Saturday, March 29, 2014

পুরোনো দামেই গ্যাস বিক্রি করবে রিলায়েন্স

KGBASIN
নয়াদিল্লি: পরবর্তী সরকার যতদিন প্রাকৃতিক গ্যাসের দাম পরিবর্তন করছে না ততদিন কৃষ্ণা-গোদাবরী অববাহিকা থেকে উত্তোলিত প্রাকৃতিক গ্যাস পুরোনো দামেই বিক্রি করবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ৷ পেট্রোলিয়াম মন্ত্রী বীরাপ্পা মইলি এতে সম্মতি দিয়েছেন বলে তেলমন্ত্রক সূত্রে খবর৷ প্রাকৃতিক গ্যাসের দাম দ্বিগুণ করলে রিলায়েন্সের মতো বেসরকারি সংস্থাগুলি সুবিধা পাবে বলে নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সরকারি বিজ্ঞপ্তি দেওয়া পিছিয়ে দিতে নির্দেশ দিয়েছিল কমিশন৷

নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত প্রতি ব্রিটিশ থার্মাল ইউনিট গ্যাসের বর্তমান দর (৪.২ মার্কিন ডলার ) বজায় রাখায় সম্মতি দিয়েছেন কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রী এম বীরাপ্পা মইলি৷ নতুন সরকার এসে রঙ্গরাজন কমিটির সুপারিশ মেনে গ্যাসের দাম নির্ধারণ করবে৷ ১ এপ্রিল থেকে প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর কথা থাকলেও নির্বাচন কমিশনের সুপারিশ মেনে তা পিছিয়ে দিয়েছেন মইলি৷ তবে, যে সংস্থাগুলিকে (সার ও বিদ্যুত্) রিলায়েন্স গ্যাস সরবরাহ করে তাদের সঙ্গে রিলায়েন্সকে ৩১ মার্চের মধ্যে চুক্তি পুনর্নবীকরণ করতে হবে৷ প্রাকৃতিক গ্যাসের দাম নিয়ে ১ এপ্রিল পরবর্তী শুনানি সুপ্রিম কোর্টে৷ আগামী মাস থেকেই প্রাকৃতিক গ্যাসের দাম প্রতি ব্রিটিশ থার্মাল ইউনিটে ৪.২ ডলার থেকে বাড়িয়ে ৮.৩ ডলার করার কথা৷ কিন্ত্ত এই সিদ্ধান্ত রিলায়েন্সের পক্ষে যাওয়ায় তার বিরোধিতা করে আম আদমি পার্টি৷ দিল্লির ৪৮ দিনের আপ সরকারের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এ নিয়ে মইলি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও সংস্থার প্রধান মুকেশ আম্বানির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে এফআইআর দায়ের করেন ও নির্বাচন কমিশনকে অনুরোধ করেন যাতে তারা এ ব্যাপারে ছাড়পত্র না দেয়৷ --সংবাদ সংস্থা৷

No comments:

Post a Comment