Thursday, March 20, 2014

অবাক করল না প্রার্থীতালিকা

অবাক করল না প্রার্থীতালিকা

modi
নয়াদিল্লি: ছয় লক্ষ গুজরাটিকে নিরাশ করলেন না নরেন্দ্র মোদী৷ শুধু বারাণসী নয়, গুজরাটের ভাদোদরা থেকেও লোকসভা ভোটে লড়বেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী৷ দু'টি কেন্দ্রে এর আগে কংগ্রেসের প্রধান নেতারা লড়েছেন৷ ইন্দিরা গান্ধী লড়েছেন, সনিয়া গান্ধীও রায়বরেলির পাশাপাশি কর্নাটকের বেলারি থেকে লড়েছিলেন৷ তবে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী দু'জায়গায় দাঁড়ানোর পরে কংগ্রেস বলছে, মোদী আসলে বারাণসীতে জেতার ব্যাপারে নিশ্চিত নন বলেই গুজরাটের নিরাপদ আসন বেছে নিলেন৷ কেন্দ্রীয় মন্ত্রী আনন্দ শর্মা বলেন, 'এতই যদি মোদী-হাওয়া চলছে, তা হলে শুধু বারাণসীতে কেন লড়ছেন না মোদী? কেন তাঁকে গুজরাটের একটা আসনেও লড়তে হচ্ছে? আসলে বারাণসীতে জয়ের ব্যাপারে তিনি নিশ্চিত নন৷ তবে তিনি যতগুলি আসনেই লড়ুন, কংগ্রেস সেখানে অত্যন্ত শক্তিশালী প্রার্থী দাঁড় করাবে৷' আর বিজেপির জবাব, আগে থেকেই ঠিক ছিল, মোদী দু'জায়গা থেকে লড়বেন৷ তাই এটা কোনও নতুন কথা নয়৷

ঠিকই, হিন্দি বলয়ে তাঁর হয়ে হাওয়া তোলার জন্য মোদী বারাণসী থেকে লড়ছেন৷ তাই বলে গুজরাটকে তিনি ছাড়বেন কী করে? তা হলে তো নিজের রাজ্যে উল্টো প্রচার শুরু হয়ে যেতে পারত৷ সেই সম্ভাবনাটাকে খারিজ করতে চেয়েছেন তিনি৷ তাছাড়া মোদী হিন্দি বলয়ের পাশাপাশি পশ্চিম ভারতেও তো হাওয়াটা তুলতে চাইছেন৷ মোদীর গুজরাট থেকে প্রার্থী করা হয়েছে লালকৃষ্ণ আদবানিকেও৷ আগের মতোই তাঁকে গান্ধীনগরে প্রার্থী করা হয়েছে৷ গুজরাটের ২৬টির মধ্যে ২১টি আসনে এ দিন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি৷

তবে মোদী ও আদবানি বাদে বিজেপির তালিকায় আকর্ষণ দু'টি৷ একসময় বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনী লড়বেন উত্তরপ্রদেশের মথুরা থেকে৷ কৃষ্ণজন্মভূমির এই কেন্দ্রে হেমাকে নিয়ে আসাটা নিঃসন্দেহে বিজেপির চমক৷ হেমা বিজেপির তরফে রাজ্যসভার সাংসদ৷ তিনি অন্য তারকা-রাজনীতিকদের মতো শখের রাজনীতি করেন না৷ গুরুত্ব দিয়েই এবং ভালবেসে রাজনীতি করেন৷ এ বার তাঁকে মথুরায় নিয়ে এল বিজেপি৷ উত্তরপ্রদেশে অবশ্য বলিউড তারকাদের ভোটে লড়ার একটা প্রবণতা আছে৷ এ বারের নির্বাচনেই জয়াপ্রদা, রাজ বব্বর ও হেমা মালিনী লড়বেন৷

বিজেপির অন্য চমক হল রাজস্থানের জয়পুর গ্রামীণ থেকে অলিম্পিকে রুপোজয়ী শুটার রাজ্যবর্ধন রাঠোরকে প্রার্থী করা৷ এখানে কংগ্রেসের প্রার্থী হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও রাহুল গান্ধীর ঘনিষ্ঠ নেতা সি পি যোশী৷ রাজস্থান বিধানসভা ভোটের আগে রাজ্যবর্ধন রাঠোর বিজেপিতে যোগ দিয়েছিলেন৷ তখন তাঁকে প্রার্থী করা হয়নি৷ করা হল লোকসভায়৷ যোশী কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী৷ তাই তাঁর বিরুদ্ধে রাজ্যবর্ধনকে প্রার্থী করে রাহুলের অন্যতম পরামর্শদাতাকে কড়া লড়াইয়ের মধ্যে ফেলা হল৷

উত্তরপ্রদেশের দামোরিয়াগঞ্জে কংগ্রেস ছেড়ে আসা সাংসদ জগদম্বিকা পালকেই প্রার্থী করেছে বিজেপি৷ এ নিয়ে দলের স্থানীয় নেতাদের মধ্যে প্রবল ক্ষোভ ছিল৷ জগদম্বিকা এ দিন সকালেই বিজেপিতে যোগ দিলেন, এবং রাতে ঘোষণা করা হল তিনি দামোরিয়াগঞ্জে প্রার্থী৷ আন্দামানে বর্তমান সাংসদ বিষ্ণুপদ রায়কেই প্রার্থী করেছে বিজেপি৷ টঙ্ক সওয়াই মাধোপুরে কংগ্রেসের আজহারউদ্দিনের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন সুখবীর সিং জৌনপুরিয়া৷ আজহারের বিরুদ্ধে স্থানীয় নেতার ওপরেই ভরসা রেখেছেন মোদীরা৷ এ দিন রাজস্থানেরও ২১জন প্রার্থীর নাম জানিয়েছে বিজেপি৷ উত্তরপ্রদেশে ১৫ জন প্রার্থীর নাম জানানো হয়েছে৷
http://eisamay.indiatimes.com/nation/bjp-candidate-list/articleshow/32342042.cms?

No comments:

Post a Comment