Friday, April 25, 2014

এবার হৃত্বিকে মজেছেন সুস্মিতা

এবার হৃত্বিকে মজেছেন সুস্মিতা

sushmita1
এই সময় ডিজিটাল ডেস্ক: ভালোবাসার অমোঘ হাতছানি আজ পর্যন্ত উপেক্ষা করতে পারেননি সুস্মিতা সেন। তাঁর প্রতি দুর্নিবার আকর্ষণে বারে বারে ধরা পড়েছেন প্রিন্স চার্মিংরাও। কিন্তু কোনও বারই শেষ রক্ষা হয়নি। রক্তক্ষরণ হয়েছে তবুও ফিরে গিয়েছেন ভালোবাসার খোঁজে। বিক্রম ভট, সঞ্জয় নারাঙ্গ, রণদীপ হুডা এবং ওয়াসিম আক্রমের পরে এবার সুস্মিতা মজেছেন হৃত্বিকে। এতদিন কানাঘুষো হলেও এবার এই খবর মোটামুটি পাকা বলেই শোনা যাচ্ছে বিভিন্ন মহলে।

মাঝেমধ্যেই মুম্বইয়ের নামী রেস্তরাঁয় ডিনার অথবা লাঞ্চে দেখা যায় দু'জনকে। না লুকিয়ে নয়, বরং প্রকাশ্যেই! এমনকি সুস্মিতার দুই কন্যার সঙ্গেও নাকি কোয়ালিটি টাইম কাটাচ্ছেন হৃত্বিক! ও হো! দেখেছেন, আপনারা হৃত্বিক রোশন বলেই ধরে নিয়েছেন! না, না। এই হৃত্বিক সেই হৃত্বিক নয়। ইনি মুম্বইয়ের এক ধনী ব্যবসায়ী ৩৩ বছর বয়সী হৃত্বিক ভাসিন! এই সম্পর্কটি অবশেষে বিয়ে পর্যন্ত।যাবে কি না তা নিয়ে এখনই কিছু বলা না গেলেও দু'জনে যে একে অপরের সঙ্গে বেশ ভালোই আছেন, তা অস্বীকার করার সুযোগ নেই। দেখা যাক মিস ইউনিভার্স এবার 'মিসেস' খেতাব নামের আগে যোগ করতে পারেন কি না!

No comments:

Post a Comment