মুম্বইয়ের শক্তি মিল গণধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত ৪
এই সময় ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ের শক্তি মিল কম্পাউন্ডে চিত্রসাংবাদিক এবং টেলিফোন অপারেটরের সঙ্গে গণধর্ষণের ২টি মামলায় চার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল সেশন কোর্ট। শুক্রবার ওই চার জনের সাজা ঘোষণা হবে। বৃহস্পতিবার মামলার শুনানির সময়ে আদালতে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী আরআর পাটিল। এ মামলায় বিজয় জাধব, কাসিম বাঙালী, সলিম আনসারি এবং সিরাজ রহমানকে দোষী সাব্যস্ত করে আদালত। পঞ্চম নাবালক অভিযুক্তের মামলা জুভেনাইল জাস্টিস বোর্ডে চলছে।
গত বছর ২২ অগস্ট মুম্বইয়ের মহালক্ষ্মী এলাকার শক্তি মিলে এক চিত্রসাংবাদিককে ধর্ষণ করে ওই পাঁচ জন। ঘটনার ৭২ ঘণ্টার মধ্যেই পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করে মুম্বই পুলিশ। তদন্তে পুলিশ জানতে পারে যে, ৩১ জুন শক্তি মিলেই এক টেলিফোন অপারেটার তাদের লালসার শিকার হয়।
ওই চার জনের বিরুদ্ধে দায়ের সমস্ত মামলাতেই তাদের দোষী সাব্যস্ত করেছে আদালত।
গত বছর ২২ অগস্ট মুম্বইয়ের মহালক্ষ্মী এলাকার শক্তি মিলে এক চিত্রসাংবাদিককে ধর্ষণ করে ওই পাঁচ জন। ঘটনার ৭২ ঘণ্টার মধ্যেই পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করে মুম্বই পুলিশ। তদন্তে পুলিশ জানতে পারে যে, ৩১ জুন শক্তি মিলেই এক টেলিফোন অপারেটার তাদের লালসার শিকার হয়।
ওই চার জনের বিরুদ্ধে দায়ের সমস্ত মামলাতেই তাদের দোষী সাব্যস্ত করেছে আদালত।
No comments:
Post a Comment