারিকরা। বেশ কিছু বিষয়ে আরও সুনির্দিষ্ট করে তাঁর থেকে জানতে চাওয়া হয়েছিল৷ সেইগুলিই এদিন তিনি লিখিত ভাবে জানালেন বলে সূত্রের খবর। এছাড়া বেস কিছু নথিপত্রও এদিন তিনি ইডি আধিকারিকদের হাতে তুলে দেন বলে জানা গিয়েছে। অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করে এবং তাঁর দেওয়া নথি থেকে আরও কিছু গুরুত্ব
No comments:
Post a Comment