ভিডিও >> মোদী ক্ষমতায় আসলে বাংলাদেশ-পাকিস্তান অখন্ড ভারতে আসবে: বাবা রামদেব

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নরেন্দ মোদীর নেতৃত্বে আসন্ন নির্বাচনে জিতে ক্ষমতায় আসলে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান অখন্ড ভারতের অধীনে আসবে বলে মন্তব্য করেছেন যোগ ব্যায়াম গুরু বাবা রামদেব। ভারতীয় টিভি চ্যানেল 'নিউজ ২৪' এ সংক্রান্ত একটি সংবাদ প্রচার করেছে।রামদেব বলেন, নরেন্দ মোদী সরকার যদি ঠিকঠাক মতো ৫ বছর ক্ষমতায় থাকতে পারে তাহলে আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ আবার অখন্ড ভারতের অংশ হবে।
https://www.youtube.com/watch? feature=player_embedded&v= UXLPGCmvmpE, http://www.onbangladesh.org/ newsdetail/detail/200/74394
ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নরেন্দ মোদীর নেতৃত্বে আসন্ন নির্বাচনে জিতে ক্ষমতায় আসলে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান অখন্ড ভারতের অধীনে আসবে বলে মন্তব্য করেছেন যোগ ব্যায়াম গুরু বাবা রামদেব। ভারতীয় টিভি চ্যানেল 'নিউজ ২৪' এ সংক্রান্ত একটি সংবাদ প্রচার করেছে।রামদেব বলেন, নরেন্দ মোদী সরকার যদি ঠিকঠাক মতো ৫ বছর ক্ষমতায় থাকতে পারে তাহলে আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ আবার অখন্ড ভারতের অংশ হবে।
https://www.youtube.com/watch?
__._,_.___
No comments:
Post a Comment