Wednesday, April 23, 2014

ভুয়ো ফোনে কলকাতা স্টেশন উড়িয়ে দেওয়ার হুমকি

ভুয়ো ফোনে কলকাতা স্টেশন উড়িয়ে দেওয়ার হুমকি

kolkata station
এই সময় ডিজিটাল ডেস্ক: ফোন পাওয়া মাত্রই পৌঁছে গিয়েছিল কলকাতা পুলিশের বিশাল বাহিনী ও বম্ব স্কোয়াড। কিন্তু ঘটনাস্থলে গিয়ে মিলল না কিছুই।

মঙ্গলবার দুপুরে, কলকাতা স্টেশন উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একটি ফোন আসে লালবাজার কন্ট্রোল রুমে। সূত্রের খবর, ওই ফোনে বলা হয়, স্টেশনে শক্তিশালী বিস্ফোরক রাখা রয়েছে। এমন চাঞ্চল্যকর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা পুলিশ। যায় বম্ব স্কোয়াডও। স্টেশন চত্বর ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী। তবে স্টেশন চত্বরে চিরুনি তল্লাশি চালিয়েও কোনও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

পুলিশ সূত্রের খবর, ওই ভুয়ো ফোনটি আসে আরপিএফের কাছে। তবে এই ঘটনার পিছনে কার হাত থাকতে পারে, তা তদন্ত করা শুরু হয়েছে। কোথা থেকে এই ফোন এসেছে, তাও খতিয়ে দেখা হচ্ছে।অভিযোগের সত্যতা রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

লোকসভা নির্বাচনের আগে রাজ্যের গুরত্বপূর্ণ স্টেশনগুলিতে নাশকতা চালাতে পারে মাওবাদীরা। এমন তথ্য আগে থেকেই রাজ্যে গোয়েন্দা দপ্তরের কাছে ছিল। সেই জন্য হাওড়া, শিয়ালদহ স্টেশনে সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হয়েছে।

No comments:

Post a Comment