চলে গেলেন চিত্রশিল্পী হাসি চক্রবর্তী
চট্টগ্রাম ব্যুরো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2014-07-28 20:05:30.0 BdST Updated: 2014-07-28 20:05:30.0 BdST
বিশিষ্ট চিত্রশিল্পী ও প্রগতিশীল আন্দোলনের সংগঠক অধ্যক্ষ হাসি চক্রবর্তী (৬৭) মারা গেছেন।
সোমবার বেলা আড়াইটায় নগরীর নন্দনকাননে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন তিনি।
তৎকালীন চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ হাসি চক্রবর্তীর স্ত্রী ছায়া দে চট্টগ্রাম কলেজের বাংলা বিভাগের বর্তমান প্রধান।
হাসি চক্রবর্তীর শ্যালক উদীচী চট্টগ্রাম জেলার সহ-সভাপতি প্রবাল দে জানান, এ চিত্রশিল্পীর মরদেহ বিকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইন্সটিটিউটে নিয়ে যাওয়া হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে সন্ধ্যায় তার মরদেহ অভয় মিত্র মহাশশ্মানে নিয়ে যাওয়া হয়। শেষকৃত্য হবে সেখানেই।
হাসি চক্রবর্তীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উদীচী শিল্পী গোষ্ঠী চট্টগ্রামের সভাপতি বেগম মুশতারী শফী ও সাধারণ সম্পাদক সুনীল ধর, খেলাঘর চট্টগ্রাম মহানগরীর সভাপতি অধ্যাপক ডা. একিউএম সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক রুপক চৌধুরী, চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের সদস্য সচিব ডা. চন্দন দাশ ও সমন্বয়ক শরিফ চৌহানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
No comments:
Post a Comment