ঈদ শুভেচ্ছায় বোমা, কারজাইয়ের জ্ঞাতি ভাই নিহত
>> রয়টার্স
Published: 2014-07-29 16:43:22.0 BdST Updated: 2014-07-29 16:43:22.0 BdST
আফগানিস্তানে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের এক জ্ঞাতি ভাই।
হামলার শিকার হাশমত কারজাই দেশটির প্রভাবশালীদের একজন, প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম প্রার্থী আশরাফ গনির অন্যতম সহযোগীও ছিলেন তিনি।
কান্দাহার প্রদেশে গভর্নরের কার্যালয় থেকে জানানো হয়, মঙ্গলবার নিজ বাস ভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করছিলেন হাশমত। এ সময় অতিথির বেশে আসা এক আত্মঘাতী হামলাকারী তার কাছে গিয়ে বোমা বিস্ফোরণ ঘটায়।
মঙ্গলবারের ওই হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। পরিবারের পক্ষ থেকেও কাউকে সন্দেহ করে বক্তব্য দেয়া হয়নি।
বাড়ির একজন মুখপাত্র বলেন, “হামলাকারী বেশ আধুনিক পোশাকে ছিলেন। তার পোশাক-পরিচ্ছদও ছিল নতুন। অন্যদের মতো তিনিও হাশমতের কাছে গিয়ে তাকে ঈদ মোবারক বলেন। আর এরই মধ্যে নিজের কাছে লুকানো বোমার বিস্ফোরণ ঘটান।”
প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সৃষ্ট অচলাবস্থার মধ্যেই নিহত হলেন বিদায় নিতে যাওয়া প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের ভাই। ভোট গণনা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগের কার্যত এখনো কোনো সুরাহা না হওয়ায় অনিশ্চয়তার মধ্যে রয়েছে আফগানিস্তানের নেতৃত্ব।
কান্দাহার প্রদেশে গভর্নরের কার্যালয় থেকে জানানো হয়, মঙ্গলবার নিজ বাস ভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করছিলেন হাশমত। এ সময় অতিথির বেশে আসা এক আত্মঘাতী হামলাকারী তার কাছে গিয়ে বোমা বিস্ফোরণ ঘটায়।
মঙ্গলবারের ওই হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। পরিবারের পক্ষ থেকেও কাউকে সন্দেহ করে বক্তব্য দেয়া হয়নি।
বাড়ির একজন মুখপাত্র বলেন, “হামলাকারী বেশ আধুনিক পোশাকে ছিলেন। তার পোশাক-পরিচ্ছদও ছিল নতুন। অন্যদের মতো তিনিও হাশমতের কাছে গিয়ে তাকে ঈদ মোবারক বলেন। আর এরই মধ্যে নিজের কাছে লুকানো বোমার বিস্ফোরণ ঘটান।”
প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সৃষ্ট অচলাবস্থার মধ্যেই নিহত হলেন বিদায় নিতে যাওয়া প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের ভাই। ভোট গণনা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগের কার্যত এখনো কোনো সুরাহা না হওয়ায় অনিশ্চয়তার মধ্যে রয়েছে আফগানিস্তানের নেতৃত্ব।
No comments:
Post a Comment