Wednesday, April 23, 2014

এক ঘুষিতে মুর্ছা গেলেন প্রিয়াঙ্কা!

এক ঘুষিতে মুর্ছা গেলেন প্রিয়াঙ্কা!

07priyanka
এই সময় ডিজিটাল ডেস্ক: ভারতীয় বক্সিং তারকা মেরি কমের জীবনী নির্ভর ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা চোপড়া। এই ছবির জন্য নিজেকে তৈরি করতে প্রিয়াঙ্কা আলাদা করে বিশেষজ্ঞ ট্রেনারও রেখেছেন। মাঝেমধ্যে মেরি কমের থেকে টিপসও নিচ্ছেন তিনি। এই ছবির শ্যুটিং চলাকালীন প্রতিপক্ষের ঘুষি খেয়ে জ্ঞান হারিয়ে ফেলেন বলিউডের এই নায়িকা। বিষয়টি যথারীতি গোপন রাখার চেষ্টা করেছিলেন প্রিয়াঙ্কা।

জানা যায়, ঘুষি খাওয়ার পরের দিন মেকআপ করার সময়ে প্রিয়াঙ্কার ডান চোখের নিচে কালসিটে দেখতে পান এক মেকআপ আর্টিস্ট। তখনই জানা যায় আসল কারণ। এই ছবির জন্য একটি বক্সিং ম্যাচের শ্যুট করছিলেন প্রিয়াঙ্কা। তাঁর প্রতিপক্ষ হিসেবে চিলেন একজন সত্যিকারের বক্সার। তাঁর ঘুষি সময়মতো কাটাতে না পেরেই মাটিতে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। অসুস্থ হয়ে যাওয়াতে একঘন্টা শ্যুটিং বন্ধ করে দিতে হয়। তবে প্রিয়াঙ্কার আঘাত খুব একটা গুরুতর নয়।বলেই জানা গিয়েছে।

No comments:

Post a Comment