Thursday, March 27, 2014

অপরাধ করবে আর তার বিচার হবে না তা কি গনতান্ত্রিক দেশে সম্ভব ? ৩০ লক্ষ শহদি কি বিচার পাবে না ? যারা গনতন্ত্র ও মানবতার কথা বলে গলা ফাটান তারা কি সবাই ১৯৭১ সালে জামায়াত ইসলামীর মানবতাবিরোধী অপরাধের বিচারের ব্যাপারে সোচ্চার ? যারা এই অপরাধের বিচারকে পাশ কাটাতে চান বা এ অপরাধকে ভুলে যেতে বলেন তারা কি পারবেন তাদের আপন মা-বাবা,ভাই-বোন,বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের হত্যাকারীদের ভুলে যেতে ? অপরাধ যতো আগের হোক না কেন অপরাধীর বিচার করতেই হবে । আর এর মাধ্যমেই প্রতিষ্ঠিত হয় আইনের শাসন ।

No comments:

Post a Comment