Wednesday, April 23, 2014

নাম বদলে মাইক্রোসফট হচ্ছে নোকিয়া

নাম বদলে মাইক্রোসফট হচ্ছে নোকিয়া

Nokia
এই সময় ডিজিটাল ডেস্ক - নাম বদলে যাচ্ছে নোকিয়া ফোনের। নতুন নামকরণ হচ্ছে মাইক্রোসফট মোবাইল। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি। ফিনল্যান্ডে নোকিয়ার সাপ্লায়ারদের কাছে পাঠানো একটি গোপন ইমেল জানাজানি হয়ে এই নামবদলের খবর প্রকাশ্যে এসেছে।

গত বছর ৭.২ বিলিয়ন ডলারের বিনিময়ে ধুঁকতে থাকা নোকিয়া কিনে নেয় মাইক্রসোফট৷ চুক্তি অনুযায়ী এপ্রিলের শেষ থেকেই সম্পূর্ণ হবে হস্তান্তরের কাজ৷ মে মাসেই আত্মপ্রকাশ করবে মাইক্রোসফটের গত বছরই আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গিয়েছিল৷ এ বছর এপ্রিলের শেষেই হস্তান্তর প্রক্রিয়া শেষ হতে চলেছে৷ নোকিয়া হতে চলেছে মাইক্রোসফট৷

No comments:

Post a Comment