খুলনায় বকেয়ার দাবিতে পাটকল শ্রমিকদের রেলপথ অবরোধ
স্টাফ রিপোর্টার, খুলনা অফিস॥ খুলনায় বকেয়া মজুরি ও ঈদ বোনাসের দাবিতে ব্যক্তিমালিকানাধীন এ্যাজাক্স জুটমিলের শ্রমিকেরা শনিবার সকালে রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসূচী পালন করেছে। নগরীর ফুলবাড়ি গেট এলাকায় খুলনা-যশোর মহাসড়ক ও একই সঙ্গে রেলপথ অবরোধ করা হয়। এসময় অসংখ্য যানবাহন ও তিনটি ট্রেন আটকা পড়ে যায়। বেসরকারী পাট, সুতা ও বস্ত্রকল শ্রমিক ফেডারেশনের নেতা আব্দুর রহমান মোল্লা জানান, বেসরকারী পাটকল মালিকরা শ্রমিকদের পাওনা মজুরি দিতে বার বার তালবাহানা করে। সর্বশেষ গত ২৪ তারিখে শ্রিিমকদের পাওনা ও ঈদ বোনানাস দেয়ার কথা ছিল। মহসেন জুটমিল লে-অফকালিন সুবিধা ও শ্রমিকদের ঈদ বোনাস দিয়েছে। সোনালী জুটমিল কর্তৃপক্ষ মজুরির কিছু অংশের টাকা দিয়েছে। সকাল ৯টায় ফুলবাড়ি গেট এলাকায় শুরু হওয়া সড়ক ও রেললাইন অবরোধ কর্মসূচীর সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম সবুজ, আব্দুর রহমান মোলা, সাইফুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, আওয়ামী লীগ নেতা শাকিল আহমেদ, জাহিদ হাসান জাকির প্রমূখ। অবরোধ চলাকালে বেলা ১১টার দিকে এজাক্স জুটমিল কর্তৃপক্ষ আজ রবিবার বকেয়া পাওনার আংশিক ও ঈদ বোনাস প্রদানের আশ্বাস দিলে শ্রমিকরা নির্ধারিত সময়ের আগে অবরোধ তুলে নেয়। রেলষ্টেশনের ষ্টেশন মাস্টার কাজী আমিরুল ইসলাম জানান, খুলনা থেকে সকাল সাড়ে ৯টায় পার্বতীপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রকেটমেইল ও ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ঈদ স্পেশাল ট্রেনটি দৌলতপুরে আটকা পড়ে যায়।
নীলফামারীতে রাতের আঁধারে কৃষকের শতাধিক গাছ কর্তন
নিজস্বসংবাদদাতা, নীলফামারী ২৬ জুলাই ॥ কিশোরীগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল কলেজপাড়া গ্রামে শুক্রবার রাতের আধারে এক কৃষকের শতাধিক গাছ কেটে ফেলেছে দুষ্কৃতকারীরা। জানা গেছে, নয়ানখাল কলেজপাড়া গ্রামের ছয়ফল হোসেনের ছেলে জয়নাল হোসেন তার ক্রয়কৃত ২২ শতাংশ জমি ২০ বছর ধরে ভোগ দখল করে আসছে। সেই জমিতে গত দুই বছর আগে শতাধিক ফলদ, বনজ ও কাঠের গাছ রোপণ করেন। গাছগুলো ইতোমধ্যে বড় হয়। অভিযোগ উঠেছে প্রতিবেশী তফির উদ্দিনের পুত্র আশরাফ আলী দুষ্কৃতকারীদের ভাড়া করে এনে শুক্রবার রাতের আধারে শতাধিক গাছ কেটে ফেলে। তবে আশরাফ আলী গাছ কাটার কথা অস্বীকার করেন। এ ঘটনায় জয়নাল আবেদীন বাহাগিলি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে মামলা করেছেন। বাহাগিলি ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান আতাউর রহমান শাহ্ দুলু শনিবার দুপুরে এ ব্যাপারে সাংবাদিকদের বলেন বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং অমানবিক।
নীলফামারীতে রাতের আঁধারে কৃষকের শতাধিক গাছ কর্তন
নিজস্বসংবাদদাতা, নীলফামারী ২৬ জুলাই ॥ কিশোরীগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল কলেজপাড়া গ্রামে শুক্রবার রাতের আধারে এক কৃষকের শতাধিক গাছ কেটে ফেলেছে দুষ্কৃতকারীরা। জানা গেছে, নয়ানখাল কলেজপাড়া গ্রামের ছয়ফল হোসেনের ছেলে জয়নাল হোসেন তার ক্রয়কৃত ২২ শতাংশ জমি ২০ বছর ধরে ভোগ দখল করে আসছে। সেই জমিতে গত দুই বছর আগে শতাধিক ফলদ, বনজ ও কাঠের গাছ রোপণ করেন। গাছগুলো ইতোমধ্যে বড় হয়। অভিযোগ উঠেছে প্রতিবেশী তফির উদ্দিনের পুত্র আশরাফ আলী দুষ্কৃতকারীদের ভাড়া করে এনে শুক্রবার রাতের আধারে শতাধিক গাছ কেটে ফেলে। তবে আশরাফ আলী গাছ কাটার কথা অস্বীকার করেন। এ ঘটনায় জয়নাল আবেদীন বাহাগিলি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে মামলা করেছেন। বাহাগিলি ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান আতাউর রহমান শাহ্ দুলু শনিবার দুপুরে এ ব্যাপারে সাংবাদিকদের বলেন বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং অমানবিক।
http://allbanglanewspapers.com/janakantha/
No comments:
Post a Comment