পদ্মায় নৌকাডুবি: ১ লাশ উদ্ধার
কুষ্টিয়া প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2014-07-30 16:40:05.0 BdST Updated: 2014-07-30 21:49:46.0 BdST
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে নৌকাডুবির সাড়ে ২৮ ঘণ্টা পর এক নারীর লাশ পাওয়া গেছে। এখনো নিখোঁজ রয়েছেন ১১ জন।
বুধবার রাত পৌনে ৮টার দিকে কয়েক কিলোমিটার দূরে কুমারখালী উপজেলার যদুবয়রা এলাকায় পদ্মার শাখা নদী গড়াইয়ে মালা আক্তার পলির (২৫) লাশ পাওয়া যায়। তিনি দৌলতপুরের ভুরিঙ্গা গ্রামের কাজলের স্ত্রী।
কুমারখালী থানার ওসি রফিকুল ইসলাম জানান, নদীতে লাশটি ভেসে যেতে দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেন। উদ্ধারের পর স্বজনরা এসে লাশ সনাক্ত করেন।
খুলনা থেকে আসা আট সদস্যের ডুবুরি দল ভেড়ামারার রায়টা থেকে হার্ডিঞ্জ সেতু এলাকায় উদ্ধার কাজ চালাচ্ছে বলে জানান ওসি।
খুলনা থেকে আসা আট সদস্যের ডুবুরি দলের নেতা কাজী নাদির হোসেন জানান, বুধবার সকাল থেকে মাঝ পদ্মায় প্রথম দফায় অভিযান চালান তারা। কিন্তু ডুবে যাওয়া নৌকা বা নিখোঁজ কারো সন্ধান তারা পাননি।
এরপর বেলা সাড়ে ১১টায় ঘটনাস্থল থেকে ১০ কিলোমিটার ভাটিতে রায়টা পাথরঘাট এলাকায় দ্বিতীয় দফার অভিযান শুরু করেন ডুবুরিরা। তাতেও কোনো ফল আসেনি।
মঙ্গলবার ঈদের দিন বিকাল সোয়া ৩টায় দৌলতপুর উপজেলার বৈরাগীরচরের কাছে মাঝ পদ্মায় যাত্রীসহ নৌকাটি ডুবে যায়।
জেলা প্রশাসন জানিয়েছে, স্থানীয়রা শিশুসহ পাঁচজনকে জীবিত উদ্ধার করেন। তাদের মধ্যে চারজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ওই সময় ১৫ জন নিখোঁজ থাকার কথা উপজেলা প্রশাসন জানালেও বুধবার পলির লাশ উদ্ধারের আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নিখোঁজ আছেন ১২ জন।
নৌকার যাত্রী সবার বাড়ি দৌলতপুরের ফারাকপুর ও গঙ্গারামপুর গ্রামে বলে জানান দৌলতপুর থানার ওসি এনামুল হক।
ঈদ উপলক্ষে বৈরাগীরচর থেকে নারী ও শিশুসহ ২০/২২ জন যাত্রী পদ্মার একটি চরে নৌভ্রমণে যাচ্ছিলেন। কিছুদূর যাওয়ার পর প্রবল স্রোত ও বাতাসে নৌকাটি ডুবে যায়।
নিখোঁজদের সন্ধানে পদ্মার পাড়ে ভিড় করেছে স্বজনরা। তদের কান্না ও আহাজারিতে আশপাশের পরিবেশ ভারী হয়ে উঠেছে।
No comments:
Post a Comment