Wednesday, July 2, 2014

এবার মিলল ফিলিস্তিনি কিশোরের লাশ

এবার মিলল ফিলিস্তিনি কিশোরের লাশ
যুগান্তর ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই, ২০১৪

জেরুজালেমের পূর্বাঞ্চল থেকে বুধবার অপহৃত এক ফিলিস্তিনি কিশোরের লাশ উদ্ধার করেছে ইসরাইলি পুলিশ। বুধবার ভোরের দিকে মোহাম্মদ আবু খদাইরকে (১৬) জোর করে একটি গাড়িতে তুলতে দেখা যায়। এর কয়েক ঘণ্টা পর একটি বন থেকে তার আংশিক পুড়ে যাওয়া লাশ উদ্ধার করা হয়।হত্যার উদ্দেশ্য সম্পর্কে ইসরাইলি পুলিশ কিছু জানাতে পারেনি। তবে ফিলিস্তিনি সূত্র জানায়, তিন ইসরাইলি কিশোরের হত্যার প্রতিশোধ নিতেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
পরে ফিলিস্তিনি ওই কিশোরের বাড়ির কাছে ইসরাইলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা ইসরাইলি পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। জবাবে তারাও সাউন্ড বোমা, কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। জেরুজালেমের মেয়র নীর বারকাত সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি এক বিবৃতিতে বলেন, ‘এ ধরনের নৃশংস ও বর্বরোচিত ঘটনার আমি নিন্দা জানাই। এটা আমাদের পথ হতে পারে না এবং আমাদের নিরাপত্তা বাহিনী হত্যাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনবে বলে আমি বিশ্বাস করি।’
প্রাথমিক খবরে জানা যায়, পূর্ব জেরুজালেমের সুফাত জেলায় বাবার দোকানের কাছ থেকে ওই ফিলিস্তিনি কিশোরকে অপহরণ করা হয়। তাকে জোর করে একটি সাদা রঙের গাড়িতে উঠানো হয়।
এর কয়েক ঘণ্টা পর নগরীর পশ্চিমাঞ্চলীয় উপকণ্ঠ গিভাত শাউলের কাছে একটি বন থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার শরীর আংশিক পুড়ে গেছে এবং তাতে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন ছিল। ইসরাইলি পুলিশের মুখপাত্র মিকি রোজেনফেল্ড বলেন, অপরাধীদের খুঁজে বের করার চেষ্টা চলছে। এএফপি।
- See more at: http://www.jugantor.com/ten-horizon/2014/07/03/118171#sthash.9sDczOqh.dpuf

No comments:

Post a Comment