আপনি যদি ভাবছেন গেলবারে বাজারে চড়া দামে আলু-প্যাঁজ কিনতে হয়েছে তাই এবারে নির্বাচনে বিনে পয়সার ভোট দিয়ে পরিবর্তন নিয়ে আসবেন, (আমাদের প্রদেশে অবশ্যি সেই সুযোগের আজ শেষ পর্ব গেল) তবে আপনার হিসেবে ভুল হলেও হতে পারে। আজ একটা হিসেব করে দেখি, এই দেশে কোনো কোনো বাজারে এক একটি সাংসদ সমষ্টিতে পরিবর্তনের মূল্য হতে পারে নয় কোটি টাকার চাইতেও অনেক বেশি। যা পাঁচ বছরে সাংসদ উন্নয়ন তহবিলের মোট ধনের প্রায় সমান। কী রকম? আমি ভেবেছিলাম এবারে হিন্দুত্ববাদীরা সব মিলিয়ে ৫০০০ কোটি টাকা ব্যয় করছে নির্বাচনে। এটাই যে কোনো দলের ব্যয়ের মধ্যে সবচাইতে বড় অংক। না, আজ দেখি কাগজে এটা শুধু টিভি-কাগজে বিজ্ঞাপনের ব্যয়। অন্যান্য হেলিকপ্টার থেকে সাইকেল মটর সাইকেলে ঘুরে বেড়ানো, কর্মীদের ব্যয় জোগানো, খাওয়া দাওয়া থাকা ইত্যাদিতো রইলই। তো, শুধু বিজ্ঞাপন ব্যয়ও যদি ধরি তবে প্রতিটি সাংসদ আসন প্রতি ৯ কোটিরও বেশি ব্যয় হলো কিনা? ভাবুন দেখি এই দুর্মূল্যের বাজারে পরিবর্তন ঠিক কতটা দামি জিনিস! কে কিনছে? কার স্বার্থে! কার স্বার্থে বানের তোড়, কার স্বার্থে ঝড়ো হাওয়া! সে কি শুধুই ভোলামন কাশি বিশ্বনাথ?! না কি অন্নপূর্ণা মা?!
|
বাঙালির সম্পূর্ণ ভূগোল,ইতিহাস,সংস্কৃতি,সাহিত্য, শিল্প,অর্থ,বাণিজ্য,বিশ্বায়ণ,রুখে দাঁড়াবার জেদ, বৌদ্ধময় ঐতিহ্য, অন্ত্যজ ব্রাত্য বহিস্কৃত শরণার্থী জীবন যাপনকে আত্মপরিচয়,চেতনা,মাতৃভাষাকে রাজনৈতিক সীমানা ডিঙিয়ে আবিস্কার করার প্রচেষ্টা এই ব্লগ,আপনার লেখাও চাই কিন্তু,যে স্বজনদের সঙ্গে যোগাযাগ নেই,তাঁদের খোঁজে এই বাস্তুহারা তত্পরতা,যেখবর মীডিয়া ছাপে না, যারা ক্ষমতার, আধিপাত্যের বলি প্রতিনিয়তই,সেই খবর,লেখা পাঠান,খবর দিন এখনই এই ঠিকানায়ঃpalashbiswaskl@gmail.com
Friday, April 25, 2014
ভাবুন দেখি এই দুর্মূল্যের বাজারে পরিবর্তন ঠিক কতটা দামি জিনিস! কে কিনছে? কার স্বার্থে! কার স্বার্থে বানের তোড়, কার স্বার্থে ঝড়ো হাওয়া! সে কি শুধুই ভোলামন কাশি বিশ্বনাথ?! না কি অন্নপূর্ণা মা?!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment