বৃষ্টি মাথায় ঈদ জামাতে
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2014-07-29 09:10:06.0 BdST Updated: 2014-07-29 17:36:51.0 BdST
এক মাস সিয়াম সাধনার পর আনন্দ উৎসবের মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপন করছে দেশের মুসলমান সম্প্রদায়।
মঙ্গলবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই দলে দলে মানুষ রাজধানীর বিভিন্ন ঈদগাহ ময়দান ও মসজিদে ছোটে ঈদের নামাজ আদায় করতে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাত হয় সকাল ৭টায়।
বরাবরের মতো এবারও রাজধানীতে ঈদুল ফিতরের প্রধান জামাত হয় জাতীয় ঈদগাহ ময়দানে, সকাল সাড়ে ৮টায়।
রাষ্ট্রপতি আবদুল হামিদ, মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক, সরকারি কর্মকর্তাসহ সব শ্রেণি পেশার নানা বয়সী মানুষ ঈদগাহে নামাজ আদায় করেন।
জামাত শেষে পরস্পরের সঙ্গে কোলাকোলি ও কুশল বিনিময়ের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সবাই।
আবহাওয়া অধিদপ্তর আগেই জানিয়েছিল, ঈদের দিনে বৃষ্টি হতে পারে। তবে আগে থেকেই প্রস্তুতি থাকায় জাতীয় ইদগাহে নামাজ আদায়ে কোনো সমস্যা হয়নি।
ঈদ উপলক্ষে জাতীয় ঈদগাহ ঘিরে নেয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ঈদগাহ ময়দান ও আশেপাশের সড়কগুলো সাজানো হয় নতুন সাজে।
প্রধান জামাত ছাড়াও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের পাঁচটি জামাত হয়েছে সকাল ৭টা থেকে। প্রতিবারের মতো এবারো পুরুষদের পাশাপাশি নারীদের জন্য ঈদের নামাজ ছিল বিশেষ ব্যবস্থা।
No comments:
Post a Comment