Sunday, March 30, 2014

সাতক্ষীরা সীমান্তে আটক বাংলাদেশী নারীকে ফেরত

সাতক্ষীরা সীমান্তে আটক বাংলাদেশী নারীকে ফেরত


সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে প্রবেশ সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এক বাংলাদেশী নারীকে আটক করে। পরে শনিবার বিকালে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে ফেরত দিয়েছে ওই বাংলাদেশীকে।
কলারোয়া মাদরা বিজিবি কোম্পানি কমান্ডার জেসিও সুবেদার নাসির আল গোলজার জানান, কলারোয়া উপজেলার চিৎলা গ্রামের জহুর আলীর স্ত্রী আইফুল বিবি (৪৫)। ২৮ মার্চ সকাল ১১টায় কাজের জন্য ভারতে প্রবেশের সময় দরকান্দা ভারতীয় টহলরত বিএসএফ’র হাতে আটক হয়।
পরে কলারোয়া উপজেলার মাদরার বিজিবি ক্যাম্প কোম্পানি কমান্ডার জেসিও সুবেদার নাসির আল গোলজারের নেতৃত্বে বিকালে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের হাতে আটককৃত আইফুল বিবিকে কলারোয়া উপজেলার উত্তর ভাদিয়ালী সীমান্তের মেইন পিলার ১৩-৩ এস এর ১০ নিকটে বিজিবির কাছে তুলে দেয়।

No comments:

Post a Comment