ফের নিষেধাজ্ঞার হুমকি রাশিয়াকে
কিয়েভ: মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বিডেনের দু'দিনের সফর শেষে ইউক্রেনের সমস্যা আরও ঘোরাল হয়ে উঠল৷ দেশে ফেরার আগে এক সাংবাদিক সম্মেলনে বিডেন বলেন, 'ইউক্রেনে হস্তক্ষেপ বন্ধ না করলে রাশিয়া আন্তর্জাতিক মঞ্চে ক্রমশ একঘরে হয়ে পড়বে৷'
বুধবার রাতে মার্কিন বিদেশ সচিব জন কেরি রুশ বিদেশমন্ত্রী সের্গেই লেভরভকে ফোনে সাবধান করে দিয়ে বলেন, 'পূর্ব ইউক্রেনে রাশিয়ার প্ররোচনামূলক কাজকর্ম বন্ধ না হলে এবং রুশপন্থী জঙ্গিরা অবিলম্বে আত্মসমর্পণ না করলে, রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা নেমে আসতে পারে৷'
রাশিয়া অবশ্য মনে করে গত সপ্তাহে স্বাক্ষরিত জেনেভা শান্তিচুক্তি যদি ব্যর্থ হয় এবং ইউক্রেনে গৃহযুদ্ধ শুরু হয় তার জন্য দায়ী থাকবে ইউক্রেনের 'অবৈধ' সরকার৷ এরই পাশাপাশি রুশ প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে বুধবার থেকেই রুশ নৌবাহিনী কাস্পিয়ান সাগরে তাদের সপ্তাহব্যাপী মহড়া শুরু করেছে৷ এখানে অংশগ্রহণ করছে ১০টি যুদ্ধজাহাজ এবং ৪০০ নৌসেনা৷
কাস্পিয়ান সাগরকে ঘিরে রয়েছে পাঁচটি দেশ - রাশিয়া, ইরান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান এবং আজারবাইজান৷ পুরো অঞ্চলটি তেল এবং প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ৷
বুধবার রাতে মার্কিন বিদেশ সচিব জন কেরি রুশ বিদেশমন্ত্রী সের্গেই লেভরভকে ফোনে সাবধান করে দিয়ে বলেন, 'পূর্ব ইউক্রেনে রাশিয়ার প্ররোচনামূলক কাজকর্ম বন্ধ না হলে এবং রুশপন্থী জঙ্গিরা অবিলম্বে আত্মসমর্পণ না করলে, রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা নেমে আসতে পারে৷'
রাশিয়া অবশ্য মনে করে গত সপ্তাহে স্বাক্ষরিত জেনেভা শান্তিচুক্তি যদি ব্যর্থ হয় এবং ইউক্রেনে গৃহযুদ্ধ শুরু হয় তার জন্য দায়ী থাকবে ইউক্রেনের 'অবৈধ' সরকার৷ এরই পাশাপাশি রুশ প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে বুধবার থেকেই রুশ নৌবাহিনী কাস্পিয়ান সাগরে তাদের সপ্তাহব্যাপী মহড়া শুরু করেছে৷ এখানে অংশগ্রহণ করছে ১০টি যুদ্ধজাহাজ এবং ৪০০ নৌসেনা৷
কাস্পিয়ান সাগরকে ঘিরে রয়েছে পাঁচটি দেশ - রাশিয়া, ইরান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান এবং আজারবাইজান৷ পুরো অঞ্চলটি তেল এবং প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ৷
No comments:
Post a Comment