Monday, March 31, 2014

রাষ্ট্রদ্রোহিতার দায়ে অভিযুক্ত মুশারফ

রাষ্ট্রদ্রোহিতার দায়ে অভিযুক্ত মুশারফ

mushharf
এই সময় ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রদ্রোহিতার দায়ে অভিযুক্ত হলেন প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফ। সোমবার তাঁকে দোষী সাব্যস্ত করেছে পাকিস্তানের বিশেষ ট্রিবিউনাল। ২০০৭ সালে দেশে জরুরী অবস্থা জারি করার প্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে।

এদিন সকালে মোট পাঁচটি অভিযোগে অভিযুক্ত করা হয় মুশারফকে। প্রতিটি অভিযোগই অস্বীকার করেছেন প্রাক্তন প্রেসিডেন্ট। এরপর আদালতে নিজের বক্তব্য পেশ করার সময় তিন বিচারকের উদ্দেশ্যে বলেন, "নয় বছর ধরে সেনাধ্যক্ষ পদে ছিলাম। নাগাড়ে ৪৫ বছর সেনাবাহিনীতে থেকে দেশের সেবা করেছি। লড়েছি দুটো যুদ্ধও। এ সবই কি বিশ্বাসঘাতকতার নিদর্শন?"

উল্লেখ্য, এর আগে একাধিকবার নিরাপত্তা ও অসুস্থতার দোহাই দিয়ে ট্রিবিউনালের শুনানিতে গরহাজির থেকেছেন মুশারফ। এদিন অবশ্য তিনি জানান, "আমি মহামান্য আদালতকে সম্মান করি, বিচার ব্যবস্থার প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। আমার কোনও ব্যক্তিত্বের সমস্যা নেই। এ পর্যন্ত করাচি, ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে মোট ১৬ বার শুনানিতে উপস্থিত থেকেছি।"

No comments:

Post a Comment