Sunday, March 30, 2014

‘দাপুটে’ অনুব্রতকে তিন দিনে শোকজ তিন দফায়

‘দাপুটে’ অনুব্রতকে তিন দিনে শোকজ তিন দফায়

download
এই সময়, কলকাতা ও সিউড়ি: পঞ্চায়েত ভোট-পর্বে দলীয় বিক্ষুব্ধদের বোমা মারার ডাক দিয়েও এ যাবত্‍ পার পেয়েই গিয়েছেন৷ তাঁর ডাক শুনে বোমা-বর্ষণ হয়েছে৷ হিংসার বলি হয়েছেন সাগর ঘোষ৷

তবু শাসকদলের 'দোর্দণ্ডপ্রতাপ' নেতাকে ছোঁওয়ার ব্যাপারে হেলদোল দেখা যায়নি রাজ্য প্রশাসনের৷ স্বয়ং মুখ্যমন্ত্রীই যে প্রকাশ্যে তাঁকে বরাভয় জুগিয়েছেন! লোকসভা ভোট ঘোষণার পর, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এক্তিয়ারে এসে শেষ পর্যন্ত সেই একই প্রশাসনকে অবশ্য বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের একের পর এক বিদ্বেষমূলক মন্তব্য নিয়ে কিছুটা হলেও সক্রিয় হতে দেখা যাচ্ছে৷ তিন দিনের মধ্যে তিন-তিনটি শোকজ নোটিস ধরানো হয়েছে অনুব্রতকে৷ প্রতিটি নোটিসেই অনুব্রতের কাছে জানতে চাওয়া হয়েছে, কেন তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে না৷

আমোদপুরের এক সভায় বিরোধীদের প্রতি আপত্তিকর মন্তব্যের সূত্রে গত বৃহস্পতিবার অনুব্রতকে প্রথম শোকজ করেছিল বীরভূম জেলা প্রশাসন৷ তার দু'দিনের মধ্যেই পৃথক দু'টি অভিযোগে তাঁকে ফের শোকজ করল বর্ধমানের কাটোয়ার মহকুমা প্রশাসন এবং বীরভূম জেলা প্রশাসন৷ শনিবার রাজ্য নির্বাচন দপ্তরের কর্তা অমিত রায়চৌধুরী বলেন, 'ভোট ঘোষণার কয়েক দিনের মধ্যে মঙ্গলকোটের সভায় বিরোধীদের প্রতি তিনি বিদ্বেষমূলক ও প্রতিহিংসাপরায়ণ মন্তব্য করেছেন বলে যে অভিযোগ উঠেছে, তারই ভিত্তিতে তাঁকে শো-কজ করেছেন কাটোয়ার মহকুমাশাসক৷' প্রসঙ্গত, অনুব্রতর সেই মন্তব্যের ভিডিও সিডি নির্বাচন কমিশনের দিল্লি দপ্তরেরও বিবেচনাধীন রয়েছে৷ পাশাপাশি, ভোটে ভালো লিড দিতে পারলে দলীয় নেতা-কর্মীদের লক্ষ টাকা পুরস্কার দেওয়ার যে ঘোষণা অনুব্রত করেছিলেন গত ১২ মার্চ, সে জন্য তাঁকে আলাদা করে শোকজ করেছে বীরভূম জেলা প্রশাসন৷ গত মঙ্গলবার উপ-নির্বাচন কমিশনার বিনোদ জুত্‍সি কলকাতার বৈঠকে বিধিভঙ্গের অভিযোগ এলেই ব্যবস্থা নেওয়ার যে নির্দেশ জেলাশাসক এবং পুলিশ সুপারদের দিয়েছিলেন, তারই প্রেক্ষিতে জেলা প্রশাসনের এই তত্‍পরতা বলে মনে করছে রাজনৈতিক মহল৷ ইতিমধ্যেই কমিশনের শোকজ নোটিস পেয়ে তার জবাব পাঠিয়েছেন আর এক তৃণমূল নেতা, দমদমের প্রার্থী সৌগত রায়৷ তাঁর বিরুদ্ধেও বিধিভঙ্গের অভিযোগ উঠেছিল৷ সৌগতবাবুর অবশ্য দাবি, 'আমি আদর্শ আচরণবিধি সম্পর্কে ওয়াকিবহাল৷ কোনও ভাবেই বিধিভঙ্গ করিনি৷ বিগত বাম জমানায় এ রাজ্যে ভোটে কী হত, তাই শুধু দলীয় নেতা-কর্মীদের স্মরণ করিয়ে দিয়েছি৷'

রাজ্য নির্বাচন দপ্তর সূত্রে জানা যাচ্ছে, ভোট ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত আদর্শ আচরণবিধি ভাঙার ১৮৫টি অভিযোগ উঠেছে৷ তার মধ্যে ১০৬টির ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি সহকারী মুখ্যনির্বাচনী অফিসার অমিতজ্যোতি ভট্টাচার্যের৷ ভোটের মুখে রাজ্যে নগদ টাকা উদ্ধারও অবশ্য অব্যাহত৷ শুক্রবার আয়কর দপ্তর ৮২ লক্ষ ৮১ হাজার টাকা আটক করেছে৷ এই টাকা উদ্ধারের ঘটনায় চার জনকে আটক করাও হয়েছে৷ উদ্ধার হওয়া নগদ টাকার সঙ্গে ভোটের সম্পর্ক আছে কি না, খতিয়ে দেখছে নির্বাচন কমিশন৷

এরই মধ্যে রাজ্যে দ্বিতীয় দফার ভোটের জন্য শনিবারই বিজ্ঞপ্তি জারি হল৷ শুরু হয়ে গেল রায়গঞ্জ, বালুরঘাট, মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ কেন্দ্রের জন্য মনোনয়ন প্রক্রিয়া, যা চলবে ৫ এপ্রিল পর্যন্ত৷ 

No comments:

Post a Comment