ইউক্রেনে ঢুকবে না বাহিনী, আশ্বাস রাশিয়ার
মস্কো: ক্রিমিয়ার সীমান্ত পেরিয়ে ইউক্রেনের অন্যত্র ঢুকবে না রুশ ফৌজ৷ শনিবার দিনভর কূটনৈতিক চাপানউতোরের পর রাতে এ কথা জানিয়ে দিয়েছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ৷ এর আগে এদিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে বেশ কিছুক্ষণ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷
গত কয়েক দিনে ইউক্রেন সীমান্তে যে হারে রুশ বাহিনীর সংখ্যা বাড়ছিল, তাতে গভীর দুশ্চিন্তা প্রকাশ করেন ওবামা৷ ঠারেঠোরে তিনি বলেন, ইউক্রেনে ঢোকার পরিকল্পনা রয়েছে মস্কোর৷ এতেই ক্রিমিয়া ঘিরে নতুন করে কূটনৈতিক সঙ্কট তৈরি হয়৷ এর পর শনিবার ফোনে কথা বলেন ওবামা ও পুতিন৷ এদিনও সীমান্ত এলাকা থেকে সেনা সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে পুতিনকে আহ্বান জানান ওবামা৷ কিয়েভের সঙ্গে সরাসরি আলোচনায় বসে সমস্যা সমাধানেও জোর দেন তিনি৷
রাতে একটি সাক্ষাত্কারে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, 'ইউক্রেনের সীমান্ত পেরনোর কোনও পরিকল্পনা বা ইচ্ছে আমাদের নেই৷ তবে ইউক্রেনে বসবাসকারী রুশ জনজাতির স্বার্থ রক্ষা করা আমাদের কর্তব্য৷ কূটনৈতিক পথেই তা আমরা করব৷' মার্কিন বিদেশসচিব জন কেরির সঙ্গে এদিন একপ্রস্থ আলোচনা হয় ল্যাভরভের৷ ল্যাভরভ ও কেরি খুব শিগগিরই বৈঠকে বসবেন৷ সেই বৈঠক নিয়েও পুতিন এবং ওবামার কথা হয়েছে৷ - সংবাদসংস্থা
মস্কো: ক্রিমিয়ার সীমান্ত পেরিয়ে ইউক্রেনের অন্যত্র ঢুকবে না রুশ ফৌজ৷ শনিবার দিনভর কূটনৈতিক চাপানউতোরের পর রাতে এ কথা জানিয়ে দিয়েছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ৷ এর আগে এদিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে বেশ কিছুক্ষণ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷
গত কয়েক দিনে ইউক্রেন সীমান্তে যে হারে রুশ বাহিনীর সংখ্যা বাড়ছিল, তাতে গভীর দুশ্চিন্তা প্রকাশ করেন ওবামা৷ ঠারেঠোরে তিনি বলেন, ইউক্রেনে ঢোকার পরিকল্পনা রয়েছে মস্কোর৷ এতেই ক্রিমিয়া ঘিরে নতুন করে কূটনৈতিক সঙ্কট তৈরি হয়৷ এর পর শনিবার ফোনে কথা বলেন ওবামা ও পুতিন৷ এদিনও সীমান্ত এলাকা থেকে সেনা সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে পুতিনকে আহ্বান জানান ওবামা৷ কিয়েভের সঙ্গে সরাসরি আলোচনায় বসে সমস্যা সমাধানেও জোর দেন তিনি৷
রাতে একটি সাক্ষাত্কারে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, 'ইউক্রেনের সীমান্ত পেরনোর কোনও পরিকল্পনা বা ইচ্ছে আমাদের নেই৷ তবে ইউক্রেনে বসবাসকারী রুশ জনজাতির স্বার্থ রক্ষা করা আমাদের কর্তব্য৷ কূটনৈতিক পথেই তা আমরা করব৷' মার্কিন বিদেশসচিব জন কেরির সঙ্গে এদিন একপ্রস্থ আলোচনা হয় ল্যাভরভের৷ ল্যাভরভ ও কেরি খুব শিগগিরই বৈঠকে বসবেন৷ সেই বৈঠক নিয়েও পুতিন এবং ওবামার কথা হয়েছে৷ - সংবাদসংস্থা
No comments:
Post a Comment