মোদী নার্সারি-বাচ্চা, বিদ্রুপ খুরশিদের
নয়াদিল্লি: ফের নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে বিতর্কে বিদেশমন্ত্রী সলমন খুরশিদ৷ বুধবার মোদীকে ২০০২ গুজরাট দাঙ্গায় আদালতের ক্লিন চিট দেওয়ার দাবি নস্যাত্ করতে গিয়ে খুরশিদ বলেন, 'সুপ্রিম কোর্ট মোদীকে কোনও ক্লিন চিট দিয়েছে বলে আমি জানি না৷ একটি নিম্ন আদালত তাঁকে সমন পাঠায়নি৷ তাতে নিজেকে নির্দোষ বলে দাবি করা অনেকটা একটা নার্সারির বাচ্চার পরীক্ষায় ভালো ফল করে নিজেকে পিএইচডিধারী বলে মনে করার মতো৷'
কিছুদিন আগেই গুজরাট দাঙ্গা বিষয়ে মন্তব্য করতে গিয়ে মোদীকে 'নপুংসক' বলে বিতর্কে জড়ান খুরশিদ৷ এই মন্তব্যের জেরে বিজেপির বিরুদ্ধ সমালোচনা তো বটেই, খোদ কংগ্রেস সহ-সভাপতির বকুনিও হজম করতে হয় তাঁকে৷ তাঁর নির্বাচনী কেন্দ্র উত্তরপ্রদেশের ফারুকাবাদে একটি জনসভায় মোদীকে উদ্দেশ্য করে খুরশিদ বলেছিলেন, 'আমরা আপনাকে হত্যাকারী বলছি না৷ আমাদের অভিযোগ হল আপনি নপুংসক৷ হত্যাকারীদের আপনি ঠেকাতে পারেননি৷' পরের দিনই রাহুল প্রকাশ্যে খুরশিদের বিরুদ্ধাচরণ করে বলেন, 'এই মন্তব্যের নিন্দা করছি৷ এ ধরনের ভাষা আমি সমর্থন করি না৷'
খুরশিদের এ দিনের মন্তব্য নিয়েও অবশ্য প্রত্যাশিত ভাবেই ময়দানে নেমে পড়েছে বিজেপি৷ দলীয় মুখপাত্র প্রকাশ জাভড়েকরের বক্তব্য, গুজরাটে শুধু মুসলিমরাই নন, সমাজের সর্বস্তরের মানুষই ২০০২ সালের দাঙ্গাকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন৷ ভোটের আগে এই বিষয় নিয়ে বারবার নাড়াঘাঁটা করে কংগ্রেস তাদের অসহায় অবস্থারই সাক্ষ্য দিচ্ছে৷ তাঁর কথায়, 'হতাশ আর মরিয়া হয়েই এমন ভাষা ব্যবহার করছেন খুরশিদ৷ এমন ভাষার আমরা নিন্দা করি৷' - সংবাদসংস্থা
কিছুদিন আগেই গুজরাট দাঙ্গা বিষয়ে মন্তব্য করতে গিয়ে মোদীকে 'নপুংসক' বলে বিতর্কে জড়ান খুরশিদ৷ এই মন্তব্যের জেরে বিজেপির বিরুদ্ধ সমালোচনা তো বটেই, খোদ কংগ্রেস সহ-সভাপতির বকুনিও হজম করতে হয় তাঁকে৷ তাঁর নির্বাচনী কেন্দ্র উত্তরপ্রদেশের ফারুকাবাদে একটি জনসভায় মোদীকে উদ্দেশ্য করে খুরশিদ বলেছিলেন, 'আমরা আপনাকে হত্যাকারী বলছি না৷ আমাদের অভিযোগ হল আপনি নপুংসক৷ হত্যাকারীদের আপনি ঠেকাতে পারেননি৷' পরের দিনই রাহুল প্রকাশ্যে খুরশিদের বিরুদ্ধাচরণ করে বলেন, 'এই মন্তব্যের নিন্দা করছি৷ এ ধরনের ভাষা আমি সমর্থন করি না৷'
খুরশিদের এ দিনের মন্তব্য নিয়েও অবশ্য প্রত্যাশিত ভাবেই ময়দানে নেমে পড়েছে বিজেপি৷ দলীয় মুখপাত্র প্রকাশ জাভড়েকরের বক্তব্য, গুজরাটে শুধু মুসলিমরাই নন, সমাজের সর্বস্তরের মানুষই ২০০২ সালের দাঙ্গাকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন৷ ভোটের আগে এই বিষয় নিয়ে বারবার নাড়াঘাঁটা করে কংগ্রেস তাদের অসহায় অবস্থারই সাক্ষ্য দিচ্ছে৷ তাঁর কথায়, 'হতাশ আর মরিয়া হয়েই এমন ভাষা ব্যবহার করছেন খুরশিদ৷ এমন ভাষার আমরা নিন্দা করি৷' - সংবাদসংস্থা
No comments:
Post a Comment