প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছল কয়লা কেলেঙ্কারির তদন্ত
নয়াদিল্লি: তদন্ত শুরুর দেড় বছরের মাথায় কয়লা ব্লক বণ্টনে অনিয়মের রেশ সরাসরি প্রবেশ করল প্রধামন্ত্রীর দপ্তরে৷ ২০০৫ সালে হিন্দালকোকে তালাবিড়া ব্লকের বরাত দেওয়া নিয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের উপদেষ্টা টি কে এ নায়ারকে জিজ্ঞাসাবাদ করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই৷ সূত্রের খবর, এ মাসের শেষেই তালাবিড়া ব্লক সহ একাধিক ব্লক বণ্টনের অনিয়মে নায়ারের বক্তব্য রেকর্ড করা হবে৷ যদিও আর এক মহলের মত, আগামী সপ্তাহেই জেরা করা হতে পারে নায়ারকে৷ কয়লার বরাত দেওয়ার সময় কোনও নির্দিষ্ট সংস্থাকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল কি না, নায়ারের কাছে জানতে চাইবেন গোয়েন্দারা৷ বিশেষ করে প্রধানমন্ত্রী মনমোহন সিং যখন কয়লা মন্ত্রকের দায়িত্বে ছিলেন সেই সময়কার বন্টিত ব্লক নিয়ে প্রশ্ন করা হবে নায়ারকে৷ ২৬ মার্চের আগে পাঁচটি কয়লা ব্লক কেলেঙ্কারির চূড়ান্ত রিপোর্ট জমা দেবে সিবিআই৷ এপ্রিলের মধ্যে কয়লা কেলেঙ্কারি তদন্ত শেষ করতে সিবিআইয়ের উপর সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে৷ তাই এখন জোরকদমে তদন্ত সমাপ্তির পথে এগিয়ে চলছেন গোয়েন্দারা৷
কয়লা ব্লক কেলেঙ্কারিতে হিন্দালকোর মালিক কুমার মঙ্গলম বিড়লার বিরুদ্ধে এফআইআর জারি করে সিবিআই৷ তদানীন্তন কয়লা সচিব পি সি পারেখের বিরুদ্ধেও এফআইআর করে সিবিআই৷ গোয়েন্দা সংস্থার অভিযোগ, স্ক্রিনিং কমিটির দ্বারা বাতিল হয়ে যাওয়ার পরও কয়লা ব্লকের বরাত দেওয়া হয় হিন্দালকোকে৷ অভিযোগ, স্ক্রিনিং কমিটির সিদ্ধান্তের পর তদানীন্তন কয়লা সচিব পি সি পারেখকে পিএমও-র দপ্তরের মাধ্যমে চিঠি পাঠায় হিন্দালকো৷ এর পর পি সি পারেখের সঙ্গে সরাসরি সাক্ষাত্ হয় কুমার বিড়লার৷ এই বেনিয়মে অবশ্য প্রধানমন্ত্রী মনমোহন সিং জড়িত বলেও অভিযোগ করেছিলেন পারেখ৷ তিনি বলেন, 'চূড়ান্ত সিদ্ধান্ত কয়লামন্ত্রী মনমোহন সিং নিয়েছিলেন৷ কাজেই এফআইআর-এ সহযোগী চক্রান্তকারী হিসাবে তার নামও থাকা উচিত৷'
নয়াদিল্লি: তদন্ত শুরুর দেড় বছরের মাথায় কয়লা ব্লক বণ্টনে অনিয়মের রেশ সরাসরি প্রবেশ করল প্রধামন্ত্রীর দপ্তরে৷ ২০০৫ সালে হিন্দালকোকে তালাবিড়া ব্লকের বরাত দেওয়া নিয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের উপদেষ্টা টি কে এ নায়ারকে জিজ্ঞাসাবাদ করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই৷ সূত্রের খবর, এ মাসের শেষেই তালাবিড়া ব্লক সহ একাধিক ব্লক বণ্টনের অনিয়মে নায়ারের বক্তব্য রেকর্ড করা হবে৷ যদিও আর এক মহলের মত, আগামী সপ্তাহেই জেরা করা হতে পারে নায়ারকে৷ কয়লার বরাত দেওয়ার সময় কোনও নির্দিষ্ট সংস্থাকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল কি না, নায়ারের কাছে জানতে চাইবেন গোয়েন্দারা৷ বিশেষ করে প্রধানমন্ত্রী মনমোহন সিং যখন কয়লা মন্ত্রকের দায়িত্বে ছিলেন সেই সময়কার বন্টিত ব্লক নিয়ে প্রশ্ন করা হবে নায়ারকে৷ ২৬ মার্চের আগে পাঁচটি কয়লা ব্লক কেলেঙ্কারির চূড়ান্ত রিপোর্ট জমা দেবে সিবিআই৷ এপ্রিলের মধ্যে কয়লা কেলেঙ্কারি তদন্ত শেষ করতে সিবিআইয়ের উপর সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে৷ তাই এখন জোরকদমে তদন্ত সমাপ্তির পথে এগিয়ে চলছেন গোয়েন্দারা৷
কয়লা ব্লক কেলেঙ্কারিতে হিন্দালকোর মালিক কুমার মঙ্গলম বিড়লার বিরুদ্ধে এফআইআর জারি করে সিবিআই৷ তদানীন্তন কয়লা সচিব পি সি পারেখের বিরুদ্ধেও এফআইআর করে সিবিআই৷ গোয়েন্দা সংস্থার অভিযোগ, স্ক্রিনিং কমিটির দ্বারা বাতিল হয়ে যাওয়ার পরও কয়লা ব্লকের বরাত দেওয়া হয় হিন্দালকোকে৷ অভিযোগ, স্ক্রিনিং কমিটির সিদ্ধান্তের পর তদানীন্তন কয়লা সচিব পি সি পারেখকে পিএমও-র দপ্তরের মাধ্যমে চিঠি পাঠায় হিন্দালকো৷ এর পর পি সি পারেখের সঙ্গে সরাসরি সাক্ষাত্ হয় কুমার বিড়লার৷ এই বেনিয়মে অবশ্য প্রধানমন্ত্রী মনমোহন সিং জড়িত বলেও অভিযোগ করেছিলেন পারেখ৷ তিনি বলেন, 'চূড়ান্ত সিদ্ধান্ত কয়লামন্ত্রী মনমোহন সিং নিয়েছিলেন৷ কাজেই এফআইআর-এ সহযোগী চক্রান্তকারী হিসাবে তার নামও থাকা উচিত৷'
No comments:
Post a Comment