Sunday, March 30, 2014

তাপমাত্রা আরও বাড়তে পারে, আশঙ্কা আবহবিদদের

তাপমাত্রা আরও বাড়তে পারে, আশঙ্কা আবহবিদদের

এই সময়: ঠিক দু'দিন পরই খাতা খুলছে 'নিষ্ঠুরতম' এপ্রিল৷ 

পাল্লা দিয়ে নিষ্ঠুর হওয়া কি শুরু করল আবহাওয়াও? আপাতত ইঙ্গিত সে রকমই৷ শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা উঠে গিয়েছে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াসে৷ চলতি সময়ের স্বাভাবিকের চেয়ে যা তিন ডিগ্রি বেশি৷ আজ, শনিবার পারদ ৩৮ ডিগ্রিতে পৌঁছতে পারে, বলছেন আবহবিদরা৷ চড়া রোদ থাকায় আবহাওয়া উষ্ণ ও শুষ্ক থাকার সম্ভাবনা৷ বাঁকুড়ার পারদ ইতিমধ্যেই ৪০ ডিগ্রি ছঁুইছুঁই৷ 

মঙ্গলবারও ঝড়-বৃষ্টির জেরে ঠান্ডা ঠান্ডা ভাব ছিল কলকাতায়৷ তার পর থেকেই বাড়তে শুরু করে তাপমাত্রা৷ সঙ্গে গুমোট আবহাওয়া৷ শুক্রবার দেখা গেল, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমছে৷ কারণ, বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত থাকলেও, তা এ রাজ্যে জলীয় বাষ্প ঢোকাতে পারছে না৷ ফলে মেঘমুক্ত আকাশে ছড়ি ঘোরাচ্ছে রোদ৷ আবহবিদরা বলছেন, মার্চের বেশিরভাগ সময়টা পশ্চিমি ঝঞ্ধার দরুণ তুলনায় ঠান্ডাই থেকেছে৷ ঝড়-বৃষ্টিও তাপমাত্রা বাড়তে দেয়নি৷ কিন্ত্ত এই সময় আস্তে আস্তে তাপমাত্রা বাড়াই নিয়ম৷ আপাতত সেটাই হবে৷ ত্রাতা হতে পারে একমাত্র কালবৈশাখী৷ 

No comments:

Post a Comment