Friday, March 28, 2014

অরবিন্দের বাড়ি ভাড়া ৮৫ হাজার

অরবিন্দের বাড়ি ভাড়া ৮৫ হাজার
kejri
নয়াদিল্লি: প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দিল্লির ফ্ল্যাট নিয়ে নতুন করে বিতর্ক শুরু হল৷ মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর একমাসের বেশি সময় পার হয়ে গেলেও সরকারি ফ্ল্যাটটি ছাড়েননি আম আদমি পার্টির প্রধান৷ বুধবার দিল্লি সরকার তাঁকে নোটিস পাঠিয়ে জানিয়ে দিয়েছে, ওই ফ্ল্যাটে থাকতে হলে মাসে মাসে ৮৫ হাজার টাকা ভাড়া গুনতে হবে কেজরিওয়ালকে৷ মধ্য দিল্লির তিলক লেনের সি-১১/২৩ নম্বরের ওই ফ্ল্যাট নিয়ে গোড়া থেকেই বিতর্কে জড়িয়েছেন কেজরিওয়াল৷ ক্ষমতায় আসার ৪৯ দিনের মাথায় ১৪ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন কেজরিওয়াল৷ নিয়ম অনুযায়ী পদ ছাড়ার পর সরকারি আবাসে বিনা ভাড়ায় ১৫ দিন পর্যন্ত থাকতে পারেন কোনও মন্ত্রী৷ সোমবার দিল্লির পূর্তদপ্তরের বিশেষ সচিব নোটিস পাঠিয়ে কেজরিওয়ালকে জানান নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ায় ১ মার্চ থেকে তাঁকে মাসে ৮৫ হাজার টাকা ভাড়া দিয়ে ওই ফ্ল্যাটে থাকতে হবে৷ এক সপ্তাহের মধ্যে উত্তর দিতে বলা হলেও কেজরিওয়ালের দিক থেকে প্রথমে কোনও সাড়া আসেনি৷ পরে অবশ্য কেজরিওয়াল জানান, তাঁর মেয়ের পরীক্ষা চলছে৷ মে মাস পর্যন্ত ওই বাড়িতেই তাঁকে থাকতে দেওয়া হোক৷ এ নিয়ে প্রশ্ন করা হলে আপ-এর এক মুখপাত্র জানিয়েছেন, বাড়ির ভাড়া তাঁরা মিটিয়ে দেবেন৷

চলতি মাসের গোড়ায়ই কেজরিওয়ালকে জানানো হয় ওই বাড়িতে বিনা ভাড়ায় থাকার মেয়াদ ফুরিয়েছে৷ জানা গিয়েছে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর নাজিব জঙ্গের অনুমতি নিয়েই এই নোটিস পাঠানো হয়েছে৷

মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই বাড়ি নিয়ে গোলমাল বেধেছে কেজরিওয়ালের৷ আম আদমির ভোটে জিতে ক্ষমতায় এসে কেজরিওয়াল তাঁর সরল সাদাসিধে জীবনযাপনের কথা প্রচারের হাতিয়ার করলেও প্রথমে পাঁচ কামরার বিশাল দু'টি ডুপ্লে ফ্ল্যাট নিতে চেয়েছিলেন৷ সেই কথা জানাজানি হতেই তিনি সেই বাড়ি ছেড়ে তিলক লেনের এই বাড়িতে উছে আসেন৷ কিন্ত্ত আম আদমির নেতার এমন বিলাসবহুল বাড়িতে থাকা ভালো ভাবে নেয়নি তাঁর সমর্থকেরা৷ এ বার মেয়াদ শেষ হওয়ার পরও দিল্লির এই বাড়ি না ছাড়তে চেয়ে বিরোধীদের হাতে ফের সমালোচনার অস্ত্র তুলে দিলেন তিনি৷ -- পিটিআই

No comments:

Post a Comment