Monday, March 31, 2014

সুদীপ্ত সিনড্রোম -------------- স্বরাজ দত্ত


################
শুধু তোর নাম কাঁপন ধরায়
রাজস্তম্ভে,
তোর দুটো চোখ আগুন জ্বালায়
হিংস্র দম্ভে
মিছিলে মিছিলে উদ্যত স্বর
শুধু তোর নাম,
তোর নামে ভেজা নতুন লড়াই
লহু আর ঘাম।

ঝড় উঠবেই জেনে গেছে
সব রক্তজীবি,
তোর স্বপ্নের লাল রঙ আজ
সিঁদুরে মেঘ
লক্ষ লক্ষ নিপীড়িত সব
কষছে হিসেব
তোর রক্তের শপথে ধুয়েছে
নিজ আবেগ।

প্রাসাদে, মিনারে, দেওয়ালে
দেওয়াল ছুঁয়ে,
সব লাল রঙে তোর
রক্তের দাবী,
মিছিলে, প্রশ্নে ওরা শুধু
ভয় পায়,
কমরেড, তুই এভাবেই
থেকে যাবি।

No comments:

Post a Comment