গর্জনই সার, বর্ষণ কিন্তু হল না
আদালতের রায় নিয়ে বিশ্বকাপের আসরের প্রতিক্রিয়া? মুখ টিপে হাসি ছাড়া অন্য কিছুই তো চোখে পড়ছে না!
সব্যসাচী সরকার
ঢাকা: পর্বতের মুষিকপ্রসব!
বহু প্রতীক্ষিত সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী রায়ের নির্যাস বলতে ঠিক তাই দাঁড়া.চ্ছে৷
চেন্নাইয়ের বাড়িতে বসে তাঁর আইনী টিমকে শুষ্ক অভিনন্দনের পাশাপাশি নিশ্চয়ই আরও বড় কিছু পুরস্কারের ব্যবস্থাই করছেন নারায়ণস্বামী শ্রীনিবাসন! এ দিন সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী রায়ে বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী বোর্ডের প্রেসিডেন্ট পদ থেকে সাময়িক ভাবে সরে দাঁড়াতে হল বটে, কিন্ত্ত পদত্যাগ করতে হল না৷ তাঁর ভবিষ্যত্ নিয়ে রায় সেই ঝুলেই থাকল৷ খোলা থাকল ফিরে আসার রাস্তাও৷ তাঁর বদলে শুধু মাত্র আইপিএল সেভেনের জন্য বোর্ডের অর্ন্তবর্তী প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে সুনীল মনোহর গাভাসকরকে৷
শ্রীনিবাসনের পক্ষ থেকে আদালতে লিখিত আবেদন করা হয়েছিল, আইপিএল কান্ডে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়াতে রাজি আছেন৷ আদালতে এর প্রতিবাদ করে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বিহারের আইনজীবী হরিশ সালভে জানান, তদন্ত শেষ করেই মুকুল মুদগল কমিশন রিপোর্ট জমা দিয়েছিল এবং রিপোর্টে যা আছে, তা শ্রীনিবাসনকে প্রেসিডেন্ট পদ থেকে সরানোর পক্ষে যথেষ্ট৷ নতুন করে ফের তদন্তের কোনও প্রয়োজন নেই৷ আদালত অবশ্য শ্রীনিবাসনকে সরিয়ে দেওয়া নিয়ে কোনও রায় দেয়নি৷ পরবর্তী শুনানি আগামী ১৬ এপ্রিল৷
৬৪ বছর বয়সী গাভাসকরের পদের নাম 'অন্তর্বর্তী কার্যকরী প্রেসিডেন্ট৷' তবে তাঁর কাজকর্ম সীমাবদ্ধ থাকবে শুধুমাত্র আইপিএল সংক্রান্ত ব্যাপারে৷ বোর্ডের বাকি কাজকর্ম দেখার দায়িত্ব বর্তাচ্ছে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শিবলাল যাদবের উপর৷ তবে আগামী জুনে আইপিএল শেষ হওয়ার পরে তা নিয়ে স্পষ্ট করে এ দিনের অন্তর্বর্তী রায়ে কিছু বলা হয়নি৷ বোর্ডের সংবিধান অনুযায়ী, বোর্ডের কোনও স্থায়ী সদস্যই পুরো সময়ের জন্য বোর্ডের প্রেসিডেন্ট হতে পারেন৷ গাভাসকর আগেই জানিয়েছিলেন, তিনি সম্মানিত এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে তৈরি৷ অস্থায়ী প্রেসিডেন্ট থাকাকালীন কোথাও দায়্ত্বি পালনে অসুবিধে হলে তিনি সরাসরি আদালতের কাছে আবেদন জানাতে পারবেন৷ আইপিএলের বর্তমান চিফ অপারেটিং অফিসার সুন্দর রামনকে রাখা হবে কি হবে না, সেটা ঠিক করার দায়িত্ব থাকবে গাভাসকরের উপর৷
আদালত এ-ও নির্দেশ দিয়েছে, দায়িত্বে থাকাকালীন ধারাভাষ্যকার হিসেবে থাকতে পারবেন না গাভাসকর৷ এ জন্য তাঁর যে আর্থিক ক্ষতি হবে, তা ভারতীয় বোর্ডকে পুষিয়ে দিতে হবে৷
গত বৃহস্পতিবারই আদালত প্রস্তাব দিয়েছিল, আইপিএল সেভেনে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসকে বাদ দিতে হবে৷ অথচ সেই একই আদালত এ দিন শুক্রবার জানায়, আইপিএল সেভেনে আটটি টিমই খেলতে পারবে৷ বোর্ডের আইনজীবী সুন্দরমের কথায়, 'আমরা আদালতের কাছে সব টিমকে খেলতে অনুমতি দেওয়ার জন্য আবেদন করেছিলাম৷ সেই আবেদন মঞ্জুর হয়েছে৷'
সকালে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী রায় ঘোষণার সঙ্গে সঙ্গে বোর্ড কর্তাদের কাছে চলে আসে কাঙ্খিত অক্সিজেন৷ একে তো আইপিএল নিয়ে তৈরি হওয়া সঙ্কট কেটে যায়, দুই শ্রীনিবাসনকে সরাসরি সরিয়ে দেওয়ার কোনও নির্দেশ না থাকায় নতুন করে ঘুঁটি সাজানোর সুযোগ৷
১৬ এপ্রিলে শুনানি শেষ হয়ে রায় বেরিয়ে যাওয়ার সম্ভাবনা কম৷ কারণ বোর্ডের আইনজীবী সুন্দরম দাবি করেছেন, বোর্ডের বক্তব্য জানাতে বেশ কয়েকটা শুনানি লাগার কথা৷ তা হলে কী দাঁড়াল? আইপিএলে সানি দায়িত্বে থাকতে পারেন, কিন্ত্ত বোর্ডের ভিতরের সব কাজকর্ম হবে শিবলাল যাদবের মাধ্যমে, যিনি শ্রীনির ঘনিষ্ঠ অনুগামীদের একজন৷ তা ছাড়া কোনও রকমে আদালতের রায় পিছিয়ে দিতে পারলে সেপ্টেম্বরে ফের পূর্বাঞ্চল থেকে বোর্ড প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার সুযোগও থেকে যাচ্ছে৷ আর আইসিসি-র চেয়ারম্যান পদ তো রইলই৷ তা নিয়ে আদালত কোনও নির্দেশ দেয়নি৷
ঢাকা: পর্বতের মুষিকপ্রসব!
বহু প্রতীক্ষিত সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী রায়ের নির্যাস বলতে ঠিক তাই দাঁড়া.চ্ছে৷
চেন্নাইয়ের বাড়িতে বসে তাঁর আইনী টিমকে শুষ্ক অভিনন্দনের পাশাপাশি নিশ্চয়ই আরও বড় কিছু পুরস্কারের ব্যবস্থাই করছেন নারায়ণস্বামী শ্রীনিবাসন! এ দিন সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী রায়ে বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী বোর্ডের প্রেসিডেন্ট পদ থেকে সাময়িক ভাবে সরে দাঁড়াতে হল বটে, কিন্ত্ত পদত্যাগ করতে হল না৷ তাঁর ভবিষ্যত্ নিয়ে রায় সেই ঝুলেই থাকল৷ খোলা থাকল ফিরে আসার রাস্তাও৷ তাঁর বদলে শুধু মাত্র আইপিএল সেভেনের জন্য বোর্ডের অর্ন্তবর্তী প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে সুনীল মনোহর গাভাসকরকে৷
শ্রীনিবাসনের পক্ষ থেকে আদালতে লিখিত আবেদন করা হয়েছিল, আইপিএল কান্ডে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়াতে রাজি আছেন৷ আদালতে এর প্রতিবাদ করে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বিহারের আইনজীবী হরিশ সালভে জানান, তদন্ত শেষ করেই মুকুল মুদগল কমিশন রিপোর্ট জমা দিয়েছিল এবং রিপোর্টে যা আছে, তা শ্রীনিবাসনকে প্রেসিডেন্ট পদ থেকে সরানোর পক্ষে যথেষ্ট৷ নতুন করে ফের তদন্তের কোনও প্রয়োজন নেই৷ আদালত অবশ্য শ্রীনিবাসনকে সরিয়ে দেওয়া নিয়ে কোনও রায় দেয়নি৷ পরবর্তী শুনানি আগামী ১৬ এপ্রিল৷
৬৪ বছর বয়সী গাভাসকরের পদের নাম 'অন্তর্বর্তী কার্যকরী প্রেসিডেন্ট৷' তবে তাঁর কাজকর্ম সীমাবদ্ধ থাকবে শুধুমাত্র আইপিএল সংক্রান্ত ব্যাপারে৷ বোর্ডের বাকি কাজকর্ম দেখার দায়িত্ব বর্তাচ্ছে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শিবলাল যাদবের উপর৷ তবে আগামী জুনে আইপিএল শেষ হওয়ার পরে তা নিয়ে স্পষ্ট করে এ দিনের অন্তর্বর্তী রায়ে কিছু বলা হয়নি৷ বোর্ডের সংবিধান অনুযায়ী, বোর্ডের কোনও স্থায়ী সদস্যই পুরো সময়ের জন্য বোর্ডের প্রেসিডেন্ট হতে পারেন৷ গাভাসকর আগেই জানিয়েছিলেন, তিনি সম্মানিত এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে তৈরি৷ অস্থায়ী প্রেসিডেন্ট থাকাকালীন কোথাও দায়্ত্বি পালনে অসুবিধে হলে তিনি সরাসরি আদালতের কাছে আবেদন জানাতে পারবেন৷ আইপিএলের বর্তমান চিফ অপারেটিং অফিসার সুন্দর রামনকে রাখা হবে কি হবে না, সেটা ঠিক করার দায়িত্ব থাকবে গাভাসকরের উপর৷
আদালত এ-ও নির্দেশ দিয়েছে, দায়িত্বে থাকাকালীন ধারাভাষ্যকার হিসেবে থাকতে পারবেন না গাভাসকর৷ এ জন্য তাঁর যে আর্থিক ক্ষতি হবে, তা ভারতীয় বোর্ডকে পুষিয়ে দিতে হবে৷
গত বৃহস্পতিবারই আদালত প্রস্তাব দিয়েছিল, আইপিএল সেভেনে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসকে বাদ দিতে হবে৷ অথচ সেই একই আদালত এ দিন শুক্রবার জানায়, আইপিএল সেভেনে আটটি টিমই খেলতে পারবে৷ বোর্ডের আইনজীবী সুন্দরমের কথায়, 'আমরা আদালতের কাছে সব টিমকে খেলতে অনুমতি দেওয়ার জন্য আবেদন করেছিলাম৷ সেই আবেদন মঞ্জুর হয়েছে৷'
সকালে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী রায় ঘোষণার সঙ্গে সঙ্গে বোর্ড কর্তাদের কাছে চলে আসে কাঙ্খিত অক্সিজেন৷ একে তো আইপিএল নিয়ে তৈরি হওয়া সঙ্কট কেটে যায়, দুই শ্রীনিবাসনকে সরাসরি সরিয়ে দেওয়ার কোনও নির্দেশ না থাকায় নতুন করে ঘুঁটি সাজানোর সুযোগ৷
১৬ এপ্রিলে শুনানি শেষ হয়ে রায় বেরিয়ে যাওয়ার সম্ভাবনা কম৷ কারণ বোর্ডের আইনজীবী সুন্দরম দাবি করেছেন, বোর্ডের বক্তব্য জানাতে বেশ কয়েকটা শুনানি লাগার কথা৷ তা হলে কী দাঁড়াল? আইপিএলে সানি দায়িত্বে থাকতে পারেন, কিন্ত্ত বোর্ডের ভিতরের সব কাজকর্ম হবে শিবলাল যাদবের মাধ্যমে, যিনি শ্রীনির ঘনিষ্ঠ অনুগামীদের একজন৷ তা ছাড়া কোনও রকমে আদালতের রায় পিছিয়ে দিতে পারলে সেপ্টেম্বরে ফের পূর্বাঞ্চল থেকে বোর্ড প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার সুযোগও থেকে যাচ্ছে৷ আর আইসিসি-র চেয়ারম্যান পদ তো রইলই৷ তা নিয়ে আদালত কোনও নির্দেশ দেয়নি৷
আদালতের রায় নিয়ে বিশ্বকাপের আসরের প্রতিক্রিয়া? মুখ টিপে হাসি ছাড়া অন্য কিছুই তো চোখে পড়ছে না!
http://eisamay.indiatimes.com/sports/cricket/Like-cricket-I-will-give-presidency-best-shot-Sunny/articleshow/32863333.cms
No comments:
Post a Comment