নমো-মায়ার বিরুদ্ধে অশালীন মন্তব্য, বিপাকে সপা-প্রার্থী
এই সময় ডিজিটাল ডেস্ক: অশালীন মন্তব্যের ধারাবাহিকতা বজায় রেখে পিসি সরকার (জুনিয়র)-এর পর এবার এই তালিকায় সামিল হলেন সমাজবাদী পার্টি (সপা)-র প্রার্থী নাহিদ হসন। কৈরানা থেকে সপা-র এই প্রার্থী বিজেপি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী এবং বিএসপি সুপ্রিমো মায়াবতীর বিরুদ্ধে অশালীন মন্তব্য করেছেন। শামলিতে নির্বাচনী প্রচারের সময়ে এই মন্তব্য করেন নাহিদ হসন। এর পরই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শামলির জেলাশাসক এনপি সিং জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে ১৭১ ধারায় এফআইআর দায়ের হয়েছে।
সপা-র এই প্রার্থী মন্তব্য করেন যে, 'তিনি (মায়াবতী) তিন বার মোদীর কোলে বসে ছিলেন। ভুলবেন না মোদীও অবিবাহিত এবং মায়াবতীও অবিবাহিতা।' মায়াবতীর প্রতি তাঁর কটাক্ষ তাঁর 'পাগল হাতি' শামলি এবং কৈরানায় ঢুকতে পারবে না।
বিরোধী দলের পাশাপাশি সপা-ও নিজের প্রার্থীর এই অশালীন মন্তব্যের বিরোধিতা করেছে। সপা-র মুখপাত্র রাজেন্দ্র চৌধুরি জানিয়েছেন, 'এমন মন্তব্য করা উচিত হয়নি। নেতাদের মর্যাদার পালন করা উচিত।'
সপা-র এই প্রার্থী মন্তব্য করেন যে, 'তিনি (মায়াবতী) তিন বার মোদীর কোলে বসে ছিলেন। ভুলবেন না মোদীও অবিবাহিত এবং মায়াবতীও অবিবাহিতা।' মায়াবতীর প্রতি তাঁর কটাক্ষ তাঁর 'পাগল হাতি' শামলি এবং কৈরানায় ঢুকতে পারবে না।
বিরোধী দলের পাশাপাশি সপা-ও নিজের প্রার্থীর এই অশালীন মন্তব্যের বিরোধিতা করেছে। সপা-র মুখপাত্র রাজেন্দ্র চৌধুরি জানিয়েছেন, 'এমন মন্তব্য করা উচিত হয়নি। নেতাদের মর্যাদার পালন করা উচিত।'
No comments:
Post a Comment