Friday, April 11, 2014

পাটা এখন বাড়ি বাড়িতে বিলিয়মান। আমি জানি না, আগামীতে বিয়ের আসরে পোঁতার ব্যবহার করতে হলে ভাড়া করে আনতে হবে কিনা, অথচ এই একটি হাতিয়ার আমাদের বাড়ি বাড়িতে হাজার হাজার বছর ধরে রাজ করেছে।

পাটা এখন বাড়ি বাড়িতে বিলিয়মান। আমি জানি না, আগামীতে বিয়ের আসরে পোঁতার ব্যবহার করতে হলে ভাড়া করে আনতে হবে কিনা, অথচ এই একটি হাতিয়ার আমাদের বাড়ি বাড়িতে হাজার হাজার বছর ধরে রাজ করেছে। ভাবতে পারেন , এ হচ্ছে শেষ প্রস্তর যুগে আমাদের পূর্বপুরুষদের তৈরি হাতিয়ার! যখন তারা কৃষি কাজ শিখছিলেন মাত্র! আমাদের ধারণা, সে যুগের কথা জানতে হলে কোনো আদিবাসি সমাজে যেতে হবে বা গুরু গম্ভীর বইতে পড়তে হবে! অথচ, আমাদের বাড়ি বাড়িতেই এদ্দিন লালন করছিলাম সেই প্রাগ-ঐতিহাসিক হাতিয়ার! আমি অবশ্যি, এর প্রাচীনত্বের কথা কোসাম্বীতে পেলাম। সেই কলেজ জীবনে পড়েছিলাম। এই ক'দিনে আবার পড়ছি কোসাম্বী। কী সাংঘাতিক প্রতিভা ছিলেন ডি ডি কোসাম্বী। লোকে কেমন পাটা ব্যবহার করে তাই দিয়ে তিনি ব্যাখ্যা করছেন সেটি দক্ষিণ না উত্তর ভারত থেকে এসছে। বড় লোকে না ছোট লোকে ব্যবহার করে। আমি যা বুঝলাম, আমাদের মহিলারা পোঁতার দুধারে ধরে আগে পিছে টেনে মশলা বাটেন। সেই ঐতিহ্য দক্ষিণ ভারতীয় অথবা দ্রাবিড় ঐতিহ্য। এবং অবশ্যই অনভিজাত -অব্রাহ্মণ্য। এখানে রইল পাটা অলংকরণে ব্যস্ত এক বিলিয়মান শিল্পীর ছবিঃhttp://www.bengalinews24.com/assets/images/news_images/2013/10/01/Bogra%20Shilpata_22121.jpg
Like ·  · 

No comments:

Post a Comment