Saturday, March 29, 2014

হরিয়ানায় প্রচারে গিয়ে আক্রান্ত কেজরিওয়াল

হরিয়ানায় প্রচারে গিয়ে আক্রান্ত কেজরিওয়াল

Arvind Kejriwal attacked in Haryana, his supporters turn violent


ভিওয়ানি (হরিয়ানা): নির্বাচনী প্রচার চালাতে গিয়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির হামলার শিকার হলেন আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল৷ শুক্রবার হরিয়ানার চরকি দাদরি এলাকায় এই ঘটনা ঘটে৷ এতে তাঁর গলায় জোর আঘাত লেগেছে বলেই খবর৷ উপস্থিত আপ কর্মী-সমর্থকরা তাকে পাল্টা মারধর করে৷ কেজরিওয়াল অবশ্য দলীয় সদস্যদের শান্ত থাকার পরামর্শই দিয়েছেন৷ সম্প্রতি বারাণসীতে প্রচার করার সময় তাঁর গায়ে কালি ছিটিয়ে দেয় একদল ব্যক্তি৷ ওই লোকসভা কেন্দ্রে খোদ বিজেপি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন তিনি৷

এ দিনের হামলার খানিকক্ষণ পরেই টুইটারে কেজরিওয়াল লেখেন, 'এক্ষুণি কেউ আমার গলায় জোরে আঘাত করেছে৷ এ ধরনের হিংস্র প্রতিক্রিয়া ওদের থেকে আশা করাই যায়৷ এতে ওদের আসল চরিত্র আর অসহায়তাই প্রমাণিত হয়৷' পরের একটি কমেন্টে তিনি ফের লেখেন, 'আমাদের সমর্থকরা ওই ব্যক্তিকে পাল্টা মেরেছে৷ এটা দারুণ অন্যায়৷ আমাদের কাছ থেকে এ রকমটা আশা করা যায় না৷ সমর্থকদের আচরণে গভীর ভাবে আঘাত পেয়েছি৷ আমরাও যদি হিংসাত্মক আচরণ করি, তাহলে ওদের সঙ্গে পার্থক্য কী থাকল? আমাদের আন্দোলনের অংশ হতে চাইলে, শপথ নিন, কখনও হাত ওঠাবেন না, সে যতই বড় হামলাই হোক না কেন৷ আমরা হিংসার আশ্রয় নিলে এই আন্দোলন শেষ হয়ে যাবে৷' প্রসঙ্গত, শুক্রবার সকালে ধানসা এলাকা থেকে হরিয়ানায় তিন দিন-ব্যাপী রোড শো শুরু করেছেন কেজরিওয়াল৷ -সংবাদসংস্থা 

No comments:

Post a Comment