Saturday, April 26, 2014

ফের বিপাকে রাজা-কানিমোঝি

ফের বিপাকে রাজা-কানিমোঝি

raja
নয়াদিল্লি: গোদের উপর বিষফোড়া৷

টু-জি কেলেঙ্কারিতে ফেঁসে ছিলেন আগেই৷ শুক্রবার ফের ২০০ কোটি টাকার অবৈধ লেনদেনে জড়িয়ে থাকার অভিযোগে প্রাক্তন টেলিকম মন্ত্রী এ রাজা এবং ডিএমকে প্রধান করুণানিধির কন্যা কানিমোঝি-সহ ১৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ সংশ্লিষ্ট দুর্নীতিটি টু-জি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত বলেই খবর৷ বিশেষ আদালতে জমা পড়া চার্জশিটে করুণানিধির স্ত্রী দয়ালু আম্মাল এবং সোয়ান টেলিকম প্রাইভেট লিমিটেডের (এসটিপিএল) দুই প্রোমোটার শাহিদ উসমান ও বিনোদ গোয়েঙ্কার নামও রয়েছে৷ ওই চার্জশিট গ্রহণ করা হবে কি না, বিচারক তা ৩০ এপ্রিল ঘোষণা করবেন৷

অভিযোগ, ডিএমকে-চালিত চ্যানেল 'কলাইগনার টিভি'কে প্রায় ২০০ কোটি টাকা দিয়েছিলেন এসটিপিএল-এর অভিযুক্ত দুই প্রোমোটার৷ ইডি জানিয়েছে, ঘুরপথে কী ভাবে ওই টাকা কলাইগনার সংস্থার কাছে এসেছিল, তার তথ্যপ্রমাণ গোয়েন্দাদের হাতে এসেছে৷ ওই চ্যানেলের ম্যানেজিং ডিরেক্টর শরদ কুমারের নামও চার্জশিটে রাখা হয়েছে৷ উল্লেখ্য, কলাইগনার টিভির সমস্ত শেয়ারের ৬০ শতাংশের মালিকানা রয়েছে করুণা-স্ত্রী আম্মালের হাতে৷ ২০ শতাংশের মালিক কানিমোঝি, এবং বাকি শেয়ার শরদ কুমারের হাতে৷ এ ব্যাপারে ইতিমধ্যেই এ রাজা এবং কানিমোঝিকে জিজ্ঞাসাবাদ করেছেন ইডি-র তদন্তকারীরা৷

এই চার্জশিট পেশ করার আগে ইডি অবশ্য কেন্দ্রীয় সরকারের আইনি উপদেষ্টা অ্যাটর্নি জেনারেল গুলাম ই বাহনাবতীর মতামত চেয়েছিল৷ তিনি সেটি খতিয়ে দেখে আইন মন্ত্রকের কাছে পাঠিয়ে দেন৷ সলিসিটর জেনারেল মোহন পরাশরন-ও মত দেন, যে কোর্টে টু-জি মামলার বিচারপ্রক্রিয়া চলছে, সেখানেই এই চার্জশিট পেশ করলে ভালো হয়৷ সেই মতোই অবৈধ লেনদেন-রোধী আইনে (প্রিভেনশন অফ মানি লনডারিং অ্যাক্ট, বা পিএমএলএ) এই চার্জশিট দাখিল করে ইডি৷ এতে অভিযুক্ত হিসেবে মোট ১০ জন ব্যক্তি এবং ৯টি সংস্থার নাম রয়েছে৷

২০০৯ সালের জুন মাসে পিএমএলএ-তে সংশোধনী আনা হয়৷ কিন্ত্ত ২০১০ সালে এ ধরনের একটি মামলার পরিপ্রেক্ষিতে ঝাড়খণ্ড হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয় যে, ২০০৯-এর জুনের আগের কোনও ঘটনার ক্ষেত্রেও এই একই আইন প্রয়োগ করা যাবে৷ কলাইগনার চ্যানেলকে ঘুরপথে টাকা দেওয়ার মামলাটি ২০০৮ সালের৷ ঝাড়খণ্ড হাইকোর্টের নির্দেশের উপর ভরসা রেখেই এই ঘটনাতে পিএমএলএ-র ভিত্তিতে অভিযোগ আনল ইডি৷

প্রসঙ্গত, টু-জি মামলায় এ রাজা সহ সমস্ত অভিযুক্তই নিজেদের নির্দোষ দাবি করেছে৷ আগামী ৫ মে থেকে তাঁদের বক্তব্য শোনা শুরু করবে আদালত৷ -সংবাদসংস্থা

No comments:

Post a Comment